টেস্ট স্যাম্পল ডাইং করার নিয়মঃ
আমাদের ওভেন ফেব্রিকের জন্য আমাদের টেস্ট স্যাম্পল করাতে হয় টেস্ট স্যাম্পলের ডাইং করার ক্ষত্রে ফেক্টরি গুলি একটি পলিসি ফলো করেন । সেটা হচ্ছে আপনি প্রডাকশনে যে কোয়ালিটির ডাইজ ইউজ করেন না কেনো আপনাকে টেস্ট স্যাম্পলের অবশ্যই ভালো ডাইজ ইউজ করতে হবে । বিশেষ করে ফেব্রিক কে সিনজিং বায়ো পলিশ করে নেয়া হবে এর মুল কারন হচ্ছে এর রাবিং বা ক্রকিং ফাস্টিনেস ভালো করা মনে রাখতে হবে হেয়ারি ফাইবার বা হেয়ারিনেস হচ্ছে রাবিং ফেইল করার জন্য দায়ী । আপনি প্রডাকশন এ যে ডাইজ ইউজ করেন না কেনো আপনাকে টেস্ট পাস করতে ভালো ব্রেন্ডের ডাইজ ইউজ করতে হবে ।
যেমন আপনি Huntsman নোভাক্রন (জার্মান ব্রেন্ড ) সানফিক্স এর ডাইজ, ডাই স্টারের ডাইজ, এভালজল কালার মানে আপনার স্টকের থাকা বেস্ট ব্রেন্ডের ডাইজ দিয়ে রি ম্যাচিং করাতে হবে । কারন ফেক্টরির রেগুলার কম প্রাইসের ডাইজ গুলি দিয়ে প্রডাকশন করা হয় এবং এর ল্যাবডিপ করা হয় । আপনি যদি নতুন করে ডাইং করতে চান তবে নতুন করে রি ম্যাচ করে নিন ।
প্রথম ল্যাবডিপ সাবমিট করা হয়েছিলো ফুকাজল ব্রেন্ড দিয়ে |
বাল্ক করা হয়েছে ল্যাবডিপ এর ব্রেন্ড অনুযায়ী |
রি ম্যাচ করা হয় এভার লাইটের কালার দিয়ে যা ফুকাজলের তুলনায় ফাস্টনেস ভালো পেয়েছি আমরা |
স্যাম্পল জিগারে এক্সোস্ট মেথোডে ডাইং করা হচ্ছে । |
টেস্ট স্যাম্পল এক্সোস্ট মেথোডে ডাইং করা হয় এতে বেটার রেজাল্ট পাওয়া যায়, ওভেন ফেব্রিকের জন্য হলে থার্মোসলে সিপিবিতে ডাইং না করে জিগারে ডাইং করা হয়। তবে টেস্ট স্যাম্পল ডাইং করে ভালো করে ওয়াস করে দিতে হয় সর্বশেষ রিয়েক্টিভ ফিক্সিং করে দিতে হয় ।
আপনি চাইলে একে সিলিকন দিয়ে ফিনিশিং করে দিতে পারেন এতে হ্যান্ড ফিল ভালো হওয়া ছাড়াও আপনার ওয়াটার রেপিলিন্সি বাড়বে যা ওয়াস ফাস্টনেস ভালো করবে ।
তবে টেস্ট স্যাম্পল স্যাম্পলে সেড এতোটা বড় ভুমিকা রাখে না । এখানে ফ্যাজিকাল ক্যামিকেল প্রোপার্টি গুলি টেস্ট করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন