4-Point Inspection সিস্টেম বুঝুন খুব সহজেই - Textile Lab | Textile Learning Blog
সবাই 4 পয়েন্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন। তাই কিছু লিখলাম (আমি যতটুকু জানি)। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


4 Point system :
        0-3" =1 point
        3-6" =2 point
        6-9" =3 point
        9up =4 point
*Any hole 4 point


এখানে 1পয়েন্ট এর কয়টি ফল্ট, 2পয়েন্ট এর কয়টি ফল্ট, 3পয়েন্ট এর কয়টি ফল্ট, 4 পয়েন্ট এর কয়টি ফল্ট আছে তার সমষ্ট বের করে টোটাল পয়েন্ট বের করা হয়।


যেমন : 1 পয়েন্ট এর 5 টি ফল্ট,
           2 পয়েন্ট এর 3 টি ফল্ট,
           3 পয়েন্ট এর 0 টি ফল্ট,
           4 পয়েন্ট এর 1 টি ফল্ট, পাওয়া গেল।

সুতরাং মোট ফল্ট =(1*5)+(2*3)+(4*1)
                    = 5+6+4  = 15 পয়েন্ট

Calculation point /100 SQ. Mtr

       total points* 39.37*100
----------------------------------------------------
Roll length(Mtr)*Actual width(Inch)



এই সুত্রটি প্রয়োগ করার পর যে পয়েন্ট আসবে তার উপর ভিত্তি করে কাপরের কোয়ালিটি নির্নয় করা হয়।

গ্রেড নির্নয়ের সুত্র :
             0-15 = A
           16-20 = B
           21-30 = C
           30 up = R (R=Reject)

উদাহরণ :  ৩০ কেজি একটি রুল এ ১৫ পয়েন্ট পাওয়া গেছে।(ধরা হয়েছে কাপরের জি,এস,এম ১৬০ এবং ডায়া ৭২।

প্রথমে আমরা কেজি কে মিটার এ প্রকাশ করব

 ১ কেজি =(১০০০×৩৯.৩৭) ÷ (GSM×DIA)
               =39370÷(160×72)
               =39370÷11520
               =3.42 Mtr

 ৩০কেজি=(3.42*30)=102 Mtr

এখন উপরের সুত্র অনুযায়ী

(total points×39.37×100)/(Roll length(Mtr)×Actual wide(Inch)

= (15×39.37×100)/(102×72)
=59055/7344
=8.04
=A grade.

এখানে যদি 8.04 না হয়ে 1 7.04 হত তাহলে ওটা B গ্রেড হত। আর (21-30) এর মধ্যে হলে C গ্রেড।


লিখেছেনঃ জাকির হোসেন  

আশা করি বোঝাতে পেরেছি।

4-Point Inspection সিস্টেম বুঝুন খুব সহজেই

সবাই 4 পয়েন্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন। তাই কিছু লিখলাম (আমি যতটুকু জানি)। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


4 Point system :
        0-3" =1 point
        3-6" =2 point
        6-9" =3 point
        9up =4 point
*Any hole 4 point


এখানে 1পয়েন্ট এর কয়টি ফল্ট, 2পয়েন্ট এর কয়টি ফল্ট, 3পয়েন্ট এর কয়টি ফল্ট, 4 পয়েন্ট এর কয়টি ফল্ট আছে তার সমষ্ট বের করে টোটাল পয়েন্ট বের করা হয়।


যেমন : 1 পয়েন্ট এর 5 টি ফল্ট,
           2 পয়েন্ট এর 3 টি ফল্ট,
           3 পয়েন্ট এর 0 টি ফল্ট,
           4 পয়েন্ট এর 1 টি ফল্ট, পাওয়া গেল।

সুতরাং মোট ফল্ট =(1*5)+(2*3)+(4*1)
                    = 5+6+4  = 15 পয়েন্ট

Calculation point /100 SQ. Mtr

       total points* 39.37*100
----------------------------------------------------
Roll length(Mtr)*Actual width(Inch)



এই সুত্রটি প্রয়োগ করার পর যে পয়েন্ট আসবে তার উপর ভিত্তি করে কাপরের কোয়ালিটি নির্নয় করা হয়।

গ্রেড নির্নয়ের সুত্র :
             0-15 = A
           16-20 = B
           21-30 = C
           30 up = R (R=Reject)

উদাহরণ :  ৩০ কেজি একটি রুল এ ১৫ পয়েন্ট পাওয়া গেছে।(ধরা হয়েছে কাপরের জি,এস,এম ১৬০ এবং ডায়া ৭২।

প্রথমে আমরা কেজি কে মিটার এ প্রকাশ করব

 ১ কেজি =(১০০০×৩৯.৩৭) ÷ (GSM×DIA)
               =39370÷(160×72)
               =39370÷11520
               =3.42 Mtr

 ৩০কেজি=(3.42*30)=102 Mtr

এখন উপরের সুত্র অনুযায়ী

(total points×39.37×100)/(Roll length(Mtr)×Actual wide(Inch)

= (15×39.37×100)/(102×72)
=59055/7344
=8.04
=A grade.

এখানে যদি 8.04 না হয়ে 1 7.04 হত তাহলে ওটা B গ্রেড হত। আর (21-30) এর মধ্যে হলে C গ্রেড।


লিখেছেনঃ জাকির হোসেন  

আশা করি বোঝাতে পেরেছি।

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

Pls also share garments inspectionprocess based on AQl 2.5

Unknown বলেছেন...

১টি ডিফেক্ট কাপড়ের প্রস্থে ৬-৯" স্থানে আছে তাহলে তার পয়েন্ট কত দিব এবং এটা কী দৈর্ঘ্য নাকি প্রস্থ অনুসা?