ফোর পয়েন্ট সিস্টম | 4 Point Inspection | Fabric Inspection - Textile Lab | Textile Learning Blog
যদি জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় “টেক্সটাইল মিলে ফোর পয়েন্ট সিস্টম কি কাজে ব্যবহৃত হয়?” তবে স্মার্ট আনসার কেমন হওয়া চাই ?

উত্তরঃ টেক্সটাইল মিলে ফিনিশ ফেব্রিকস গার্মেন্টসে ডেলিভারির পূর্বে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ফেব্রিক ইন্সপেকশন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে যে সিস্টেমে ইন্সপেকশন করা হয় সেটি “ফোর পয়েন্ট সিস্টেম” যেটি একটি আমেরিকান স্ট্যান্ডার্ড । ফোর পয়েন্ট সিস্টেমে ফেব্রিক পাশ করলে গার্মেন্টসে ডেলিভারির অনুমোদন (এপ্রুভাল) দেওয়া হয় ।

ফেব্রিক ইন্সপেকশনের সময় ফেব্রিকের দৈর্ঘ্য/প্রস্থ বরাবর বিভিন্ন ডিফেক্টের দৈর্ঘ্য অনুসারে পেনাল্টি পয়েন্ট নির্ণয় করা হয় । সাধারনত - 

ডিফেক্টের দৈর্ঘ্য
৩ ইঞ্চি পর্যন্ত হলে - ১ পয়েন্ট 
৩ ইঞ্চির বেশি ৬ ইঞ্চির কম হলে - ২ পয়েন্ট
৬ ইঞ্চির বেশি ৯ ইঞ্চির কম হলে - ৩ পয়েন্ট
৯ ইঞ্চির বেশি হলে - ৪ পয়েন্ট

ফেব্রিক হোলের ক্ষেত্রে  পেনাল্টি পয়েন্ট –
১ ইঞ্চির কম হলে - ২ পয়েন্ট
১ ইঞ্চির বেশি হলে - ৪ পয়েন্ট

ফোর পয়েন্ট সিস্টেমে প্রতি ১০০ বর্গগজ ফেব্রিকে কতটি পেনাল্টি পয়েন্ট পাওয়া গেল তা নিচের ফর্মুলার মাধ্যমে হিসেব করে ফেব্রিক ইন্সপেকশনে পাশ নাকি ফেইল নির্ণয় করা হয়ec

পয়েন্ট/১০০ বর্গগজ (Points / 100 sq. yd)   =

ইন্সপেকশন করা ফেব্রিক রোলে প্রাপ্ত মোট পয়েন্টX৩৬X১০০
------------------------------------------------------------------------------------
ফেব্রিকের মোট দৈর্ঘ্য (গজ) Xকাপড়ের মোট প্রস্থ (ইঞ্চি)

বেশিরভাগ ক্ষেত্রে ১০০ বর্গগজ কাপড়ে ডিফেক্ট পয়েণ্ট ২৮ পর্যন্ত হলে পাশ বা এপ্রুভাল পাওয়া যায় । ডিফেক্ট পয়েন্ট বেশি হলে গার্মেন্টস এর কাটিং এ ফেব্রিক কনজামশন বেশি হবে (ডিফেক্ট বাদ দিয়ে কাটতে গিয়ে বেশি ওয়েস্টেজ হবে), ফলশ্রুতিতে পোষাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং লোকসান হবে । সেজন্য উইভিং/নিটিং, ডাইং এ সতর্ক থাকতে হয় যেন কাপড়ে ডিফেক্ট এর পরিমান ইন্সপেকশন এপ্রুভাল রেঞ্জের মধ্যে থাকে ।

লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

ফোর পয়েন্ট সিস্টম | 4 Point Inspection | Fabric Inspection

যদি জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় “টেক্সটাইল মিলে ফোর পয়েন্ট সিস্টম কি কাজে ব্যবহৃত হয়?” তবে স্মার্ট আনসার কেমন হওয়া চাই ?

উত্তরঃ টেক্সটাইল মিলে ফিনিশ ফেব্রিকস গার্মেন্টসে ডেলিভারির পূর্বে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ফেব্রিক ইন্সপেকশন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে যে সিস্টেমে ইন্সপেকশন করা হয় সেটি “ফোর পয়েন্ট সিস্টেম” যেটি একটি আমেরিকান স্ট্যান্ডার্ড । ফোর পয়েন্ট সিস্টেমে ফেব্রিক পাশ করলে গার্মেন্টসে ডেলিভারির অনুমোদন (এপ্রুভাল) দেওয়া হয় ।

ফেব্রিক ইন্সপেকশনের সময় ফেব্রিকের দৈর্ঘ্য/প্রস্থ বরাবর বিভিন্ন ডিফেক্টের দৈর্ঘ্য অনুসারে পেনাল্টি পয়েন্ট নির্ণয় করা হয় । সাধারনত - 

ডিফেক্টের দৈর্ঘ্য
৩ ইঞ্চি পর্যন্ত হলে - ১ পয়েন্ট 
৩ ইঞ্চির বেশি ৬ ইঞ্চির কম হলে - ২ পয়েন্ট
৬ ইঞ্চির বেশি ৯ ইঞ্চির কম হলে - ৩ পয়েন্ট
৯ ইঞ্চির বেশি হলে - ৪ পয়েন্ট

ফেব্রিক হোলের ক্ষেত্রে  পেনাল্টি পয়েন্ট –
১ ইঞ্চির কম হলে - ২ পয়েন্ট
১ ইঞ্চির বেশি হলে - ৪ পয়েন্ট

ফোর পয়েন্ট সিস্টেমে প্রতি ১০০ বর্গগজ ফেব্রিকে কতটি পেনাল্টি পয়েন্ট পাওয়া গেল তা নিচের ফর্মুলার মাধ্যমে হিসেব করে ফেব্রিক ইন্সপেকশনে পাশ নাকি ফেইল নির্ণয় করা হয়ec

পয়েন্ট/১০০ বর্গগজ (Points / 100 sq. yd)   =

ইন্সপেকশন করা ফেব্রিক রোলে প্রাপ্ত মোট পয়েন্টX৩৬X১০০
------------------------------------------------------------------------------------
ফেব্রিকের মোট দৈর্ঘ্য (গজ) Xকাপড়ের মোট প্রস্থ (ইঞ্চি)

বেশিরভাগ ক্ষেত্রে ১০০ বর্গগজ কাপড়ে ডিফেক্ট পয়েণ্ট ২৮ পর্যন্ত হলে পাশ বা এপ্রুভাল পাওয়া যায় । ডিফেক্ট পয়েন্ট বেশি হলে গার্মেন্টস এর কাটিং এ ফেব্রিক কনজামশন বেশি হবে (ডিফেক্ট বাদ দিয়ে কাটতে গিয়ে বেশি ওয়েস্টেজ হবে), ফলশ্রুতিতে পোষাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং লোকসান হবে । সেজন্য উইভিং/নিটিং, ডাইং এ সতর্ক থাকতে হয় যেন কাপড়ে ডিফেক্ট এর পরিমান ইন্সপেকশন এপ্রুভাল রেঞ্জের মধ্যে থাকে ।

লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

কোন মন্তব্য নেই: