স্টেনটার মেশিনের কমন টেকনিক্যাল সমস্যা - Textile Lab | Textile Learning Blog

স্টেনটার মেশিনের কমন টেকনিক্যাল সমস্যা

স্টেনটার মেশিনের সমস্যাঃ 


১. Pannel Box, Inverter Faults, Fan Cooler AC Service  এ সমস্যা গুলি অনেক বেশি হয়, এতে মনিটরে বারে বারে মেসেজ শো করে, কমান্ড দেয়া যায় না মেশিনকে।

২. পেছনের সেন্টারিং রোলার টাল হলে মটরে টান পড়ে আর এটা জোর করে চালালে ইনভার্টার নষ্ট হবার চান্স থাকে ।

৩. প্যাডারের এক্সপেন্ডার চলে যাওয়া কাপড় টানে ফ্রি ঘুরে Inverter 3-4 Laks

৪. ক্যামেরা আছে ৬ পিস যে গুলি চেক করা হয় না, বোইং রোলার এর রাবার  লাগে ৩ পিস এগুলি ২৫ হাজার করে , টাচ নষ্ট থাকে  তবে ম্যানুয়ালি চলিয়ে নিতে হয় মেশিন ।

৫. আন্ডার ফিড রোলারের ইনভার্টার চলে যাওয়া

৬. ওভার ফিড রোলারের ইনভার্টার চলে যাওয়া

৭. চেইনের ভেতরে ফাইবার ক্ষয় হয়ে যাওয়া।

৮. চেইন ওয়েল না থাকলে গিয়ার বক্স ক্ষয় হয়ে যায় গিয়ারের পিনিয়াম ভাংগা যায়।

৯. শেফট জ্যাম হয়ে যায় এতে ডায়া বাড়ানো কমানো যায় না।

১০. প্যানেল বোর্ড এর এসি কাজ না করলে গরম হয়ে যায় ১ ঘন্টা লাগে ঠান্ডা হতে । প্যানেল বোর্ডের দরজা সমুহ খুলে ভেতরে ঠান্ডা করা লাগে।

১১. ব্যাচিং রোলার ডেলিভারি রোলারে ক্রিজ পড়ে ক্ষয় হয়ে।

১২. চেইনের ফাইবার ক্ষয় হলে কাপড়ের  সেলভেজ কেটে যায়।



কোন মন্তব্য নেই: