জেনে রাখুন টেক্সটাইল শিল্পের পানির ব্যাবহার নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস - Textile Lab | Textile Learning Blog
জেনে রাখুন টেক্সটাইল শিল্পের পানির ব্যাবহার নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস



১.  85% পানি টেক্সটাইলের ব্যবহৃত হয় যা কাপড় ডাইং করার জন্য  যা পরবর্তীতে ইফ্লুয়েন্ট হয়ে পরবর্তীতে পানির সোর্স গুলি দুষিত করে ।  (Cotton, Inc.)

২.  একটি টি-শার্টের জন্য প্রয়োজনীয় তুলো  চাষ করতে প্রায় 3250 লিটার পানি লাগে - এটি একজন মানুষের  প্রায় তিন বছরে ব্যাবহৃত পানীর সমান ।  (WWF) ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম  এর তথ্য অনুযায়ী ।


৩.   কেবল একটি জোড়া জিনস প্যান্ট  উৎপাদন  করতে যে পরিমাণ তুলা লাগে তা চাষ করতে  প্রায় 8183 গ্যালন পানি পর্যাপ্ত পানি লাগে । (Tree Hugger)

৪.   গ্লোবালি এক বছরের টেক্সটাইল প্রডাকশন করতে প্রায় ১১৩ বিলিয়ন লিটার পানির প্রয়োজন হয় (এটা তুলা চাষ সহ ) ।  (Elle MacArthur Foundation)


 ৫. এক মাত্র ফ্যাব্রিক ডাইংয়ের জন্যই প্রতি বছর 5.9 ট্রিলিয়ন লিটার পানি ব্যবহৃত হয় ।  (সোর্সঃ ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট)।

 ৬. ইন্ডিয়ান টেক্সটাইল শিল্প তার উৎপাদিত  কাপড় প্রক্রিয়াজাত করতে প্রতিদিন ৪২৫,০০,০০০ গ্যালন পানি ব্যবহার করে।  অন্যভাবে বলা যায়, এক গজ গৃহসজ্জার ফ্যাব্রিক উৎপাদন  করতে প্রায় 20 গ্যালন পানি লাগে ।  যদি আমরা ধরে নিই যে কোনও সোফায় প্রায় 25 গজ ফ্যাব্রিক ব্যবহার করা হয়, তবে সেই সোফার ফেব্রিক প্রসেস কাভার করতে প্রায়   500 গ্যালন পানির প্রয়োজন হয় ।  তাহলে ভালো ভাবেই অনুমান করতে পারছেন সংখ্যা  । 


৭. বিশ্বব্যাপী যা পানি ব্যবহার হয় তার প্রায় 2.6% টেক্সটাইল মিলে ব্যাবহার করা হয় ।

 ৮. অনুমান করা হয় যে টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি গুলির ডাইং করার সময় প্রতি বছর ২.৪ ট্রিলিয়ন গ্যালন পানি লাগে।


৯.  পোশাক শিল্প এবং ফ্যাশন ওয়াটার ফুটপ্রিন্ট অনুযায়ী  এটি অনুমান করা হয় যে বিশ্বে ব্যাপী ইন্ড্রাস্ট্রিয়াল পলিউশনের 20% পলিউশন  আসে টেক্সটাইলের ট্রইটমেন্ট এবং ডাইং ইন্ড্রাস্ট্রি থেকে ।  আনুমানিক  8,000 প্রকারের  সিন্থেটিক ক্যামিকেল  কাঁচামালকে টেক্সটাইল ম্যাটেরিয়ালে পরিণত করতে ব্যবহৃত হয়।


 ১০. প্রতি বছর, টেক্সটাইল মিলগুলি লক্ষ লক্ষ গ্যালন ক্যামিকেল কন্টামিনিটেড ইফ্লুয়েন্ট আমাদের নদীতে  ডিসচার্জ করে ।  এটি অনুমান করা হয় যে একটি টেক্সটাইল  মিল প্রতি টন  ফ্যাব্রিকের ডাইংয়ের  জন্য 200 টন  সফট ওয়াটার ব্যবহার করে ।  সুতরাং এটি কেবল পানি শোষন করে না, ক্যামিকেল গুলি পানিকে দূষিত করে যা উন্নয়নশীল দেশের সর্বত্র পরিবেশগত ক্ষতি এবং রোগ উভয়ই সৃষ্টি করে।


 ১১. আপনি জানেন কি একটি তুলার শার্ট উৎপাদন  করতে প্রায় তিন হাজার লিটার পানির প্রয়োজন হয় ।


১২. টেক্সটাইল উৎপাদন (তুলো চাষ সহ) বার্ষিক প্রায় 93 বিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে, এর পরিমাণ বিশ্বব্যাপী মিঠা পানির ব্যাবহারের প্রায় 4%।


 ১৩  একটি 2017 এর প্রতিবেদনে দেখা গেছে যে, কেবলমাত্র 2015 সালে, ফ্যাশন শিল্প 79 বিলিয়ন ঘনমিটার পানি কঞ্জিউম  করেছিল - যা কিনা 32 মিলিয়ন অলিম্পিক-আকারের সুইমিং পুলগুলি পানি দ্বারা পরিপূর্ণ  করার পক্ষে যথেষ্ট ছিলো । ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৫০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 


১৪.  ভারতে, উদাহরণস্বরূপ, এক কেজি তুলো উৎপাদন  করতে গড়ে 22,500 লিটার  (প্রায় 6,000 গ্যালন) পানির প্রয়োজন হয়, তবে ফাইবার  তৈরির জন্য এই বৃহৎ  পানির প্রয়োজনীয়তা হয় প্রায়শই টেক্সটাইল প্রসেসিংয়ের ওয়াটার ফুটপ্রিন্ট ক্যাল্কুলেশন করার সময় হিসেব করা হয়না । 


 
১৫. টেক্সটাইল এর জন্য পানির অনেক ইন্ডাইরেক্ট ইউজ আছে ।  উদাহরণস্বরূপ, একটি কটনের  টি-শার্টের ওয়াটার ফুট প্রিন্ট অনুযায়ী  এর জন্য কটন কাল্টিভেশন, ইয়ার্ন, উইভিং নীটিং ডাইং গার্মেন্টস এবং পরিবহন করে  আউটলেট পর্যন্ত আনতে প্রায় ২,৬০০ লিটার পানির  ব্যাবহার লাগে ।


১৬.  ফ্যাশন শিল্প টেক্সটাইল এবং পোশাক  উৎপাদন  প্রক্রিয়া সম্পুর্ন পানির উপর নির্ভর করে।  মাত্র এক কেজি কাঁচা তুলো চাষ করতে গড়ে 10,000 লিটার পানির লাগে, বিশ্বজুড়ে উৎপাদিত  টেক্সটাইলের এক তৃতীয়াংশ বানাতে ব্যবহৃত করা হয়  কটন  (এবং এটি ব্যবহৃত প্রাকৃতিক ফাইবার গুলির 90% রিপ্রেজেন্ট করে)।

১৭.  কনভেনশনাল টেক্সটাইল ডাইং  এবং  ফাইবার ফিনিশিং উভয় ওয়াটার কনজিউমিং এবং পলিউটিং শিল্প । অনুমান করা হয় যে (স্পিনিং, ডাইং, ফিনিশিং সহ) এক কেজি ফাইবার  প্রসেস করতে ( তুলা , পলিয়েস্টার এবং অন্যান্য ম্যাটেরিয়ালস ) কেজি প্রতি 100 থেকে 150 লিটার জল প্রয়োজন।


১৭. ফ্যাশন শিল্প বর্তমানে সারা বছর ধরে যে পরিমাণ পানি ব্যাবহার করে তা  ১১০ মিলিয়ন মানুষ তা ৫ বছরের তৃষ্ণা নিবারণের জন্য  যথেষ্ট  ।
 
১৮. আপনারা জেনে অবাক হবেন যে  মধ্য এশিয়ার আরাল সাগর তার পূর্বের আয়তনের মাত্র 10 শতাংশ সঙ্কুচিত বা কমে গিয়েছে , যার কারন মূলত তুলা চাষের জন্য সেচ ।

 ১৯. অর্গানিক কটনের পানি  দূষণের প্রভাব ইনর্গানিক কটনের উৎপাদন  তুলনায় 98 শতাংশ কম ।

 

জেনে রাখুন টেক্সটাইল শিল্পের পানির ব্যাবহার নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস

জেনে রাখুন টেক্সটাইল শিল্পের পানির ব্যাবহার নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস



১.  85% পানি টেক্সটাইলের ব্যবহৃত হয় যা কাপড় ডাইং করার জন্য  যা পরবর্তীতে ইফ্লুয়েন্ট হয়ে পরবর্তীতে পানির সোর্স গুলি দুষিত করে ।  (Cotton, Inc.)

২.  একটি টি-শার্টের জন্য প্রয়োজনীয় তুলো  চাষ করতে প্রায় 3250 লিটার পানি লাগে - এটি একজন মানুষের  প্রায় তিন বছরে ব্যাবহৃত পানীর সমান ।  (WWF) ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম  এর তথ্য অনুযায়ী ।


৩.   কেবল একটি জোড়া জিনস প্যান্ট  উৎপাদন  করতে যে পরিমাণ তুলা লাগে তা চাষ করতে  প্রায় 8183 গ্যালন পানি পর্যাপ্ত পানি লাগে । (Tree Hugger)

৪.   গ্লোবালি এক বছরের টেক্সটাইল প্রডাকশন করতে প্রায় ১১৩ বিলিয়ন লিটার পানির প্রয়োজন হয় (এটা তুলা চাষ সহ ) ।  (Elle MacArthur Foundation)


 ৫. এক মাত্র ফ্যাব্রিক ডাইংয়ের জন্যই প্রতি বছর 5.9 ট্রিলিয়ন লিটার পানি ব্যবহৃত হয় ।  (সোর্সঃ ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট)।

 ৬. ইন্ডিয়ান টেক্সটাইল শিল্প তার উৎপাদিত  কাপড় প্রক্রিয়াজাত করতে প্রতিদিন ৪২৫,০০,০০০ গ্যালন পানি ব্যবহার করে।  অন্যভাবে বলা যায়, এক গজ গৃহসজ্জার ফ্যাব্রিক উৎপাদন  করতে প্রায় 20 গ্যালন পানি লাগে ।  যদি আমরা ধরে নিই যে কোনও সোফায় প্রায় 25 গজ ফ্যাব্রিক ব্যবহার করা হয়, তবে সেই সোফার ফেব্রিক প্রসেস কাভার করতে প্রায়   500 গ্যালন পানির প্রয়োজন হয় ।  তাহলে ভালো ভাবেই অনুমান করতে পারছেন সংখ্যা  । 


৭. বিশ্বব্যাপী যা পানি ব্যবহার হয় তার প্রায় 2.6% টেক্সটাইল মিলে ব্যাবহার করা হয় ।

 ৮. অনুমান করা হয় যে টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি গুলির ডাইং করার সময় প্রতি বছর ২.৪ ট্রিলিয়ন গ্যালন পানি লাগে।


৯.  পোশাক শিল্প এবং ফ্যাশন ওয়াটার ফুটপ্রিন্ট অনুযায়ী  এটি অনুমান করা হয় যে বিশ্বে ব্যাপী ইন্ড্রাস্ট্রিয়াল পলিউশনের 20% পলিউশন  আসে টেক্সটাইলের ট্রইটমেন্ট এবং ডাইং ইন্ড্রাস্ট্রি থেকে ।  আনুমানিক  8,000 প্রকারের  সিন্থেটিক ক্যামিকেল  কাঁচামালকে টেক্সটাইল ম্যাটেরিয়ালে পরিণত করতে ব্যবহৃত হয়।


 ১০. প্রতি বছর, টেক্সটাইল মিলগুলি লক্ষ লক্ষ গ্যালন ক্যামিকেল কন্টামিনিটেড ইফ্লুয়েন্ট আমাদের নদীতে  ডিসচার্জ করে ।  এটি অনুমান করা হয় যে একটি টেক্সটাইল  মিল প্রতি টন  ফ্যাব্রিকের ডাইংয়ের  জন্য 200 টন  সফট ওয়াটার ব্যবহার করে ।  সুতরাং এটি কেবল পানি শোষন করে না, ক্যামিকেল গুলি পানিকে দূষিত করে যা উন্নয়নশীল দেশের সর্বত্র পরিবেশগত ক্ষতি এবং রোগ উভয়ই সৃষ্টি করে।


 ১১. আপনি জানেন কি একটি তুলার শার্ট উৎপাদন  করতে প্রায় তিন হাজার লিটার পানির প্রয়োজন হয় ।


১২. টেক্সটাইল উৎপাদন (তুলো চাষ সহ) বার্ষিক প্রায় 93 বিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে, এর পরিমাণ বিশ্বব্যাপী মিঠা পানির ব্যাবহারের প্রায় 4%।


 ১৩  একটি 2017 এর প্রতিবেদনে দেখা গেছে যে, কেবলমাত্র 2015 সালে, ফ্যাশন শিল্প 79 বিলিয়ন ঘনমিটার পানি কঞ্জিউম  করেছিল - যা কিনা 32 মিলিয়ন অলিম্পিক-আকারের সুইমিং পুলগুলি পানি দ্বারা পরিপূর্ণ  করার পক্ষে যথেষ্ট ছিলো । ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৫০% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 


১৪.  ভারতে, উদাহরণস্বরূপ, এক কেজি তুলো উৎপাদন  করতে গড়ে 22,500 লিটার  (প্রায় 6,000 গ্যালন) পানির প্রয়োজন হয়, তবে ফাইবার  তৈরির জন্য এই বৃহৎ  পানির প্রয়োজনীয়তা হয় প্রায়শই টেক্সটাইল প্রসেসিংয়ের ওয়াটার ফুটপ্রিন্ট ক্যাল্কুলেশন করার সময় হিসেব করা হয়না । 


 
১৫. টেক্সটাইল এর জন্য পানির অনেক ইন্ডাইরেক্ট ইউজ আছে ।  উদাহরণস্বরূপ, একটি কটনের  টি-শার্টের ওয়াটার ফুট প্রিন্ট অনুযায়ী  এর জন্য কটন কাল্টিভেশন, ইয়ার্ন, উইভিং নীটিং ডাইং গার্মেন্টস এবং পরিবহন করে  আউটলেট পর্যন্ত আনতে প্রায় ২,৬০০ লিটার পানির  ব্যাবহার লাগে ।


১৬.  ফ্যাশন শিল্প টেক্সটাইল এবং পোশাক  উৎপাদন  প্রক্রিয়া সম্পুর্ন পানির উপর নির্ভর করে।  মাত্র এক কেজি কাঁচা তুলো চাষ করতে গড়ে 10,000 লিটার পানির লাগে, বিশ্বজুড়ে উৎপাদিত  টেক্সটাইলের এক তৃতীয়াংশ বানাতে ব্যবহৃত করা হয়  কটন  (এবং এটি ব্যবহৃত প্রাকৃতিক ফাইবার গুলির 90% রিপ্রেজেন্ট করে)।

১৭.  কনভেনশনাল টেক্সটাইল ডাইং  এবং  ফাইবার ফিনিশিং উভয় ওয়াটার কনজিউমিং এবং পলিউটিং শিল্প । অনুমান করা হয় যে (স্পিনিং, ডাইং, ফিনিশিং সহ) এক কেজি ফাইবার  প্রসেস করতে ( তুলা , পলিয়েস্টার এবং অন্যান্য ম্যাটেরিয়ালস ) কেজি প্রতি 100 থেকে 150 লিটার জল প্রয়োজন।


১৭. ফ্যাশন শিল্প বর্তমানে সারা বছর ধরে যে পরিমাণ পানি ব্যাবহার করে তা  ১১০ মিলিয়ন মানুষ তা ৫ বছরের তৃষ্ণা নিবারণের জন্য  যথেষ্ট  ।
 
১৮. আপনারা জেনে অবাক হবেন যে  মধ্য এশিয়ার আরাল সাগর তার পূর্বের আয়তনের মাত্র 10 শতাংশ সঙ্কুচিত বা কমে গিয়েছে , যার কারন মূলত তুলা চাষের জন্য সেচ ।

 ১৯. অর্গানিক কটনের পানি  দূষণের প্রভাব ইনর্গানিক কটনের উৎপাদন  তুলনায় 98 শতাংশ কম ।

 

কোন মন্তব্য নেই: