টেক্সটাইল মিলে লাইক্রাযুক্ত কাপড়ে হিট সেটিং এর গুরুত্ব | Lycra Fabric Heatsetting - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল মিলে লাইক্রাযুক্ত কাপড়ে হিট সেটিং এর গুরুত্ব | Lycra Fabric Heatsetting

টেক্সটাইল মিলে লাইক্রাযুক্ত কাপড়ে হিট সেটিং এর গুরুত্ব


লাইক্রাযুক্ত কাপড়ের দুটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি প্যারামিটার হচ্চে কাপড়ের ওজন (জিএসএম) ও কাপড়ের ডাইমেনশনাল স্ট্যাবিলিটি । নিটিং/উইভিং মেশিনে লাইক্রাযুক্ত কাপড় তৈরির সময় সুতার টান টান অবস্থার কারনে কাপড়ের অভ্যন্তরীণ গঠনও টান টান অবস্থায় থাকে ।

মেশিন থেকে কাপড়কে নামানোর পর কাপড় টান টান অবস্থামুক্ত হয় । ফলশ্রুতিতে কাপড় প্রস্থ বরাবর কিছুটা সংকুচিত হয় । প্রস্থ কমে যাওয়ায় কাপড়ের ওজন (গ্রাম পার মিটার স্কয়ার) বেড়ে যায় ।  
কাপড়ের ওজন একটি নির্দিষ্ট রেঞ্জে না থাকলে সেটি দিয়ে গার্মেন্টস তৈরি করা যায় না । আবার কাপড়ের প্রস্থ কমে গেলে নির্দিস্ট সংখ্যক গার্মেন্ট/পোষাক তৈরির জন্য বেশি পরিমান কাপড় প্রয়োজন হবে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাবে ।

এ সমস্যা দূর করার জন্য লাইক্রাযুক্ত কাপড়কে উচ্চ তাপমাত্রায় (প্রায় ১৮০ ডিগ্রী সেলসিয়াস) হিট সেট করে নিতে হয় যেন ডাইং, ফিনিশিং এর পর কাপড়ের ডাইমেনশন (দৈর্ঘ্য, প্রস্থ) স্ট্যাবল থাকে, জিএসএম (ওজন) সুনির্দিষ্ট রেঞ্জে থাকে এবং কাপড়ের ইলাস্টিক প্রপাটি (সংকোচন-প্রসারন বৈশিষ্ট্য) বজায় থাকে ।

লাইক্রা বিষয়ক কিছু তথ্য

“লাইক্রা” শব্দটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত শব্দগুলোর একটি যেটি একটি ম্যান মেইড ফাইবার এবং এর মূল নাম স্পান্ডেক্স/ইলাস্টেন ।

বিশ্বের বিভিন্ন কোম্পানি এটিকে বিভিন্ন নামে বাজারজাত করে থাকে যেমনঃ কচ (সাবসিডিয়ারি ইনভেস্টা) কোম্পানির বাজারজাতকৃত স্পান্ডেক্স/ইলাস্টেন ফাইবারটির ব্রান্ড নেম “লাইক্রা (Lycra)”, হায়োসাং কোম্পানির  বাজারজাতকৃত স্পান্ডেক্স/ইলাস্টেন ফাইবারটির ব্রান্ড নেম “ক্রেওরা (Creora)” ।

যে ব্রান্ডের স্পান্ডেক্স/ইলাস্টেন ফাইবারই ব্যবহৃত হোক না কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সকলে এটিকে লাইক্রা বলে । কাপড়ের মূল সুতার সাথে যেমনঃ কটন, পলিয়েস্টার ইত্যাদির সাথে সাধারনত ৩-৫% স্পান্ডেক্স/ইলাস্টেন (লাইক্রা) ফাইবার ব্যবহার করা হয় । স্পান্ডেক্স/ইলাস্টেন ব্যবহারে কাপড়ের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় মানে টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসতে পারে ।
টি-শার্টের নেক রিব, কাফে স্পান্ডেক্স/ইলাস্টেন ব্যবহার অনেকটা কমন । পোষাক পরিধান, খোলার সময় এই অংশগুলো ধরে টেনে বের করতে হয় । সেকারনে এইসব অংশে টান বেশি পড়ে । টানজনিত কারনে যেন কাপড় কিছুটা প্রসারিত হয় আবার ছেড়ে দিলে যেন আগের অবস্থায় ফিরে আসে, তাই নিট কাপড়ে তৈরি পোষাকের গলা, হাত-পা এর কাফে লাইক্রা যুক্ত রিব কাপড় ব্যবহৃত হয় ।

কিছু কিছু পোষাকের বডি ফেব্রিকেই মূল সুতার সাথে স্পান্ডেক্স বা লাইক্রা ব্যবহৃত হয় । বিশেষত এথলেটসদের পোষাক, জার্সি, ট্রাকসুট ইত্যাদিতে এটি বেশি ব্যবহৃত হয় । এর ফলে এথলেটসদের দৌড়ানো ও লাফ দেওয়ার সময় পোষাক শরীরের ভাঁজের সংকোচন প্রসারনের সাথে সাথে সংকুচিত ও প্রসারিত হয় এবং সংকোচন, প্রসারন শেষে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ।

গ্যাবার্ডিন, জিন্স প্যান্টেও স্প্যান্ডেক্স/ইলাস্টেন ব্যবহৃত হয়  । বাজারে এগুলো স্ট্রেচড প্যান্ট নামে পরিচিত ।  ইলাস্টেন/স্পান্ডেক্স যুক্ত কাপড়/পোষাকের দাম কিছুটা বেশি হয় ।

অবশ্য লাইক্রা বা ইলাস্টেন যুক্ত কাপড়ের জন্য ডাইং-ফিনিশিং স্টেজে একটি স্পেশাল ট্রিটমেন্টও প্রয়োজন হয় যেটি “হিট সেটিং” নামে পরিচিত । হিট সেট বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ।




লিখেছেনঃ 
Mohammad Iqbal Hossain 
বুটেক্স ৩৩ তম ব্যাচের প্রকৌশলী 
প্রকাশক - কাপড় জামা ডট কম ( পেইজ ) 

কোন মন্তব্য নেই: