বর্তমান সময়ে নিট কাপড়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। নিট কাপড়ের বৈচিত্র্য এবং ব্যবহার উপযোগিতা একে আবালবৃদ্ধবনিতার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
বাংলাদেশের রপ্তানী আয়ে এক সিংহভাগও আসে এই নিট কাপড় থেকে এবং তা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে।
২০১৮ সালে বাংলাদেশ মোট নিট কাপড় রপ্তানি করেছে ১৬.২৪ বিলিয়ন ডলার যা বিগত বছরের চেয়ে ১১.৭৬% বেশী।
চলুন জেনে আসা যাক নিট কাপড়ের উৎপত্তি সম্পর্কে।
নিটিং এর উৎপত্তি সম্পর্কে সঠিক ধারণা কেউ দিতে পারে না। যদিও কোনো সঠিক নির্দেশনা নেই তবুও মানা হয় এটি পোষাক শিল্পের প্রথম দিকেই শুরু হয়। প্রাগৈতিহাসিক টেক্সটাইল নিদর্শনগুলোর মধ্যে কোনোটাতেই নীটিং এর ব্যবহার দৃশ্যমান নয়। এমনকি ১৪৯২ খৃষ্টাব্দে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে নীটিং শব্দটাই কোথাও উল্লেখ পাওয়া যায় না। ধারণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় যেভাবে নিটিং করা হতো তা প্রাথমিক সময় থেকেই প্রচলিত ছিলো। প্রথম বিশ্বযুদ্ধের সময় যোদ্ধা এবং নাবিকদের জন্য হাতে বোনা সোয়েটার ও হেলমেট ব্যবহারের প্রচলন ছিলো। যেহেতু হাতে বুনতে হতো তাই প্রাথমিক সময়ে নিটিং একটি সময় সাপেক্ষ ব্যাপার ছিলো এবং নিট কাপড়ের বৈচিত্র্যও তেমন ছিলো না যতক্ষণ না আবিষ্কৃত হলো 'স্টকিং ফ্রেম' নামক মেশিন।
নিটিং কাপড় তৈরির জন্য প্রথম মেশিন ছিলো 'স্টকিং ফ্রেম'। ১৫৮৯ সালে এটি আবিষ্কার করেন রেভারেন্ড উইলিয়াম লি। উইলিয়াম লি ইংল্যান্ডের নটিংহ্যামশেয়ার গ্রামের একজন গরীব ধর্মযাজক।
উদ্ভাবকঃ উইলিম লী
জন্মের তারিখ এবং স্থান: ১৫৬৩, ক্যালভারটন, যুক্তরাজ্য
মরার তারিখ এবং স্থান: ১৬১৪, প্যারিস, ফ্রান্স
শিক্ষা: Christ's College Cambridge
বলা হয়ে থাকে লি'র স্ত্রী খুব ধীরে কাপড় বুনতেন। লি তাঁর স্ত্রীর কাপড় বোনা পর্যবেক্ষণ করে তার মেশিন তৈরি করেন।স্টকিং ফ্রেম হাতে বোনার নীতি অনুসারেই তৈরি। কিন্তু দুর্ভাগ্য এই যে সে তাঁর দেশে তাঁর মেশিন পেটেন্ট করাতে পারেন না। রাণী এলিজাবেথ লি'র মেশিন এই ভেবে নিষিদ্ধ করেন যে তাঁর মেশিন তৎকালীন হাতে তৈরি নিটিং শিল্পকে হুমকির মুখে ফেলবে। রানী এ আশঙ্কা করেন যে এ মেশিন ইংল্যান্ডের কর্মসংস্থানকে সংকুচিত করে ফেলব।
লি ইংল্যান্ডে এর কোনো উপায় করতে না পারায় সে ফ্রান্সে পালিয়ে যান। সেখানে রাজা ৪র্থ হেনরি তাকে সদরে গ্রহণ করেন এবং তাকে পেটেন্ট দেন। লি ফ্রান্সের রুয়েন শহরে তার কাজ শুরু করেন। কিন্তু ফ্রন্সে তখন রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল।
১৬১০ খৃষ্টাব্দে রাজা ৪র্থ হেনরি হেনরি হত্যার শিকার হলে লি'র কর্মকান্ড বন্ধ হয়ে যায়।তাকে এবং তার সাথীদের কারাগারে নিক্ষেপ করা হয়। ইতিহাস বলে লি একটি দুর্ভাগ্যজনক মৃত্যুবরণ করেন।কিন্তু টেক্সটাইল তথা নিটিং জগতে উইলিয়াম লি'র নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। উইলিয়াম লি নিটিং শিল্পের আধুনিকায়নের গোড়াপত্তন করেন। তার মৃত্যুর প্রায় ৫০ বছর পর তার গ্রাম স্টকিং ফ্রেম নির্ভর নিটিং এ প্রসিদ্ধি লাভ করে।
Source: ©Cassie Plaine Small
সাকিব হাসান
ডিপার্টমেন্ট অফ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৪৪তম ব্যাচ)
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন