ওয়েটিং এজেন্ট ইউজেবল করাঃ
ওয়েটিং এজেন্ট যখন আসে তখন এটা অনেকটাই জেলি ফর্মে আসে । আপনি জেলি চাইলে হাতে সহজে গোলাতে পারেন না, আবার মেশিনে ডোজিং দিলেও তা সহজে নেয় না ৷ এর জন্য একে ইউজেবল ফর্মে নিয়ে আসতে একে এক ড্রামে আরো ২০ লিটার পানি দিয়ে তাকে ভালো করে মিক্সিং করতে হয় । মিক্সিং মটর দিয়ে করলে এতে প্রচুর ফোম হয় আর ফোন মেশিনে টানে না আর ফোম ফেব্রিকের প্রসেসের জন্য ক্ষতিকর । এই ফোম দূর করতে একে ২৪ ঘন্টা এভাবে রেখে দিতে হয় এই ফোম দূর হয়ে এটা একটা ক্রিস্টাল কালার ফর্ম করে । এর পর এটা ইউজেবল হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন