Textile Recycling | টেক্সটাইল রিসাইক্লিং - Textile Lab | Textile Learning Blog
Textile Recycling


একটি পোষাক আমরা অতিরিক্ত ৩ বছর মেয়াদ অবদি ব্যবহার করতে পারি এর পর ফেলে দেই। এছাড়াও ফ্যাশনাবল ও পছন্দ না হওয়ার কারনেও আমরা কিছু কাপড় ফেলে দেই। 

একটি প্রতিবেদনে বলা হয়েছে ১ মিলিয়নটন টেক্সটাইল প্রোডাক্ট পুনঃব্যবহারের আগেই  ফেলে দেয়া হয়।
বাড়ির টেক্সটাইল বজ্র আবর্জনা সুতা ও ফেব্রিক তৈরির সময় অসংখ্য টেক্সটাইল নষ্ট হয় এদের ৪০ শতাংশ পুন্যব্যবহার করা সম্ভব। 

বর্তমানে মাত্র ২৫ শতাংশ পুর্নব্যবহার করা হচ্ছে।

Recycling process:

সমস্ত পোষাকের একটি জীবনকাল আছে এরপর পোষাক গুলো ফেলে দেয়া হয় সচারচর। এই প্রক্রিয়ায় এই ফেলে দেওয়া পোষাক গুলো সংগ্রহ করা হয় এবং পোষকগুলোকে প্রাকৃতিক, সিন্থটিক, মিশ্রিত কাপড় হিসেবে সাজানো হয়। 

ভালোমানের পোষাকগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং পুরাতন পোষাকগুলো থেকে ফাইবারগুলো পুনরুজ্জীবিত করা হয় ও ফ্যাক্টরিতে নতুন পোষাক  বানানো হয়৷ এছাড়া ফেব্রিকে থেকে থ্রেডগুলোকে টেনে বের করা হয় এবং নতুন গার্মেন্টস তৈরিতে ব্যবহার হয়৷ এক্ষেত্রে প্রাকৃতিক ও সেন্থটিকরে একই ভাবে করা হয়।

সবগুলোকে একসাথে মিশ্রিত করে গাড়ীর নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। কাগজ উৎপাদন ও বিভিন্ন ফ্যাশনাবল কাপড় ও ব্যাগ তৈরিতে পুরাতন কাপড় ব্যবহার করা হয়।

রিসাইকিলিং এ বর্জিত টেক্সটাইল এর শতকরা ব্যবহার  শতকরা ব্যবহার :
Fibre reclaiming- 8%
Stuffing-9%
Bags and Zips -6%
Second hand -8%

Recycling এর উপকারীতা :

১.পরিবেশ দুষন রক্ষা করে। 

২.বৃষ্টি হলে পরিবেশে থাকা নষ্ট কপড়ের রাসায়নিক পরিবেশে মিশে নানান সমস্যা দেখা দিতে পারে।
৩.সিন্হেটিক ফাইবারগুলো সহজে পচে না যা পরিবেশের জন্য ক্ষতিকারক।
৪.পুর্নব্যবহার করা সম্ভব হলে কম খরচে ভালো কাচামাল পাওয়া সম্ভব হবে।


Writer :
Zobayer Hossain Noyon
Textile blogger.

Textile Recycling | টেক্সটাইল রিসাইক্লিং

Textile Recycling


একটি পোষাক আমরা অতিরিক্ত ৩ বছর মেয়াদ অবদি ব্যবহার করতে পারি এর পর ফেলে দেই। এছাড়াও ফ্যাশনাবল ও পছন্দ না হওয়ার কারনেও আমরা কিছু কাপড় ফেলে দেই। 

একটি প্রতিবেদনে বলা হয়েছে ১ মিলিয়নটন টেক্সটাইল প্রোডাক্ট পুনঃব্যবহারের আগেই  ফেলে দেয়া হয়।
বাড়ির টেক্সটাইল বজ্র আবর্জনা সুতা ও ফেব্রিক তৈরির সময় অসংখ্য টেক্সটাইল নষ্ট হয় এদের ৪০ শতাংশ পুন্যব্যবহার করা সম্ভব। 

বর্তমানে মাত্র ২৫ শতাংশ পুর্নব্যবহার করা হচ্ছে।

Recycling process:

সমস্ত পোষাকের একটি জীবনকাল আছে এরপর পোষাক গুলো ফেলে দেয়া হয় সচারচর। এই প্রক্রিয়ায় এই ফেলে দেওয়া পোষাক গুলো সংগ্রহ করা হয় এবং পোষকগুলোকে প্রাকৃতিক, সিন্থটিক, মিশ্রিত কাপড় হিসেবে সাজানো হয়। 

ভালোমানের পোষাকগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং পুরাতন পোষাকগুলো থেকে ফাইবারগুলো পুনরুজ্জীবিত করা হয় ও ফ্যাক্টরিতে নতুন পোষাক  বানানো হয়৷ এছাড়া ফেব্রিকে থেকে থ্রেডগুলোকে টেনে বের করা হয় এবং নতুন গার্মেন্টস তৈরিতে ব্যবহার হয়৷ এক্ষেত্রে প্রাকৃতিক ও সেন্থটিকরে একই ভাবে করা হয়।

সবগুলোকে একসাথে মিশ্রিত করে গাড়ীর নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। কাগজ উৎপাদন ও বিভিন্ন ফ্যাশনাবল কাপড় ও ব্যাগ তৈরিতে পুরাতন কাপড় ব্যবহার করা হয়।

রিসাইকিলিং এ বর্জিত টেক্সটাইল এর শতকরা ব্যবহার  শতকরা ব্যবহার :
Fibre reclaiming- 8%
Stuffing-9%
Bags and Zips -6%
Second hand -8%

Recycling এর উপকারীতা :

১.পরিবেশ দুষন রক্ষা করে। 

২.বৃষ্টি হলে পরিবেশে থাকা নষ্ট কপড়ের রাসায়নিক পরিবেশে মিশে নানান সমস্যা দেখা দিতে পারে।
৩.সিন্হেটিক ফাইবারগুলো সহজে পচে না যা পরিবেশের জন্য ক্ষতিকারক।
৪.পুর্নব্যবহার করা সম্ভব হলে কম খরচে ভালো কাচামাল পাওয়া সম্ভব হবে।


Writer :
Zobayer Hossain Noyon
Textile blogger.

কোন মন্তব্য নেই: