সিপিবি Cold Pad Batch মেশিন ক্লিন করার নিয়মঃ
ওভেন ডাইং এর সিপিবি মেশিন হচ্ছে তাদের মাঝে মেজর ডাইং মেশিন | এটি মূলত প্যাডার বেইজড মেশিন প্যাডার বেইজড মেশিন হবার কারণে প্যাডারে কালার জমা কালার স্পট পড়ার পসিবিলিটি সবচেয়ে বেশি এই কারণে এই মেশিনটি নিয়মিত ক্লিনিং করতে হয়। আমরা সাধারণত যখন টানা দীর্ঘদিন বন্ধ পাই তখন সাধারণত এভাবে মানে পরিষ্কার করতে হয় ।
এই মেশিন পরিষ্কার এর জন্য যে নিয়মটি হচ্ছে হাইড্রোজেন এবং ভীম দিয়ে । মেশিনে নরমাল কালারের ছিটা এভাবেই পানি দিয়ে পরিষ্কার করে নিতে হয় প্রথমে পরিষ্কার এর শুরুতে মেশিনের মেইন পাওয়ার ভালো করে চেক করে অফ করে নিতে হবে এবং মটর গুলি ভালো করে পলি দিয়ে পেঁচিয়ে নিতে হবে যাতে এর ভেতরে পানি না যায় ।
তারপরে যে যে পার্টস গুলো পরিষ্কার করতে হবে সেগুলি হচ্ছে ডজিং পাম্প , ডাই বাথ, হোস পাইপ ,স্টিল রোলার , ব্যান্ড রোলার, ডোজিং স্প্রিং লাইন , ডোজিং ট্যাংক, ব্যাচিং রোলার , আলাদা করে খুলে ময়লা পরিষ্কার করে নিতে হবে ।
যে কেমিক্যাল টি লাগবে সেটি হচ্ছে হাইড্রোজ, এটা বানাতে হবে অনুমানিক 10 লিটার পানিতে 2 কেজি পরিনান হাইড্রোজ দিয়ে গুলিয়ে ক্যামিকেল প্রস্তত করতে হবে । এটি দিয়ে ভালো করে মেশিনটি ঘষে পরিষ্কার করতে হবে সম্পূর্ণ রূপ ঘষে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করার পর, অ্যাসিটিক এসিড দ্বারা আবার মুছে নিতে হবে যে সকল পার্টস দিয়ে লিকার চলাচল করে তাকে ভালো করে কাস্টিক হাইড্রোজ গরম পানি দিয়ে ওয়াশিং করে দেখতে হবে । প্রয়োজনে টানা ডোজিং করে লাইন ক্লিয়ার করতে হবে ।
লোহার রোলার ঘুড়ি স্টিল রোলার গুলি অ্যাসিড এবং ভীম এর সাহায্যে ঘষে পরিষ্কার করতে হবে।
সতর্কতাঃ
মেশিন পরিষ্কার করার সময় সতর্কতার জন্য হ্যান্ড গ্লাভস বুট গগলস অবশ্যই পরিধান করতে হবে কোন কাজ করা যাবে না। মেইন রোলার অ্যাসিড এবং পানির সাহায্যে ঠান্ডা পানিতে ওয়াস করতে হবে সম্পূর্ণ মেশিনের ময়লা পরিষ্কার হয়ে যাবার পর পার্টস গুলো খুলে আবার জোড়া দিতে হবে জোড়া দেওয়ার পর ভালো করে প্রেসার ও এবং সেন্সর ভালো করে করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন