এনজাইম ওয়াস ( Twill, Canvas, Poplin)
এই পর্বে আমরা জেনে নিবো ওভেন আইটেম যেমন টুইল, ক্যানভাস, পপলিন, সাটিন, কর্ডরে আইটেমের এনজাইম ওয়াসিং প্রসেস। আমরা ৬০ কেজি বা আনুমানিক ১২৫ পিসের একটা লট এর এখন এজাইম ওয়াস রেসিপি জেনে নিবো।
আসুন শুরু করি
first Step : ডিসাইজিং
লট ওয়েট ৬০ কেজি ১২৫ পিস গার্মেন্টস
লট ওয়েট ৬০ কেজি ১২৫ পিস গার্মেন্টস
১. M:L 1: 10 লিকার হলে পানি নিতে হবে 600 Lit
২. মেশিন রানিং, টেম্পারেচার 50°C
৩. ক্যামিকেল
ডিসাইজিং এজেন্ট 0.6 gpl 324
ডিটারজেন্ট 0. 8 gpl 432
ডিসাইজিং এজেন্ট 0.6 gpl 324
ডিটারজেন্ট 0. 8 gpl 432
৪. টাইম ১০-২০ মিনিট
৫. বাথ ড্রেইন
৬. ৩ মিনিটের একটা স্প্রে ওয়াস বা রিনস ওয়াস।
Second Step : এনজাইম
১. M:L 1: 8 লিকার হলে পানি নিতে হবে 480 Lt, টেম্পারেচার তুলতে হবে 45°C
২. ক্যামিকেল
Add Acetic Acid 0. 5 gm 240 gm
Add Anti Back Staining 0.5 gm 240 gm
Add Acid Enzyme 1.2 gm 576 gm
Add Anti Back Staining 0.5 gm 240 gm
Add Acid Enzyme 1.2 gm 576 gm
টাইম ৩০-৬০ মিনিট এটা নির্ভর করবে সেড এর উপর
৪. এনজাইম ডিয়েক্টিভ করার জন্য টেম্পারেচার ৯০ °C টেম্পারেচার তুলে ১ মিনিট রান দিয়ে এনজাইম কিল করতে হবে।
৫. বাথ ড্রেইন
৬. ৩ মিনিট করে ২ টা রিনস ওয়াস দিতে হবে।
Third Step : Softening
১. ওয়াটার লিকার রেশিও L:R - 1: 8 হারে 4 80 Liter
২. মেশিন রানিং
৩. ক্যামিকেল ডোজিংঃ
ক্যাটায়নিক সফেনার 1.0 Gram / Liter - 480 gm
এসিটিক এসিড 0.6 Gram / Liter - 288 gm
Silicone Softener 0.5 Gram / Liter - 240 gm
ক্যাটায়নিক সফেনার 1.0 Gram / Liter - 480 gm
এসিটিক এসিড 0.6 Gram / Liter - 288 gm
Silicone Softener 0.5 Gram / Liter - 240 gm
ক্যামিকেল ডোজিং করে রানটাইম দিতে হবে ১৫-২০ মিনিট , টেম্পারেচার 40°C
৪. ১৫-২৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।
৫. আনলোড করে ট্রলিতে নিতে হবে।
Fourth Step : Hydroextaction
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটাক্টিং টাইম।
Fifth Step : Dry
গ্যাস ড্রায়ারঃ
লোড করতে হবে গ্যাস ড্রায়ারে - ৬০ কেজি
টেম্পারেচার ৭০-৮৫ Degree
টাইম ৩৫-৪৫ মিনিট হট ড্রাই
টাইম ১০ মিনিট কোল্ড ড্রাই
এখানে কোল্ড ড্রাই করা হয় ফেব্রিক রিলাএক্স এর জন্য আর যেনো টুইস্টিং না হয় তার জন্য
Sixth Step:
মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে। pH কন্ট্রোল করা লাগবে যেনো ক্যামিকেল স্পট না আসে ফেব্রিকে।
সতর্কতাঃ
১. ভালো করে ব্যাচ ওয়েট করে নিতে হবে।
২. লিকার রেশিও প্রসেস অনুযায়ী ঠিক রাখতে হবে এটা অপারেটর টু অপারেটর বুঝিয়ে যেতে হবে যেনো ব্যাচ টু ব্যাচ কোন ভ্যারিয়েশন না হয়।
৩. ক্যামিকেল মাপার সময় স্কেল ১০০% একুরেট থাকতে হবে যেনো ১ গ্রাম বেশি কম না হয়।
৪. সফেনার গরম পানিতে গুলিতে লিকুইড করে নিতে হবে আর সব ক্যামিকেল ছেকে দিতে হবে।
৫. ওয়াস এর টেক প্যাকে তার কম্পজিশন, সুইং থ্রেড, ফিনিশিং প্রসেস সব ভালো করে চেক, রিচেক করে নিতে হবে।
৬. প্রথম ব্যাচ সবাই সতর্কতার সাথে সাথে থেকে ফিনিশিং করে প্যারামিটার সেট করে নিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন