ডাইজের ধর্ম সম্পর্কে আইডিয়া নেবার উপায় - Textile Lab | Textile Learning Blog

ডাইজের ধর্ম সম্পর্কে আইডিয়া নেবার উপায়

ডাইংয়ে যারা জব করেন আপনাদের ডাইং স্কিল ডেভেলপমেন্ট করতে হলে প্রথমে আপনাকে  ডাইজের ক্যারেক্টার সম্পর্কে ধারনা থাকতে হবে


আপনার শেড টোন এবং ডেপথ সম্পর্কে ধারনার জন্য আপনাকে আপনার ফ্লোরের ডাইজের সেল্ফ সম্পর্কে আইডিয়া থাকা চাই আর সেল্ফ সেড সম্পর্কে আইডিয়ার জন্য আপনাকে ল্যাবে যেতে হবে , ল্যাবে প্রতিটি ডাইজের সেল্ফ সেড ( নট ট্রাই ক্রোমেট)  বিভিন্ন % এবং gpl এ করা থাকে যেমন এখানে ছবিতে ওভেন ফেব্রিকের ক্ষত্রে 5 gpl, 10 gpl ,20 gpl এর সেড করা হয়েছে ।  এখন আপনার ফ্লোরের দুই বা ততোধিক ব্রেন্ডের এভাবে পাশাপাশি করে আপনি চাইলে কম্পেয়ার করে আইডিতে নিতে পারেন এতে আপনার সেড অনুযায়ী ডাইজ সিলেকশনে সুবিদা হবে ।




ডাইজ হবে ইয়োলো, লেমন ইয়োলো, টার্কিশ ব্লু, রয়েল ব্লু, ব্লাক, ব্লাক বি, নেভি কম্পেয়ার করে দেখতে পারেন ।
আর ডাইং এর ক্ষত্রে যারা ফ্লোর সুপারভাইজার আছেন তাদের কাছে কোন ডাইজের কি ক্যারেক্টর কতো % এডিশন লাগে , টোন কিভাবে মুভমেন্ট করে তাদের কাছে ব্রেন্ড অনুযায়ী স্টেটিকটিক্স  নিতে নিতে পারেন।
ল্যাবে যারা কালার ব্যাচ করেন তারা সেডের মুভমেন্ট ভালো বলতে পারবেন।

যেমন ডাইসুফিক্সের Red Fbxn এর সিপিবিতে ডাইংয়ের পর ওয়াসে প্রায় ১৫% আপ হয় আপনার যদি এমন এডভান্স আইডিয়া না থাকে তবে আপনি সেইম ল্যাব ডিপের সাথে মিলিয়ে ডাইং করে পরে ধরা খেতে হবে ।  আমাদের উচিৎ প্রতিটি ডাইজের তাদের ক্যারেক্টারের সুনির্দিষ্ট ধারনা রাখা প্রয়োজনে ডাটা কালারের হেল্প নেয়া ।

ডাইজের ধর্ম যতো ভালো ধরতে পারবেন আপনার ডাইং করার দক্ষতা ক্যাপাসিটি ততো বাড়বে । কয়েকটি ব্রেন্ড রেমাজল, নোভাক্রন , ফুকাজল , ড্রাইমারিন, এভারজল, ডাইসুফিক্স  এই ব্রেন্ড গুলি কম্পেয়ার করতে পারেন ।

কোন মন্তব্য নেই: