ফেব্রিক টেস্ট স্যাম্পল কি | Fabric Test Sample - Textile Lab | Textile Learning Blog
ফেব্রিক টেস্ট স্যাম্পলঃ

ফেব্রিক টেস্ট স্যাম্পল হলো এটা স্যাম্পলের মতো প্রসেস করা হয় কিন্ত এর উদ্যেশ থাকে ভিন্ন কারন একে বানানো হয় ফেব্রিকের কোলালিটি টেস্ট এর জন্য। তাই একে ডিসাইজিং থেকে শুরু করে  স্কাওয়ারিং ব্লিচিং মার্সারাইজেশন ডাইং এবং ফিনিশ পর্যন্ত তার প্রতিটা প্যারামিটার ফলোয়াপ করা হয়

প্যারামিটার গুলি হচ্ছে :

১. এর গ্রে width কতো আছে।

২. ডিসাইজের এবজরবেন্সি কেমন।

৩.  ডিসাইজের ফেব্রিক এর সেলভেজ কুচকে যায় কিনা।

৪. ব্লিচ এর পর এর width কতো হয়েছে, ফরেইন ফাইবার আছে কিনা ।

৫. মার্সারাইজের  এর পর এর width কতো হয়েছে, ফরেইন ফাইবার আছে কিনা ।  এবজারবেন্সি কেমন।

৬. একে এনি কালার ডাইং করা হতে পারে বা অর্ডার সিটের কালার অনুযায়ী যে কোন কালার ডাইং করা হবে। ডাইং এর পর এর ডাইজ পিকাপ কেমন হয় বা ফরেইন ফাইবার আছে কিনা তা দেখা।

৭.  ফিনিশ এর পর এর width কেমন পাওয়া যায়।

৮. ফিনিশ এর পর এর GSM, Shrinking %, টিয়ার, টেনসাইল, পিলিং চেক করা হয়।

৯. গার্মেন্টস ওয়াসের পর এর সেড চেঞ্জ কেমন হয়, GSM কতো হয়, ফাইবার ডেমেজ হয় কিনা,  এপিয়ারেন্স কেমন হয় তা চেক করা হয়।

ফেক্টরি যখন নতুন অর্ডার আসে বা বায়ারের রিকয়ারমেন্ট কড়া হলে, বা বাইরের ফেক্টরিতে উইভিং নীটিং করা হলে, বা নতুন লটের সুতা আসলে তা থেকে ডিরেক্ট উইভিং না শুরু করে ২০-৫০ মিটার উইভিং করে তাকে ডাইং ফিনিশ করে তাদের প্যারামিটার গুলি নিয়ে তা এনালাইসিস করে নিউ উইভিং প্লান করা হয়।  এই স্যাম্পল আর পরে কাজে লাগে না একে ফেক্টরিতে লেফট অভারে দিয়ে দেয়া হয়। 

ফেক্টরির ডেভল্পমেন্ট,প্রি প্রডাকশন স্যাম্পলের সাথে এটা  ফেব্রিক টেস্ট স্যাম্পল ডাইং করা হয়। অনেকেই এটাকে টেস্ট স্যাম্পলের সাথে মিলিয়ে ফেলেন এর টেস্ট স্যাম্পলের চেয়ে আলাদা কারন টেস্ট স্যাম্পল করা হয় SGS, ITS, BV এর থার্ড পার্টি বায়ার টেস্টিং এর জন্য।  ফেব্রিক টেস্ট স্যাম্পল  করা হয় ইন হাইসে উইভিং বা প্লানিং ডিপার্টমেন্ট এর ইয়ার্ন বা ফেব্রিক টেস্টিং এর জন্য।


ফেব্রিক টেস্ট স্যাম্পল কি | Fabric Test Sample

ফেব্রিক টেস্ট স্যাম্পলঃ

ফেব্রিক টেস্ট স্যাম্পল হলো এটা স্যাম্পলের মতো প্রসেস করা হয় কিন্ত এর উদ্যেশ থাকে ভিন্ন কারন একে বানানো হয় ফেব্রিকের কোলালিটি টেস্ট এর জন্য। তাই একে ডিসাইজিং থেকে শুরু করে  স্কাওয়ারিং ব্লিচিং মার্সারাইজেশন ডাইং এবং ফিনিশ পর্যন্ত তার প্রতিটা প্যারামিটার ফলোয়াপ করা হয়

প্যারামিটার গুলি হচ্ছে :

১. এর গ্রে width কতো আছে।

২. ডিসাইজের এবজরবেন্সি কেমন।

৩.  ডিসাইজের ফেব্রিক এর সেলভেজ কুচকে যায় কিনা।

৪. ব্লিচ এর পর এর width কতো হয়েছে, ফরেইন ফাইবার আছে কিনা ।

৫. মার্সারাইজের  এর পর এর width কতো হয়েছে, ফরেইন ফাইবার আছে কিনা ।  এবজারবেন্সি কেমন।

৬. একে এনি কালার ডাইং করা হতে পারে বা অর্ডার সিটের কালার অনুযায়ী যে কোন কালার ডাইং করা হবে। ডাইং এর পর এর ডাইজ পিকাপ কেমন হয় বা ফরেইন ফাইবার আছে কিনা তা দেখা।

৭.  ফিনিশ এর পর এর width কেমন পাওয়া যায়।

৮. ফিনিশ এর পর এর GSM, Shrinking %, টিয়ার, টেনসাইল, পিলিং চেক করা হয়।

৯. গার্মেন্টস ওয়াসের পর এর সেড চেঞ্জ কেমন হয়, GSM কতো হয়, ফাইবার ডেমেজ হয় কিনা,  এপিয়ারেন্স কেমন হয় তা চেক করা হয়।

ফেক্টরি যখন নতুন অর্ডার আসে বা বায়ারের রিকয়ারমেন্ট কড়া হলে, বা বাইরের ফেক্টরিতে উইভিং নীটিং করা হলে, বা নতুন লটের সুতা আসলে তা থেকে ডিরেক্ট উইভিং না শুরু করে ২০-৫০ মিটার উইভিং করে তাকে ডাইং ফিনিশ করে তাদের প্যারামিটার গুলি নিয়ে তা এনালাইসিস করে নিউ উইভিং প্লান করা হয়।  এই স্যাম্পল আর পরে কাজে লাগে না একে ফেক্টরিতে লেফট অভারে দিয়ে দেয়া হয়। 

ফেক্টরির ডেভল্পমেন্ট,প্রি প্রডাকশন স্যাম্পলের সাথে এটা  ফেব্রিক টেস্ট স্যাম্পল ডাইং করা হয়। অনেকেই এটাকে টেস্ট স্যাম্পলের সাথে মিলিয়ে ফেলেন এর টেস্ট স্যাম্পলের চেয়ে আলাদা কারন টেস্ট স্যাম্পল করা হয় SGS, ITS, BV এর থার্ড পার্টি বায়ার টেস্টিং এর জন্য।  ফেব্রিক টেস্ট স্যাম্পল  করা হয় ইন হাইসে উইভিং বা প্লানিং ডিপার্টমেন্ট এর ইয়ার্ন বা ফেব্রিক টেস্টিং এর জন্য।


কোন মন্তব্য নেই: