Department of Industrial & Production Engineering
Faculty of Textile Management & Business Studies
Faculty of Textile Management & Business Studies
Number of Seats: 40
Number of Semester: 08 (6 months each)
Total Credit: 166
Industrial & Production Engineering সংক্ষেপে IPE নামে পরিচিত।
IPE কে Engineering এর BBA বললে তেমন একটা ভুল বলা হবে না। IPE তে Manufacturing technology, Engineering sciences, management science এবং বিভিন্ন complex process, system or organization এর optimization নিয়ে জানার সুযোগ রয়েছে। যা একজন Textile Engineer কে manufacturing efficiency, quality control, supply chain management & cost reduce করে product কে more attractive and marketable করা এই বিষয়গুলোতে অভিজ্ঞ করে তুলে। এই বেসিক জিনিসগুলো একজন Textile Engineer কে Job Market এ সর্বদা একধাপ এগিয়ে রাখে।
আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের অনেক কিছুই শেখানো হয়।আমাদের দেশের যারা ৫/১০ কোটি টাকা দিয়ে বাইরে থেকে একটা মেশিন কিনে আনেন, তারা সেটার কমিশনিং (Setup) এর জন্য বাইরে থেকেই সাহায্য পান।কিন্তু সেই মেশিনটি ব্যবহার করে কী করে আমরা প্রোডাকটিভিটি (উৎপাদনশীলতা) বৃদ্ধি করতে পারি সেটা কিন্তু পান না।কী করে একটা ফ্যাক্টরির লে-আউট তৈরি করতে হয়, যাতে সবচেয়ে কম Material Movement দিয়ে কী করে প্রোডাকশন করা যায়।ঠিক কতজন লোক ব্যবহারে Optimum খরচ হবে, ঠিক কী করে প্রসেসগুলো ঠিক করলে আমরা কোয়ালিটি বাড়িয়ে Product Defect কমাতে পারবো সেটা কেউ বলে না।আর এখানেই আইপিই আলাদা।শুধু ইঞ্জিনিয়ারিং শেখানো না, শিক্ষাটাকে কী করে আরেকজনের কাছে তুলে ধরতে হবে, কী করে নিজেকে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে হবে, কী করে তৈরি করতে হবে দুর্ধর্ষ প্ল্যানিং, ইন্ডাস্ট্রির Process, Layout, Manpower আর Limited Resource নিয়ে কী করে দুর্দান্ত সেটাপ দিয়ে একটা অসাধারণ প্ল্যান করে ফেলা যায় সেটাই আইপিই শেখায়।ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্টের ব্রিজ হিসেবে কাজ করে আইপিই।আর সেই কারণেই আপনি যদি একজন মানুষের মধ্যেই ইঞ্জিনিয়ারিং এর দুর্দান্ত কৌশল আর ম্যানেজমেন্টের সুক্ষ্ণ হিসেব নিকেশ পেয়ে যান, কেন ইন্ডাস্ট্রিতে তাহলে আলাদা করে দুজন কে হায়ার করবে??
আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের অনেক কিছুই শেখানো হয়।আমাদের দেশের যারা ৫/১০ কোটি টাকা দিয়ে বাইরে থেকে একটা মেশিন কিনে আনেন, তারা সেটার কমিশনিং (Setup) এর জন্য বাইরে থেকেই সাহায্য পান।কিন্তু সেই মেশিনটি ব্যবহার করে কী করে আমরা প্রোডাকটিভিটি (উৎপাদনশীলতা) বৃদ্ধি করতে পারি সেটা কিন্তু পান না।কী করে একটা ফ্যাক্টরির লে-আউট তৈরি করতে হয়, যাতে সবচেয়ে কম Material Movement দিয়ে কী করে প্রোডাকশন করা যায়।ঠিক কতজন লোক ব্যবহারে Optimum খরচ হবে, ঠিক কী করে প্রসেসগুলো ঠিক করলে আমরা কোয়ালিটি বাড়িয়ে Product Defect কমাতে পারবো সেটা কেউ বলে না।আর এখানেই আইপিই আলাদা।শুধু ইঞ্জিনিয়ারিং শেখানো না, শিক্ষাটাকে কী করে আরেকজনের কাছে তুলে ধরতে হবে, কী করে নিজেকে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে হবে, কী করে তৈরি করতে হবে দুর্ধর্ষ প্ল্যানিং, ইন্ডাস্ট্রির Process, Layout, Manpower আর Limited Resource নিয়ে কী করে দুর্দান্ত সেটাপ দিয়ে একটা অসাধারণ প্ল্যান করে ফেলা যায় সেটাই আইপিই শেখায়।ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্টের ব্রিজ হিসেবে কাজ করে আইপিই।আর সেই কারণেই আপনি যদি একজন মানুষের মধ্যেই ইঞ্জিনিয়ারিং এর দুর্দান্ত কৌশল আর ম্যানেজমেন্টের সুক্ষ্ণ হিসেব নিকেশ পেয়ে যান, কেন ইন্ডাস্ট্রিতে তাহলে আলাদা করে দুজন কে হায়ার করবে??
লিডারশীপ, স্মার্টনেস আর ইন্টার-অ্যাকটিভ কোয়ালিটির এক মেলবন্ধন আইপিইঃ
টিমওয়ার্ক এখন যেকোন ইন্ডাস্ট্রির এক অবিচ্ছেদ্য অংশ।যেকোন প্রজেক্টে কাজ করতে হলে এগিয়ে আসতে হবে নিজস্বভাবনা, বোধ আর আইডিয়া নিয়ে। আর টিমকে লিড করার ক্ষমতা না থাকলে কিন্তু অনেক কিছুই বিফলে মারা যাবে! টিমের মধ্যে কাজটাকে ভাগ করে নেয়া, কে কোন অংশটা করবে, প্রজেক্টের ম্যানেজ কে করবে, কী করে টাইমলাইনের মধ্যে কাজটা নামানো যাবে, এইসব ভাবনা কিন্তু একজন টিমলিডারকেই ভাবতে হয়।আর একজন ইঞ্জিনিয়ার ছাড়া এইসব ভাবনা কার উপর সঁপে দিয়ে শান্তি পাওয়া যায় বলেন?? আর সে যদি হয় আইপিই ইঞ্জিনিয়ার? তাহলে তো সোনায়-সোহাগা!! স্মার্টনেস আর মানুষজনের সাথে যত বেশি ইন্টারঅ্যাকটিভ হতে পারবে, যত নিজেকে express করতে শিখবে ততই তুমি ইন্ডাস্ট্রির একজন অপরিহার্য হয়ে উঠতে পারবে!
4th Industrial Revolution এর এই যুগে super competative market এ টিকতে IPE Engineer এর বিকল্প শুধু IPE Engineer ই হবে অন্য কেউ নয়।
IPE Engineer দের রয়েছে সুবিস্তীর্ণ জব ক্ষেত্র। Textile Industry ছাড়াও যে কোন Industry তে জবের সুযোগ রয়েছে।
IPE Engineering থেকে অনেক উচ্চ শিক্ষা গ্রহন করা যায়। দেশ ও দেশের বাইরে যেমন USA,UK,Canada,Germany,Australia,Netherland,China,Korea সহ আরও অন্যান্য দেশে।
সর্বোপরি একটি উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবনের জন্য আমন্ত্রণ রইলো আইপিইতে আসার.....
Md Tohiduzzaman Anik
Department of Wet Process Engineering
BUTEX- 45th batch
Department of Wet Process Engineering
BUTEX- 45th batch
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন