Bogolanfini বা মাটি দিয়ে প্রিন্টিং - Textile Lab | Textile Learning Blog
Bogolanfini হল প্রাচীন প্রিন্টিং পদ্ধতি যা ফারমেন্টেড মাটি দিয়ে করা হয়

১. কাপড় প্রথমে বিশেষ ধরনের পাতা এবং গাছের কষ দ্বারা তৈরী এক টি তরলের মাঝে ডুবিয়ে রাখা হয়।(এই রঞ্জক একটি মোরড্যান্ট হিসাবে কাজ করে) এর পর কাপড় টি হলুদ বর্ন ধারন করে।

২. এখন-হলুদ কাপড় সূর্যের আলো তে শুকানো হয় এবং কাপড়টি ফারমেন্টেড কাদা দিয়ে ডিজাইন অনুযায়ী প্রিন্ট করা হয়।এই কাদা টি পূর্ববর্তী মৌসুমে পুকুর থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এক বছর ধরে এক টি পচন যোগ্য স্থানে রাখা হয় যাকে ফার্মেন্টেড মাটি বলে।
৩. কাপড় শুকিয়ে গেলে, গাঢ় কালো- কাদা ধূসর হয়ে যায় এবং কাপড়টি ধৌত করা হয়। এই প্রক্রিয়াটি অনেক বার পুনরাবৃত্তি করা হয় এবং প্রতিবার ধোয়ার সাথে সাথে, কাপড়ের কাদা-আঁকা এলাকাটি গাঢ় হয়ে যায়। হলুদ এলাকাসমূহ ব্লিচিং জাতীয় পদার্থ দিয়ে ডিজাইন করা হয় যা হলুদ রঙেকে বাদামী রং এ পরিনত করে।এক সপ্তাহের জন্য সূর্যের আলোতে শুকিয়ে কাপড়টি আবার হাল্কা ব্লিচিং করা হয়।এর পর ডিজাইনারের মনের মত করে প্রিন্টিং ফুটে উঠে।

মাটির প্রিন্টিং এর কিছু নমুনা দেয়া হল।



































Bogolanfini বা মাটি দিয়ে প্রিন্টিং

Bogolanfini হল প্রাচীন প্রিন্টিং পদ্ধতি যা ফারমেন্টেড মাটি দিয়ে করা হয়

১. কাপড় প্রথমে বিশেষ ধরনের পাতা এবং গাছের কষ দ্বারা তৈরী এক টি তরলের মাঝে ডুবিয়ে রাখা হয়।(এই রঞ্জক একটি মোরড্যান্ট হিসাবে কাজ করে) এর পর কাপড় টি হলুদ বর্ন ধারন করে।

২. এখন-হলুদ কাপড় সূর্যের আলো তে শুকানো হয় এবং কাপড়টি ফারমেন্টেড কাদা দিয়ে ডিজাইন অনুযায়ী প্রিন্ট করা হয়।এই কাদা টি পূর্ববর্তী মৌসুমে পুকুর থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এক বছর ধরে এক টি পচন যোগ্য স্থানে রাখা হয় যাকে ফার্মেন্টেড মাটি বলে।
৩. কাপড় শুকিয়ে গেলে, গাঢ় কালো- কাদা ধূসর হয়ে যায় এবং কাপড়টি ধৌত করা হয়। এই প্রক্রিয়াটি অনেক বার পুনরাবৃত্তি করা হয় এবং প্রতিবার ধোয়ার সাথে সাথে, কাপড়ের কাদা-আঁকা এলাকাটি গাঢ় হয়ে যায়। হলুদ এলাকাসমূহ ব্লিচিং জাতীয় পদার্থ দিয়ে ডিজাইন করা হয় যা হলুদ রঙেকে বাদামী রং এ পরিনত করে।এক সপ্তাহের জন্য সূর্যের আলোতে শুকিয়ে কাপড়টি আবার হাল্কা ব্লিচিং করা হয়।এর পর ডিজাইনারের মনের মত করে প্রিন্টিং ফুটে উঠে।

মাটির প্রিন্টিং এর কিছু নমুনা দেয়া হল।



































কোন মন্তব্য নেই: