বাংলাদেশের এপারেল বিজনেসে Brexit এর প্রভাব - Textile Lab | Textile Learning Blog
সারা বিশ্বব্যপী এ্যপারেল সেক্টরে একটা অঘোষিত মন্দা অবস্হা বিরাজমান। তাই বায়রা তাদের অর্ডার নিয়ে সারা দুনিয়া ঘুরে সবচেয়ে সস্তা যেখানে পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছে । মুক্ত বাজার অর্থনীতিতে ethical business বলতে কোন শব্দ নাই। পারলে  টিকে থাকবেন নয়ত ব্যবসা বন্দ্ব করে চলে যাবেন । 


আর এর প্রথম আঘাতটাই বাংলাদেশের মত গার্মেন্স সেক্টর হজম করতে পারছে না সামনের দিনে কি হবে তা অনুমান করা কঠিন। 

তবে আমার নিজস্ব ভাবনা হল - 

১.  Brexit এর পর EU economy বিশাল ধাক্কা খাবে কারন Germany হল Europe এর সবচেয়ে বড় economy আর Europe এর Powerhouse. Brexit হলে German তার সবচেয়ে বড় ক্রেতা UK কে হারাবে । এখনই German GDP এর অবস্হা খারাপ আর Brexit হলে কি হবে তা বুজতে economist না হলেও চলবে ।

২. Brexit হলে EU Vs Dollar বিশাল পরিবর্তন হতে পারে। যেহেতু বাংলাদেশের মত দেশ EU সাথে ডলারে ব্যবসা করে তাই Euro এর বিপরীতে ডলারের দাম বাড়বে তাই Europe এর বায়ররা price কমানোর জন্য মরন কামড় দেবে । এখনই যে অবস্হা তাতে  সামনে টিকে থাকাই মুশকিল হবে ।

৩. Brexit দোহাই  দিয়ে UK বায়ারা গত কয়েক মাস ধরে অর্ডার দেয়া  বন্দ্ব বা কমিয়ে দিয়ে স্টক ক্লিয়ার করছে কারন সামনের দিনে নতুন নতুন Tex এর নিয়ম কানুন আসবে ।তাতে তাদের দ্রব্যমুল্য বৃদ্বি পাবে । তাই তাঁরাও price কমানোর জন্য মরন কামড় দিবে । 

৪.  France এর economy খুব একটা ভাল অবস্হায় নেই , যেহেতু Germany and France পুরা Europe control করে তাই Brexit এরপর তাদের দ্বারা বাকী ছোট ছোট economy এর দেশ গুলিকে টিকিয়ে রাখতে পারবে কিনা বা রাখবে কিনা সময়ে বলে দিবে । কোন এক সময় সোভিয়েত ইউনিয়নের মত টুকরো হলেও অবাক হওয়ার মত কিছু থাকবে না ।আবার এই অর্থনৈতিক অবস্হা থেকে কাটিয়ে উঠতে গিয়ে অনেক দেশেই হয়ত যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হতে পারে । 

তবে মুল কথা হল, যেহেতু আমরা Europe & USA export base দেশ তাই  উপরের কোনটাই মন্গলজনক নয় । তবে বর্তমান প্রেক্ষাপটে  বায়ারা যে price বাড়াবে না সেটা নিয়ে কোন সন্দেহ নেই , অর্ডারত পরের কথা। 

তাই পারলে টিকে থাকেন  নয়ত গেরামের দিকে রাস্তা মাপেন আর পেঁয়াজ চাষের চেস্টা করেন ।






বাংলাদেশের এপারেল বিজনেসে Brexit এর প্রভাব

সারা বিশ্বব্যপী এ্যপারেল সেক্টরে একটা অঘোষিত মন্দা অবস্হা বিরাজমান। তাই বায়রা তাদের অর্ডার নিয়ে সারা দুনিয়া ঘুরে সবচেয়ে সস্তা যেখানে পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছে । মুক্ত বাজার অর্থনীতিতে ethical business বলতে কোন শব্দ নাই। পারলে  টিকে থাকবেন নয়ত ব্যবসা বন্দ্ব করে চলে যাবেন । 


আর এর প্রথম আঘাতটাই বাংলাদেশের মত গার্মেন্স সেক্টর হজম করতে পারছে না সামনের দিনে কি হবে তা অনুমান করা কঠিন। 

তবে আমার নিজস্ব ভাবনা হল - 

১.  Brexit এর পর EU economy বিশাল ধাক্কা খাবে কারন Germany হল Europe এর সবচেয়ে বড় economy আর Europe এর Powerhouse. Brexit হলে German তার সবচেয়ে বড় ক্রেতা UK কে হারাবে । এখনই German GDP এর অবস্হা খারাপ আর Brexit হলে কি হবে তা বুজতে economist না হলেও চলবে ।

২. Brexit হলে EU Vs Dollar বিশাল পরিবর্তন হতে পারে। যেহেতু বাংলাদেশের মত দেশ EU সাথে ডলারে ব্যবসা করে তাই Euro এর বিপরীতে ডলারের দাম বাড়বে তাই Europe এর বায়ররা price কমানোর জন্য মরন কামড় দেবে । এখনই যে অবস্হা তাতে  সামনে টিকে থাকাই মুশকিল হবে ।

৩. Brexit দোহাই  দিয়ে UK বায়ারা গত কয়েক মাস ধরে অর্ডার দেয়া  বন্দ্ব বা কমিয়ে দিয়ে স্টক ক্লিয়ার করছে কারন সামনের দিনে নতুন নতুন Tex এর নিয়ম কানুন আসবে ।তাতে তাদের দ্রব্যমুল্য বৃদ্বি পাবে । তাই তাঁরাও price কমানোর জন্য মরন কামড় দিবে । 

৪.  France এর economy খুব একটা ভাল অবস্হায় নেই , যেহেতু Germany and France পুরা Europe control করে তাই Brexit এরপর তাদের দ্বারা বাকী ছোট ছোট economy এর দেশ গুলিকে টিকিয়ে রাখতে পারবে কিনা বা রাখবে কিনা সময়ে বলে দিবে । কোন এক সময় সোভিয়েত ইউনিয়নের মত টুকরো হলেও অবাক হওয়ার মত কিছু থাকবে না ।আবার এই অর্থনৈতিক অবস্হা থেকে কাটিয়ে উঠতে গিয়ে অনেক দেশেই হয়ত যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হতে পারে । 

তবে মুল কথা হল, যেহেতু আমরা Europe & USA export base দেশ তাই  উপরের কোনটাই মন্গলজনক নয় । তবে বর্তমান প্রেক্ষাপটে  বায়ারা যে price বাড়াবে না সেটা নিয়ে কোন সন্দেহ নেই , অর্ডারত পরের কথা। 

তাই পারলে টিকে থাকেন  নয়ত গেরামের দিকে রাস্তা মাপেন আর পেঁয়াজ চাষের চেস্টা করেন ।






কোন মন্তব্য নেই: