ডাইং ফিনিশিং কিউসির ভাইবায় যে প্রশ্ন গুলি করা হয় | Dyeing Finishing QC Viba - Textile Lab | Textile Learning Blog

ডাইং ফিনিশিং কিউসির ভাইবায় যে প্রশ্ন গুলি করা হয় | Dyeing Finishing QC Viba

ডাইং ফিনিশিং কিউসি তে যেগুলো বিষয় নিয়ে ভাইবা হয় । আজ আপনাদের মাঝে বাস্তব অবিজ্ঞতা তুলে ধরলাম  -

১. কতোদূর লেখাপড়া করেছেন???? 

২.আপনার family তে কে কে আছে??? 

৩.এখন বতমান কোন কোম্পানিতে কাজ করছেন??? 

৪.চাকরি কেনো ছাড়বেন???

৫.  স্পিনিং এর ১০ টা ফল্টস এর নাম বলো???

৬.নিটিং এর ১০ টা ফল্টস এর নাম বলো??? 

৭.ডাইং এর ১০ টা ফল্টস এর নাম বলো??? 

৮.ফিনিশিং এর ১০ টা ফল্টস এর নাম বলো??? 

৯.৪পয়েন্ট সিস্টেম কাকে বলে???

১০.৪ পয়েন্ট এর সুত্র বলো???

১১.ফেব্রিক্স lenght বাহির করার সুত্র বলো???? 

১২.কোন কোন সমস্যা ৪ পয়েন্ট এর ভিতর পড়বে না বলো???

১৩.স্পিনিং মেশিন এর কাজ কি???? 

১৪.নিটিং মেশিন এর কাজ কি???? 

১৫.back swing মেশিন এর কাজ কি??? 

১৬.back swing  কেনো করা হয়??? 

১৭.ডাইং মেশিনের কাজ কি??? 

১৮.সিলিটিং মেশিন এর কাজ কি???? 

১৯.stenter মেশিন এর কাজ কি??? 

২০. stenter মেশিনে মাহালু রোলার এর কাজ কি???? 

২১.compecting   মেশিনের কাজ কি??? 

২২. পেডার পেসার কি? 

২৩.ওভার ফিট এর কাজ কি??? 

২৪.হিটসেট কেনো করা হয়??? 

২৫.কোন কোন ফেব্রিকস হিটসেট করা হয়????

২৬.হিটসেট এর পেরামিটার বলো???

২৭.কোন ফেব্রিকস কতো টেম্প্রাচারে চালাতে হয়??? 

২৮.কোন ফেব্রিকস কতো পারসেন্ট প্রসেসলস হয়???

২৯.online offline report কি??? 

৩০.সেড কাকে বলে??

৩১.সেড এর টন কয়টা??? 

৩২.সেড দেখার লাইট সয়াস গুলির নাম বলো???

৩৩.কোন লাইট এর কি কাজ বলো???

৩৪.shrinkage কি??? 

৩৫.twisting কি???

৩৬. colour fastness কি?

৩৭. rubbing test কি??? 

৩৮.  Bursting test কি??? 

৩৯. (AOP) fabric  এ কি কি সমস্যা বেশি যায়??? 

৪০.  ইয়াং ডাইং ফেব্রিকস এ কি কি সমস্যা বেশি দেখা যায়?

৪১.কতো জি এস এম এ কতো কাউন্ট এর সুতা ইউস হয়??? 

৪২.জি এস এম কাকে বলে??? 

৪৩.জি এস এম এর পরিমাপ কতো??? 

৪৪. ফেব্রিকস ডায়া কয় ভাবে মাপা যায় এবং কি কি??? 

৪৫.মেজারমেন্ট টেপ সম্পর্কে বলো???

৪৬.টেরি ও লেকড়া ফেব্রিকস এ কি সমস্যা বেশি যায়??? 

৪৭.কোয়ালিটি পলিসি কি??? 

৪৮.প্রিন্টিং কতো প্রকার ও কি কি???? 

৪৯.সেড দেখার জন্য কেমন রুম দরকার??. 

৫০.বিফোর  aop ফেব্রিকস এ কি কি সমস্যা গেলে সেটার জন্য  প্রিন্টের সমস্যা হয়??? 


লেখকঃ মো.মাসুম রানা



কোন মন্তব্য নেই: