Knit Fabrics ফিনিশ প্যারামিটার এবং টিপস - Textile Lab | Textile Learning Blog
নীট ফেব্রিকস  ফিনিশের এর কিছু কমন প্যারামিটার এবং অপারেটর রিভিউঃ 


🔴  সুইডিং ফেব্রিক ফিনিশ করার জন্য এতো বেশি সফেনারের প্রয়োজন হয়না ২-৩ গ্রাম ক্যাটায়নিক / কালার সফেনার ইউজ করা হয় । সুইডিং এর কারনে এর হেন্ড ফিল নরম হয়ে যায়। 

 🔴 ব্রাশ ফেব্রিক ফিনিশ করতে হয় ২-৩" প্রথমে স্ট্রেস করে নিতে হয় ।  প্রথমে ক্যাটায়নিক সফেনার দিয়ে স্ট্রেস করা লাগে ।  সিলিকন ব্রাশ করার প্রোগ্রাম দেয়া হলে সিলিকন দেয়া যাবে না  । সিলিকন দিলে ব্রাশ করা যায় না এতে লুপ স্লিপ করবে । 

🔴 নরমাল ডায়ার চেয়ে ২.৫-৩ ইঞ্চি পাল করতে হবে। 

🔴 ১০০% পলিয়াস্টার হলে এর জন্য সফেনার দেয়া হয়না । 

🔴 ডায়া  (+)  হলে হলে লেন্থে স্রিংকেজ ভালো হবে। ডায়া  (-) হলে ওয়েফট এ স্রিংকেজ ভালো হবে। 

🔴 রিব ফেব্রিকের স্রিংকেজ এ সব সময় সমস্যা হয়। 

🔴 ফ্লোরোসেন্ট ফেব্রিক ড্রাই করতে  চেম্বারের টেম্পারেচার যথাক্রমে 110°c -120°C- 130°C- 140°C- 150°C- 160°C.

🔴 ৫-৭ গ্রাম ডিস্পার্স ডাইজ সফেনার এর সাথে টপিং করা যাবে। 

🔴 RSpl Turquoise এর সেড গুলি কম টেম্পারেচার এ ফিনিশ করতে হবে। 

🔴 ডায়া কন্ট্রোল করার ক্ষত্রে যেমন ৬২" রিকয়ারমেন্ট হলে 64"-65" স্টেনটারে রাখেন কম্পেক্ট করার পর তা 62.5"-63" হবে ।

🔴 ওভারফিড ডায়া প্যাডার প্রেশার টেম্প

🔴 সিংগেল জার্সি ১৫০ জিএসএম এর জন্য ৫-১০ গ্রাম পার লিটার । টেরি পিকে লাকোস্ট ওফেল রিব ২২০-২৪০ জিএসএম ২০ গ্রাম পার লিটার। 

🔴 হিট সেট করতে PCLF  Detergent 3-5 gpl দিয়ে হিটসেট করা লাগে যাতে পানি ভালো করে খায় ফেব্রিক ।  ডায়া ৫-৬" প্লাস করে দিতে হবে  এবং ফিনিশ GSM এর চেয়ে ফুল ফিডার লাইক্রার ক্ষত্রে ২০ GSM কমিয়ে রাখতে হবে ।  ফিনিশ GSM এর চেয়ে ফুল ফিডার লাইক্রার ক্ষত্রে ১০-১৫ GSM কমিয়ে রাখতে হবে ।  ফউল ফিডার সমস্যা করে না জিএসএম দ্রুত রিকোভার করে ।  যেমন Finish GSM 160 148-150.

🔴 জিএসএম বাড়ানোর জন্য ফিনিশ 
Glysirine  10-20 gpl 
Urea 30 gpl 
Silicone 10-20 gpl 

🔴  প্যাডার ডায়া টেম্পারেচার ওভারফিড নরমালি ৫০ % - ৬০-৬৫% ওভার ফিড দিয়ে GSM বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। 

🔴 গার্মেন্টস ওয়াস এর প্রোগ্রাম থাকলে তা ট্রাম্বেল করে নিতে হবে।  এর জন্য স্রিংকেজ এর কোন সমস্যা হবে না । 

🔴 সিলিকন নীট ফেব্রিক এর সেড লাইট করবে।  সিলিকন ইউজের সময় এসিড ইউজ করতে হবে। 

🔴 White ফেব্রিক নরমালি হোয়াইট সফেনার ইউজ করা হয় আর সেড ডাল করতে ইয়োলো সফেনার বা কালার  সফেনার নিয়ে ইয়োয়িলিশ করে টেম্পারেচার বাড়িয়ে সেড রেডিশ করে । 


বিদ্রঃ
 টেক্সটাইল এর ফিনিশ এর ক্ষত্রে ফিক্সড প্যারামিটার বলে কিছু নেই এটা ফেব্রিক এর কন্সট্রাকশন কম্পোজিশন জিএসএম অনুযায়ী চেইঞ্জ হতে পারে তার পরো আমাদের সবার কিছু বেসিক বিষয় জেনে রাখা উচিৎ ।  এতে হেল্প করেছেন আমাদের নীট মেশিনের অপারেটর  আতাউর রহমান ।

Knit Fabrics ফিনিশ প্যারামিটার এবং টিপস

নীট ফেব্রিকস  ফিনিশের এর কিছু কমন প্যারামিটার এবং অপারেটর রিভিউঃ 


🔴  সুইডিং ফেব্রিক ফিনিশ করার জন্য এতো বেশি সফেনারের প্রয়োজন হয়না ২-৩ গ্রাম ক্যাটায়নিক / কালার সফেনার ইউজ করা হয় । সুইডিং এর কারনে এর হেন্ড ফিল নরম হয়ে যায়। 

 🔴 ব্রাশ ফেব্রিক ফিনিশ করতে হয় ২-৩" প্রথমে স্ট্রেস করে নিতে হয় ।  প্রথমে ক্যাটায়নিক সফেনার দিয়ে স্ট্রেস করা লাগে ।  সিলিকন ব্রাশ করার প্রোগ্রাম দেয়া হলে সিলিকন দেয়া যাবে না  । সিলিকন দিলে ব্রাশ করা যায় না এতে লুপ স্লিপ করবে । 

🔴 নরমাল ডায়ার চেয়ে ২.৫-৩ ইঞ্চি পাল করতে হবে। 

🔴 ১০০% পলিয়াস্টার হলে এর জন্য সফেনার দেয়া হয়না । 

🔴 ডায়া  (+)  হলে হলে লেন্থে স্রিংকেজ ভালো হবে। ডায়া  (-) হলে ওয়েফট এ স্রিংকেজ ভালো হবে। 

🔴 রিব ফেব্রিকের স্রিংকেজ এ সব সময় সমস্যা হয়। 

🔴 ফ্লোরোসেন্ট ফেব্রিক ড্রাই করতে  চেম্বারের টেম্পারেচার যথাক্রমে 110°c -120°C- 130°C- 140°C- 150°C- 160°C.

🔴 ৫-৭ গ্রাম ডিস্পার্স ডাইজ সফেনার এর সাথে টপিং করা যাবে। 

🔴 RSpl Turquoise এর সেড গুলি কম টেম্পারেচার এ ফিনিশ করতে হবে। 

🔴 ডায়া কন্ট্রোল করার ক্ষত্রে যেমন ৬২" রিকয়ারমেন্ট হলে 64"-65" স্টেনটারে রাখেন কম্পেক্ট করার পর তা 62.5"-63" হবে ।

🔴 ওভারফিড ডায়া প্যাডার প্রেশার টেম্প

🔴 সিংগেল জার্সি ১৫০ জিএসএম এর জন্য ৫-১০ গ্রাম পার লিটার । টেরি পিকে লাকোস্ট ওফেল রিব ২২০-২৪০ জিএসএম ২০ গ্রাম পার লিটার। 

🔴 হিট সেট করতে PCLF  Detergent 3-5 gpl দিয়ে হিটসেট করা লাগে যাতে পানি ভালো করে খায় ফেব্রিক ।  ডায়া ৫-৬" প্লাস করে দিতে হবে  এবং ফিনিশ GSM এর চেয়ে ফুল ফিডার লাইক্রার ক্ষত্রে ২০ GSM কমিয়ে রাখতে হবে ।  ফিনিশ GSM এর চেয়ে ফুল ফিডার লাইক্রার ক্ষত্রে ১০-১৫ GSM কমিয়ে রাখতে হবে ।  ফউল ফিডার সমস্যা করে না জিএসএম দ্রুত রিকোভার করে ।  যেমন Finish GSM 160 148-150.

🔴 জিএসএম বাড়ানোর জন্য ফিনিশ 
Glysirine  10-20 gpl 
Urea 30 gpl 
Silicone 10-20 gpl 

🔴  প্যাডার ডায়া টেম্পারেচার ওভারফিড নরমালি ৫০ % - ৬০-৬৫% ওভার ফিড দিয়ে GSM বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। 

🔴 গার্মেন্টস ওয়াস এর প্রোগ্রাম থাকলে তা ট্রাম্বেল করে নিতে হবে।  এর জন্য স্রিংকেজ এর কোন সমস্যা হবে না । 

🔴 সিলিকন নীট ফেব্রিক এর সেড লাইট করবে।  সিলিকন ইউজের সময় এসিড ইউজ করতে হবে। 

🔴 White ফেব্রিক নরমালি হোয়াইট সফেনার ইউজ করা হয় আর সেড ডাল করতে ইয়োলো সফেনার বা কালার  সফেনার নিয়ে ইয়োয়িলিশ করে টেম্পারেচার বাড়িয়ে সেড রেডিশ করে । 


বিদ্রঃ
 টেক্সটাইল এর ফিনিশ এর ক্ষত্রে ফিক্সড প্যারামিটার বলে কিছু নেই এটা ফেব্রিক এর কন্সট্রাকশন কম্পোজিশন জিএসএম অনুযায়ী চেইঞ্জ হতে পারে তার পরো আমাদের সবার কিছু বেসিক বিষয় জেনে রাখা উচিৎ ।  এতে হেল্প করেছেন আমাদের নীট মেশিনের অপারেটর  আতাউর রহমান ।

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

Do this hack to drop 2 lbs of fat in 8 hours

Well over 160k men and women are losing weight with a easy and secret "liquid hack" to lose 2lbs each and every night while they sleep.

It's scientific and works every time.

Just follow these easy step:

1) Take a glass and fill it up half full

2) Then follow this weight loss hack

and be 2lbs lighter as soon as tomorrow!