কোয়ালিটি কন্ট্রোলার জব | Textile Quality Controller - Textile Lab | Textile Learning Blog
কোয়ালিটি কন্ট্রোলার(Quality Controller) :



গার্মেন্টস শিল্পে Quality controller কে সংক্ষেপে QC বলা হয়ে থাকে। বাংলাদেশের ফ্যাক্টরিগুলো সাধারণত বায়িং হাউস এবং liaison office গুলো থেকে অর্ডার পেয়ে থাকে (কিছু ফ্যাক্টরি অবশ্য সরাসরি ক্রেতার কাছ থেকে অর্ডার পেয়ে থাকে)। একজন QC বা Quality Controller মার্চেন্ডাইজারের কাছ থেকে পোশাকের নির্দিষ্ট মান গুলো সঠিকভাবে বুঝে নেয়। উক্ত অর্ডারের নির্দিষ্ট মানদণ্ড (যেমন-পোশাকের ডিজাইন, আকার, Quality ও আনুষঙ্গিক জিনিস) মেটানোর জন্য তারা শ্রমিকের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রন করে থাকে। তারাই মূলত: পোশাকের গুণগত মান বজায় রেখে ফ্যাক্টরি শ্রমিক দ্বারা পোষাক তৈরির কাজগুলো সম্পাদন করেন এবং ধাপে ধাপে ইন্সপেকশন করে গার্মেন্টস্ শিপমেন্ট করে থাকেন। কিছু কিছু কোম্পানী শুধু মাত্র ইনলাইন ও ফাইনাল ইন্সপেকশন করার জন্য লোকবল নিয়ে থাকেন, তাদের কে বলা হয় কোয়ালিটি ইন্সপেকটর (QI) । আবার কিছু কিছূ কোম্পানী এই কাজের জন্য খুবই অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ করেন, যারা বিভিন্ন প্রসিডিইর ফলো করে তাদের কাজ উঠিয়ে নেয়, তাদের কে বলা হয় Quality Assurance Inspection  বা QA ।

 প্রাথমিক অবস্থায় একজন সদ্য স্নাতক/ স্নাতকোত্তর ইন্টার্ন, Management trainee অথবা Junior Assistant of QC হিসেবে ক্যারিয়ার সূচনা করে থাকে (কাজের যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগত্যা কিছুটা শিথিল করে দেয় অনেক কোম্পানী)। 

ক্যারিয়ারের শুরুতে তাদের বেতন কাঠামো ১০-১৫ হাজার হয়ে থাকে এবং ৫-৭ বছরের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে মাসিক প্রায় ৬০০০০ - ১২০০০০/- টাকা বেতনের চাকুরী করতে পারে। এ পেশায় কাজ করতে হলে একজন কর্মীকে দৃঢ় ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।

 এই পেশায় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যদি ম্যানেজার অথবা সুপারভাইজার হিসাবে নিজেকে যোগ্য করে তুলতে পারেন তা হলে মাসিক ১লক্ষ থেকে ৩ লক্ষ টাকা বেতনের চাকরী করতে পারবেন (কোম্পানী অনুযায়ী কম বা বেশী হতে পারে)। 

স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে একজন ব্যাক্তি QC-তে ক্যারিয়ার গড়তে পারেন খুব সহজেই। তবে কোন কোন প্রতিষ্ঠান উক্ত পদের জন্যে কিছু বিশেষ বিষয়ে ডিগ্রীধারীদের প্রাধান্য দিয়ে থাকে আবার কিছু কোম্পানী কাজের অভিজ্ঞতা সাপেক্ষে শিক্ষগত যোগ্যতা শিথিল করে দেয়। 

তবে আপনার যদি প্রচন্ড ধৈয্য শক্তি ও উপস্থিত বুদ্ধি না থাকে তাহলে এই পেশা আপনার জন্য নয়। সহজ কথায় বলতে হয় আপনি যদি ১০০ টাকা বেতন নিয়ে কারো ১০০ কোটি টাকার টেনশন মাথায় নিয়ে ঘুরার মত মানসিকতা থাকে তাহলে আপনিই উপযুক্ত এই পেশার জন্য।  


পোষ্ট গুলো আপনার আপনজন কারো প্রয়োজনী মনে হলে শেয়া করতে পারেন আপনার টাইমলাইনে। ধন্যবাদ।

Copyright: Captains Of Quality ( Facebook Page )     

কোয়ালিটি কন্ট্রোলার জব | Textile Quality Controller

কোয়ালিটি কন্ট্রোলার(Quality Controller) :



গার্মেন্টস শিল্পে Quality controller কে সংক্ষেপে QC বলা হয়ে থাকে। বাংলাদেশের ফ্যাক্টরিগুলো সাধারণত বায়িং হাউস এবং liaison office গুলো থেকে অর্ডার পেয়ে থাকে (কিছু ফ্যাক্টরি অবশ্য সরাসরি ক্রেতার কাছ থেকে অর্ডার পেয়ে থাকে)। একজন QC বা Quality Controller মার্চেন্ডাইজারের কাছ থেকে পোশাকের নির্দিষ্ট মান গুলো সঠিকভাবে বুঝে নেয়। উক্ত অর্ডারের নির্দিষ্ট মানদণ্ড (যেমন-পোশাকের ডিজাইন, আকার, Quality ও আনুষঙ্গিক জিনিস) মেটানোর জন্য তারা শ্রমিকের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রন করে থাকে। তারাই মূলত: পোশাকের গুণগত মান বজায় রেখে ফ্যাক্টরি শ্রমিক দ্বারা পোষাক তৈরির কাজগুলো সম্পাদন করেন এবং ধাপে ধাপে ইন্সপেকশন করে গার্মেন্টস্ শিপমেন্ট করে থাকেন। কিছু কিছু কোম্পানী শুধু মাত্র ইনলাইন ও ফাইনাল ইন্সপেকশন করার জন্য লোকবল নিয়ে থাকেন, তাদের কে বলা হয় কোয়ালিটি ইন্সপেকটর (QI) । আবার কিছু কিছূ কোম্পানী এই কাজের জন্য খুবই অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ করেন, যারা বিভিন্ন প্রসিডিইর ফলো করে তাদের কাজ উঠিয়ে নেয়, তাদের কে বলা হয় Quality Assurance Inspection  বা QA ।

 প্রাথমিক অবস্থায় একজন সদ্য স্নাতক/ স্নাতকোত্তর ইন্টার্ন, Management trainee অথবা Junior Assistant of QC হিসেবে ক্যারিয়ার সূচনা করে থাকে (কাজের যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগত্যা কিছুটা শিথিল করে দেয় অনেক কোম্পানী)। 

ক্যারিয়ারের শুরুতে তাদের বেতন কাঠামো ১০-১৫ হাজার হয়ে থাকে এবং ৫-৭ বছরের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে মাসিক প্রায় ৬০০০০ - ১২০০০০/- টাকা বেতনের চাকুরী করতে পারে। এ পেশায় কাজ করতে হলে একজন কর্মীকে দৃঢ় ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।

 এই পেশায় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যদি ম্যানেজার অথবা সুপারভাইজার হিসাবে নিজেকে যোগ্য করে তুলতে পারেন তা হলে মাসিক ১লক্ষ থেকে ৩ লক্ষ টাকা বেতনের চাকরী করতে পারবেন (কোম্পানী অনুযায়ী কম বা বেশী হতে পারে)। 

স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে একজন ব্যাক্তি QC-তে ক্যারিয়ার গড়তে পারেন খুব সহজেই। তবে কোন কোন প্রতিষ্ঠান উক্ত পদের জন্যে কিছু বিশেষ বিষয়ে ডিগ্রীধারীদের প্রাধান্য দিয়ে থাকে আবার কিছু কোম্পানী কাজের অভিজ্ঞতা সাপেক্ষে শিক্ষগত যোগ্যতা শিথিল করে দেয়। 

তবে আপনার যদি প্রচন্ড ধৈয্য শক্তি ও উপস্থিত বুদ্ধি না থাকে তাহলে এই পেশা আপনার জন্য নয়। সহজ কথায় বলতে হয় আপনি যদি ১০০ টাকা বেতন নিয়ে কারো ১০০ কোটি টাকার টেনশন মাথায় নিয়ে ঘুরার মত মানসিকতা থাকে তাহলে আপনিই উপযুক্ত এই পেশার জন্য।  


পোষ্ট গুলো আপনার আপনজন কারো প্রয়োজনী মনে হলে শেয়া করতে পারেন আপনার টাইমলাইনে। ধন্যবাদ।

Copyright: Captains Of Quality ( Facebook Page )     

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

Your Affiliate Profit Machine is ready -

Plus, making profit with it is as simple as 1 . 2 . 3!

Here is how it all works...

STEP 1. Choose which affiliate products the system will advertise
STEP 2. Add some push button traffic (this ONLY takes 2 minutes)
STEP 3. See how the affiliate products system explode your list and sell your affiliate products all by itself!

Are you ready to start making money???

Your MONEY MAKING affiliate solution is RIGHT HERE

Wisdom Apps বলেছেন...

টেক্সটাইলের উপরে এতো ভালো ব্লগ আগে দেখিনি । খুব আনন্দ পেলাম ।
সময় পেলে আমার ব্লগেও ভিসিট করবেন । বিভিন্ন মনীষীদের বাণী নিয়ে আমাদের ব্লগ -
https://bondhu.in