ক্রিজ ওয়াসে কি দুর হয়ঃ
ফেব্রিক প্রসেস করলে ওভেন ফেব্রিকের ১০-২০% কাপড়ে যতোই এলার্ট থাকুন ক্রিজ আসবেই । ক্রিজ আসলে ইন্সপেকশন রোলিং এ রোল গুলি হোল্ড করে রাখা হয় মানে তারা একে ফ্রেশ হিসেবে কাউন্ট করবেনা আবার রিজেক্ট কিনা তাও তারা কনফিউশনে থাকে ।
এটা একটা প্রথম টোটকা বুদ্ধি রোল গুলি থেকে তারা হাফ গজ কেটে রাখে স্যাম্পল হিসেবে । সেই হাফ গজ ওভার লক সুইং করে দুই সাইড লক করা হয় । এবং ক্রিজ বরাবর ফ্লুইড পেন, ব্লাক মার্কার কলেম দিয়ে মার্কিং করা হয় । এবং এটা বায়ারের ওয়াস রিকয়ারমেন্ট অনুযায়ী ৫-১০ মিনিটের এনজাইম সিলিকন ওয়াস করা হয় এবং ড্রাই করা হয়। ড্রাই করার পর এই স্যাম্পল বায়ার এবং ডাইং এ দেখানো হয়।
অনেক ক্ষত্রে এটা ওয়াসের পর ট্রাম্বল ড্রাই করলে থাকেনা । কারন কাপড় খেপে মোটা হেয়ারি সফট হয়ে যায়৷। তখন গ্রাউন্ডের আর দাগ বোঝা যায়না।
অনেক সময় গার্মেন্টসে টুকরা পাঠিয়ে স্টিম আয়রন করা হয় দেখার জন্য গার্মেন্টস হবার পর ফাইনালি স্টিম আয়রন করলে এটা থাকবে কিনা। স্টিম আর আয়রনিং এ অনেক ক্রিজ ফল্ট দুর হয় ।
বায়ার এলাও করলে সেই রোল দিয়ে দেয়া হয় তবে ইন্সেপেকশন রিপোর্ট এর রোলের রিপোর্ট এর এটা লিখে দেয়া হয় যাতে গার্মেন্টস এ হাউকাউ না করে। পার্টিকে ওয়াস স্যাম্পল দিয়ে দেয়া হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন