কম্পেক্টিং - সানফোরাইজিং এর ম্যাকানিজম | Sunforizing - Compacting - Textile Lab | Textile Learning Blog
নীটের ক্ষত্রে যে টার্মটা কম্পেক্টিং সেটা ওভেন ফেব্রিকের ক্ষত্রে সানফোরাইজিং , ম্যাকানিজম একই স্রিংকেজ + ডাইমেনশনশনাল স্টেবিলিটি কন্ট্রাক্ট ।  এর মুল ম্যাকানিজম হচ্ছে স্টিম দিয়ে ফেব্রিককে সোয়েলিং সয়েলিং এর পর রাবার ব্লাংকেট + স্টিল স্লিন্ডারের গ্রিপের সাহায্যে ওয়ার্প ওয়েফট এর ইয়ার্ন গুলির মাঝে যে গ্যাপ গুলি আছে তা মিনিমাইজ করে তাকে কম্পেক্ট ফর্মে নিয়ে আসা ।  এর কারনে মুলত ডায় / Width  কমে যায় ।  এর ফলে আপনি যখন কাপড় কে ওয়াস করবেন তখন কাপড়  স্রিংক করার মত ইয়ার্নের মাঝে ইন্টার্নাল গ্যাপ পায় না কারন আপনি তা আগেই কম্পেক্টিং / সানফোরাইজ করে মিনিমাইজ করে দিয়েছে ।  এটাই মুলত স্রিংকেজ কন্ট্রোল ।  কাপড়ে এর ফলে জিএসএম বেড়ে যায় এর কারন হচ্ছে আপনার ফেব্রিকের লুপ ডেনসিটি বা ইয়ার্নের EPI PPI বেড়ে যায় মানে সুতা যতো বেশি ওজন ততো বেশি হওয়া ।


কম্পেক্টিং - সানফোরাইজিং এর ম্যাকানিজম | Sunforizing - Compacting

নীটের ক্ষত্রে যে টার্মটা কম্পেক্টিং সেটা ওভেন ফেব্রিকের ক্ষত্রে সানফোরাইজিং , ম্যাকানিজম একই স্রিংকেজ + ডাইমেনশনশনাল স্টেবিলিটি কন্ট্রাক্ট ।  এর মুল ম্যাকানিজম হচ্ছে স্টিম দিয়ে ফেব্রিককে সোয়েলিং সয়েলিং এর পর রাবার ব্লাংকেট + স্টিল স্লিন্ডারের গ্রিপের সাহায্যে ওয়ার্প ওয়েফট এর ইয়ার্ন গুলির মাঝে যে গ্যাপ গুলি আছে তা মিনিমাইজ করে তাকে কম্পেক্ট ফর্মে নিয়ে আসা ।  এর কারনে মুলত ডায় / Width  কমে যায় ।  এর ফলে আপনি যখন কাপড় কে ওয়াস করবেন তখন কাপড়  স্রিংক করার মত ইয়ার্নের মাঝে ইন্টার্নাল গ্যাপ পায় না কারন আপনি তা আগেই কম্পেক্টিং / সানফোরাইজ করে মিনিমাইজ করে দিয়েছে ।  এটাই মুলত স্রিংকেজ কন্ট্রোল ।  কাপড়ে এর ফলে জিএসএম বেড়ে যায় এর কারন হচ্ছে আপনার ফেব্রিকের লুপ ডেনসিটি বা ইয়ার্নের EPI PPI বেড়ে যায় মানে সুতা যতো বেশি ওজন ততো বেশি হওয়া ।


কোন মন্তব্য নেই: