ওভেন সেড ডিপ হলে লাইট করার নিয়মঃ
যে সকল ফেক্টরির ফেব্রিক স্ট্রিপ করা নিশেধ তাদের একটি উপায় অবলম্বন করে ডার্ক সেড লাইট করা যাবে। যেমন ডিপ সেড গুলি যেগুলি ২০-৩০% ডার্ক হলে তা কাটানো যাবে। এটা অনেকটাই পার্শয়াল স্ট্রিপের মতোই ।
নিয়মঃ
এই প্রসেসের এর জন্য সিপিবি মেশিন বা কোল্ড প্যাড ব্যাচ মেশিন থাকতে হবে আপনি ৩৬ /৩৮ বুমের ( কাস্টিকের কন্সেন্ট্রেশন এর ইউনিট ) লিকুইড কাস্টিক কে ১০-২০ গ্রাম পার লিটার হারে সেড বুঝে ব্যাবহার করতে হবে । আপনাকে সিপিবিতে ক্যামিকেল ট্যাংকিতে কাস্টক পানিতে গুলিয়ে বানাতে হবে তারপর সেড অনুযায়ী ফেব্রিক কে ডাইংয়ের মতো প্যাডিং করতে হবে । তবে ওয়েটিং এজেন্ট ইউজ করলে সাথে ভালো ফল পাওয়া যাবে , কারন ডাইং করা কাপড়ে সেকেন্ড টাইম রিপ্রসেসে এবজরবেন্সি কমে যায় ।
এখানে মনে হতে পারে যে প্যাডারে কোন সমস্যা হবে কিনা কিন্ত না CPB এর প্যাডার এই পরিমান কাস্টিক সে রেসিস্ট করতে পারে, প্যাডারের ক্ষতি হবে না । আর কাস্টিক প্যাডিং হয়ে গেলে তাকে কাপড় কে পলি দিয়ে বেধে ৩-৪ ঘন্টা রোটেশনে রেখে দিতে হবে । আর ৩-৪ ঘন্টা পর ফেব্রিক কে কন্টিনিউয়াস ওয়াসে ওয়াস করে ফেলতে হবে ।
ইনশাআল্লাহ এর জন্য একটা ভালো ফল পাবেন এই প্রসেসে আনুমানিক ২০-৩০% কালার কেটে যাবে । বাকিটা আপনি রিপ্যাড বা স্টেনটারে সেড মিলিয়ে ডাইং করতে নিতে পারবেন । এটা কোল্ড ওয়াটারে করা বিধায় ফেব্রিক ডেনেজের চান্স কম । ক্যামিকেল কনজামশন অনেক কম হবে । এটা যেহেতু রোটেশনে থাকবে তাই রোল টু রোল সেডের ভেরিয়েশন হবার চান্স কম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন