আমাদের একটি পার্টির ব্লাক ফেব্রিক এর কন্টামিনেশন ধরা পড়ে , এমন পরিস্থিতিতে আপনারা যে কোন সময় পড়তে পারেন ।
সমস্যা হবার আগে এর সম্ভাব্য সোর্স কি তা জেনে নিতে হবে ।
ফেক্টরির শেডের টিসি চললে এ সমস্যাটা সাধারণত হয় , হোয়াইট পলিস্টার ফ্লাই ডাস্ট হয়ে স্পিনিং বা উইভিং অবস্থায় এটা উড়ে এসে পড়ে যার ফলে যখন কটন পার্ট যখন ডাইং করা হয় তখন ডাইং লেস থাকে । ফলে ফেব্রিক অনেটার মিলাঞ্জ বা সিংগেল পার্ট ডাইং এর মতো লাগে ।
এর জন্য মুলত ইয়ার্ন সাপ্লাইয়ার এবং উইভিং ডিপার্টমেন্ট দায়ী । আপনার উচিৎ যে কোন অর্ডার করার আগে ইয়ার্ন টেস্ট করে নেয়া। ইয়ার্ন টেস্ট করতে হলে আপনাকে ২-৩ কেজি নীট করে ডার্ক সেড ডাইং করে দেখতে হবে এর ফরেইন ইয়ার্ন কন্টামিনেশন আছে কিনা । অল্প ফরেইন ফাইবার থাকলে হয়তো তাকে হট গান দিয়ে পুড়িয়ে ফেলা যায় কিন্ত বেশি হলে তা সম্ভব হয় না।
এই কন্টামিনেশন দূর করতে একে ডাবল পার্ট ডাইং করতে হয় একবার পলি পার্ট পরের বার কটন পার্ট অর্থাৎ ডাবল খরচ ।
অনেক সময় স্টেনটারে ১৯০ ডিগ্রীতে হাই টেম্পারেচার এ হিট সেট করলে পলিস্টার পুড়ে যায় , বা সিঞ্জিং এর সময় ফ্লেম একটু বাড়িয়ে দেয়া যায় । কিন্ত উভয় ক্ষত্রে ফেব্রিক ডেমেজের চান্স থেকে যায় ।
আপনি স্যাম্পল কেটে ইয়ার্ন সাপ্লাইয়ার কে দেখাতে পারেন। আপনারা ১০ সেন্ট সেইভ করতে সুতার কোয়ালিটি অনেক সময় যাচাই করেন না কিন্ত এটা মাঝে মাঝে এমন বিপদে ফেলে যে আপনার মুল ধন নিয়ে টানাটানি হয়ে যায় । ১০ সেন্ট সেইভ করতে ফিয়ে এখন আরো ২০ সেন্ট খরচ করে পলিস্টার পার্ট ডাইং করে কটন ডাইং করা লাগবে । সময় আর টাকা দুটার অপচয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন