CVC ফেব্রিক | কটন পলিস্টার ব্লেন্ড ফেব্রিক | Chief Value Of Cotton - Textile Lab | Textile Learning Blog
যদি জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় “CVC কাপড়ের মানে কি? কটনের পরিবর্তে CVC সুতা কেন ব্যবহৃত হয়? CVC কাপড় কিভাবে ডাইং করতে হয়?” তবে স্মার্ট আনসার কেমন হওয়া চাইe

উত্তরঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজিং সংশ্লিষ্টদের জব ইন্টারভিউতে টেকনিক্যাল নলেজ যাচাই করার জন্য উপরের প্রশ্নগুলো খুবই স্বাভাবিক । এ ধরনের টেকনিক্যাল প্রশ্নসমূহের স্মার্ট আনসার জব কনফার্মেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে । আসুন জেনে নেই ।

CVC এর পূর্ণরুপ হল Chief Value Cotton । কোনো ব্ল্যান্ডেড ইয়ার্নে তৈরি কাপড়ে কটনের পার্সেন্টজ পলিয়েস্টার এর চেয়ে বেশি হলে সেটিকে CVC কাপড় বলে । CVC কাপড়ের প্রকৃষ্ট উদাহরণ হল 60/40 CVC (সিক্সটি ফোরটি সিভিসি)। এই কম্পোজিসনের কাপড়ে শতকরা ৬০ ভাগ কটন আর ৪০ ভাগ পলিয়েস্টার আঁশ (ফাইবার) ব্যবহৃত হয় ।

শতভাগ কটন সূতার চাইতে CVC সুতার দাম কম হওয়ায় এবং কাপড়ের স্থায়িত্ব (Durability) বৃদ্ধির জন্য কটনের পরিবর্তে CVC সুতা বহুল ব্যবহৃত হয় । যদিও শতভাগ কটন কাপড় অধিক আরামদায়ক ও জনপ্রিয় । কিন্তু শতভাগ কটন কাপড় অল্প ব্যবহারে অধিক ভাঁজ পড়ে ।

সাধারনত CVC কাপড়কে ডাবল ডাইং করতে হয় । প্রথমে উচ্চ তাপমাত্রায় পলিয়েস্টার পার্ট ডাইং করে নিয়ে পরবর্তীতে স্বাভাবিক ডাইং তাপমাত্রায় (সাধারনত ৬০ ডিগ্রী) কটন পার্ট ডাইং করা হয় । ডাবল ডাইং না করলে কাপড়ে মার্ল ইফেক্ট আসে । বায়ার রিকয়্যারমেন্ট অনুসারে সিংঙ্গেল পার্ট/ডাবল পার্ট ডাইং এর সিদ্ধান্ত নেয়া হয় ।


লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

CVC ফেব্রিক | কটন পলিস্টার ব্লেন্ড ফেব্রিক | Chief Value Of Cotton

যদি জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় “CVC কাপড়ের মানে কি? কটনের পরিবর্তে CVC সুতা কেন ব্যবহৃত হয়? CVC কাপড় কিভাবে ডাইং করতে হয়?” তবে স্মার্ট আনসার কেমন হওয়া চাইe

উত্তরঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মার্চেন্ডাইজিং সংশ্লিষ্টদের জব ইন্টারভিউতে টেকনিক্যাল নলেজ যাচাই করার জন্য উপরের প্রশ্নগুলো খুবই স্বাভাবিক । এ ধরনের টেকনিক্যাল প্রশ্নসমূহের স্মার্ট আনসার জব কনফার্মেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে । আসুন জেনে নেই ।

CVC এর পূর্ণরুপ হল Chief Value Cotton । কোনো ব্ল্যান্ডেড ইয়ার্নে তৈরি কাপড়ে কটনের পার্সেন্টজ পলিয়েস্টার এর চেয়ে বেশি হলে সেটিকে CVC কাপড় বলে । CVC কাপড়ের প্রকৃষ্ট উদাহরণ হল 60/40 CVC (সিক্সটি ফোরটি সিভিসি)। এই কম্পোজিসনের কাপড়ে শতকরা ৬০ ভাগ কটন আর ৪০ ভাগ পলিয়েস্টার আঁশ (ফাইবার) ব্যবহৃত হয় ।

শতভাগ কটন সূতার চাইতে CVC সুতার দাম কম হওয়ায় এবং কাপড়ের স্থায়িত্ব (Durability) বৃদ্ধির জন্য কটনের পরিবর্তে CVC সুতা বহুল ব্যবহৃত হয় । যদিও শতভাগ কটন কাপড় অধিক আরামদায়ক ও জনপ্রিয় । কিন্তু শতভাগ কটন কাপড় অল্প ব্যবহারে অধিক ভাঁজ পড়ে ।

সাধারনত CVC কাপড়কে ডাবল ডাইং করতে হয় । প্রথমে উচ্চ তাপমাত্রায় পলিয়েস্টার পার্ট ডাইং করে নিয়ে পরবর্তীতে স্বাভাবিক ডাইং তাপমাত্রায় (সাধারনত ৬০ ডিগ্রী) কটন পার্ট ডাইং করা হয় । ডাবল ডাইং না করলে কাপড়ে মার্ল ইফেক্ট আসে । বায়ার রিকয়্যারমেন্ট অনুসারে সিংঙ্গেল পার্ট/ডাবল পার্ট ডাইং এর সিদ্ধান্ত নেয়া হয় ।


লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

কোন মন্তব্য নেই: