কাজ গুলি টেক্সটাইল জবে আপনার মানুষিক দক্ষতা বাড়াবে - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল জবের আপনার মানুষিক দক্ষতা বৃদ্ধির জন্য আপনি কিছু কাজ করতে পারেন এটা অনেকটা এসাইমেন্ট বা প্রজেক্ট আকারে করতে পারেন। এটা করতে হবে আপনার পছন্দের ডিপার্টমেন্ট অনুযায়ী






আপনি যদি মার্চেন্ডাইজার হয় তবেঃ

ধরুন আপনি মার্চেন্ডাইজার,
হাতে এসেছে ৫০০০০ পিচের অর্ডার
এখন চিন্তা করুন ৫০০০০ পিচের জন্য
কঞ্জামাশন কি ভাবে বের করবেন?
কি ভাবে স্যাম্পল ডেভেলপমেন্ট করবেন! 
কি পরিমাণ ফেব্রিক লাগবে ?
ফেব্রিক কিভাবে বুকিং দিতে হয়
কি পরিমাণ ফেব্রিক ডাইং করানো লাগবে ?
কি ডাইং প্রোগ্রাম দিতে হয় ?
কি পরিমাণ একসোসোরিস লাগবে ?
একসোসোরিস কিভাবে বুকিং দিতে হয়
কি কি টেস্ট লাগবে ?
টেস্ট কি ভাবে করতে হবে
কিভাবে সুইং করানো যাবে
T&A কিভাবে বানাতে হবে
কি ভাবে LC দিতে হবে 

কিভাবো  সোর্সিং করতে হবে
এগুলির উপায় সব নেটে পাবেন সব গুলি ফর্মুলা পাবেন, আপনার প্রডাক্ট হবে নীট, ওভেন,স্যুয়েটার ।    মাঝে মাঝে এভাবে নিজে নিজে চিন্তা করে কিছু কাজ করুন এতে আপনাদের দক্ষতা বাড়বে।  জব করেলে শিখবেন এই ধ্যান ধারনা আমাদের বেরিয়ে আসতে হবে।







আপনি যদি ডাইং মেজর নিয়ে থাকেন এবং ওয়াসিং এ জব করতে ইচ্ছুক হন তবেঃ
ধরুন
আপনি ওয়াসিং এর ম্যানাজার
আপনার ফ্লোর ক্যাপাসিটি  ১ লক্ষ পিস
আপনাকে ৩ শিফট চালাতে হবে
পার শিফট ৫  হাজার পিস করে টার্গেট সেট করতে হবে।
আপনার জন্য ডাইং মেশিন এর প্লান
ফিনিশ মেশিন এর প্লান
ম্যান পাওয়ার প্লান
ডাইজ ক্যামিকেল কঞ্জামশন সোর্সিং
ম্যান পাওয়ার সেটিং
রিভিনিউ







আপনি যদি ডাইং মেজর নিয়ে থাকেন তবেঃ
ধরুন
আপনি ডাইং এর ম্যানাজার
আপনার ফ্লোর ক্যাপাসিটি ৩০ টন
আপনাকে ৩ শিফট চালাতে হবে
পার শিফট ১০ টন করে টার্গেট সেট করতে হবে।
আপনার জন্য ডাইং মেশিন এর প্লান
ফিনিশ মেশিন এর প্লান
ম্যান পাওয়ার প্লান
ডাইজ ক্যামিকেল কঞ্জামশন সোর্সিং
ম্যান পাওয়ার সেটিং
রিভিনিউ 





আপনি যদি ফেব্রিক মেজর নিয়ে থাকেন তবেঃ
ধরুন  আপনি নীটিং  ম্যানাজার আপনার হাতে
৫০ টন এর ওর্ডার ১০ টা বায়ার তাদের ১৫-২০ টা করে স্টাইল আবার প্রতিটা স্টাইলে ৪ টা করে কালার তাদের লিড টাইমের ডেলিভারি ডেইট ব্রেক ডাউন ক্যালকুলেশন করুন । আপনার মেশিন আছে ৫০টির মতো , কয়াটা সিংগেল জার্সি, ইন্টারলক, জ্যাকার্ড, রিব লাগবে ।  সলিড, ইয়ার্ন ডাইং, ফ্লিচ টেরি, জ্যাকার্ড ফেব্রিক বানাতে হবে।
কোন কোন মেশিন কার জন্য রাখবেন, কি পরিমাণ সুতা লাগবে ।  মেশিন RPM, প্রডাকশন ৩ শিফট এ চলবে, কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে চালাতে ।
  কি ভাবে কোন কাপড় আগে ডেলিভারি করবে ডাইং ব্যাচে এ দিবেন ।  স্যাম্পল করা, প্রডাকশন করা ডেলিভারি এর শিডিউল বানান এটা মোটেই সহজ কাজ নয়। কাগজে কলমে হিসেব করুন, ঘাম ছুটে যাবে ।



আপনি যদি ডাইং মেজর নিয়ে থাকেন তবেঃ

ধরুন , আপনি ওভেন  ডাইং এর ম্যানাজার
আপনার ফ্লোর ক্যাপাসিটি  ৭ লক্ষ মিটার, আপনাকে ৩ শিফট চালাতে হবে
পার শিফট ২৫  হাজার মিটার করে টার্গেট সেট করতে হবে।
আপনার জন্য ডাইং মেশিন এর প্লান
ফিনিশ মেশিন এর প্লান
ম্যান পাওয়ার প্লান

ডাইজ ক্যামিকেল কঞ্জামশন সোর্সিং
ম্যান পাওয়ার সেটিং
রিভিনিউ




আপনি যদি R&D তে জব করতে ইচ্ছুক হনঃ
আপনাকে ১০০-৩০০ স্যাম্পল ডেভেলপ করার প্রোগ্রাম নেয়া থেকে ফেব্রিক কালেকশন,  ডাইং ফিনিশ ডেলিভারি টু এপ্রুভাল নিতে হবে ।  সাথে আপনাকে ইয়ার্ন টেস্টিং করতে হবে। ট্রায়াল ব্যাচ করতে হবে, ইয়ার্ন টেস্টিং করতে হবে ১০০-২০০ লটের।


আপনি যদি ডাইং বা ফেব্রিক মেজর নিয়ে থাকেন তবেঃ
ধরুন
আপনি প্লানিং ম্যানাজার আপনার হাতে
৫০ টন এর ওর্ডার ১০ টা বায়ার তাদের ১৫-২০ টা করে স্টাইল আবার প্রতিটা স্টাইলে ৪ টা করে কালার তাদের লিড টাইমের ডেলিভারি ডেইট ব্রেক ডাউন ক্যালকুলেশন করুন ।  কি ভাবে কোন কাপড় আগে ডেলিভারি করবে গার্মেন্টস কাটিং এ দিবেন ।  স্যাম্পল করা, প্রডাকশন করা ডেলিভারি এর শিডিউল বানান এটা মোটেই সহজ কাজ নয়। কাগজে কলমে হিসেব করুন, ঘাম ছুটে যাবে ।


যদিও এটা মোটেই সহজ কাজ নয় তারপরো আপনাদের মানুষিক চাপ, দক্ষতা, ম্যানেজেরিয়াল স্কিল টেস্ট করার জন্য এটা করা উচিৎ, ১০০% একচুয়াল না হলেও আপনি আপনার নিজের জন্য প্লান সাজাতে পারেন যা আপনার ফিউচারের জন্য কাজে লাগবে ।

কাজ গুলি টেক্সটাইল জবে আপনার মানুষিক দক্ষতা বাড়াবে

টেক্সটাইল জবের আপনার মানুষিক দক্ষতা বৃদ্ধির জন্য আপনি কিছু কাজ করতে পারেন এটা অনেকটা এসাইমেন্ট বা প্রজেক্ট আকারে করতে পারেন। এটা করতে হবে আপনার পছন্দের ডিপার্টমেন্ট অনুযায়ী






আপনি যদি মার্চেন্ডাইজার হয় তবেঃ

ধরুন আপনি মার্চেন্ডাইজার,
হাতে এসেছে ৫০০০০ পিচের অর্ডার
এখন চিন্তা করুন ৫০০০০ পিচের জন্য
কঞ্জামাশন কি ভাবে বের করবেন?
কি ভাবে স্যাম্পল ডেভেলপমেন্ট করবেন! 
কি পরিমাণ ফেব্রিক লাগবে ?
ফেব্রিক কিভাবে বুকিং দিতে হয়
কি পরিমাণ ফেব্রিক ডাইং করানো লাগবে ?
কি ডাইং প্রোগ্রাম দিতে হয় ?
কি পরিমাণ একসোসোরিস লাগবে ?
একসোসোরিস কিভাবে বুকিং দিতে হয়
কি কি টেস্ট লাগবে ?
টেস্ট কি ভাবে করতে হবে
কিভাবে সুইং করানো যাবে
T&A কিভাবে বানাতে হবে
কি ভাবে LC দিতে হবে 

কিভাবো  সোর্সিং করতে হবে
এগুলির উপায় সব নেটে পাবেন সব গুলি ফর্মুলা পাবেন, আপনার প্রডাক্ট হবে নীট, ওভেন,স্যুয়েটার ।    মাঝে মাঝে এভাবে নিজে নিজে চিন্তা করে কিছু কাজ করুন এতে আপনাদের দক্ষতা বাড়বে।  জব করেলে শিখবেন এই ধ্যান ধারনা আমাদের বেরিয়ে আসতে হবে।







আপনি যদি ডাইং মেজর নিয়ে থাকেন এবং ওয়াসিং এ জব করতে ইচ্ছুক হন তবেঃ
ধরুন
আপনি ওয়াসিং এর ম্যানাজার
আপনার ফ্লোর ক্যাপাসিটি  ১ লক্ষ পিস
আপনাকে ৩ শিফট চালাতে হবে
পার শিফট ৫  হাজার পিস করে টার্গেট সেট করতে হবে।
আপনার জন্য ডাইং মেশিন এর প্লান
ফিনিশ মেশিন এর প্লান
ম্যান পাওয়ার প্লান
ডাইজ ক্যামিকেল কঞ্জামশন সোর্সিং
ম্যান পাওয়ার সেটিং
রিভিনিউ







আপনি যদি ডাইং মেজর নিয়ে থাকেন তবেঃ
ধরুন
আপনি ডাইং এর ম্যানাজার
আপনার ফ্লোর ক্যাপাসিটি ৩০ টন
আপনাকে ৩ শিফট চালাতে হবে
পার শিফট ১০ টন করে টার্গেট সেট করতে হবে।
আপনার জন্য ডাইং মেশিন এর প্লান
ফিনিশ মেশিন এর প্লান
ম্যান পাওয়ার প্লান
ডাইজ ক্যামিকেল কঞ্জামশন সোর্সিং
ম্যান পাওয়ার সেটিং
রিভিনিউ 





আপনি যদি ফেব্রিক মেজর নিয়ে থাকেন তবেঃ
ধরুন  আপনি নীটিং  ম্যানাজার আপনার হাতে
৫০ টন এর ওর্ডার ১০ টা বায়ার তাদের ১৫-২০ টা করে স্টাইল আবার প্রতিটা স্টাইলে ৪ টা করে কালার তাদের লিড টাইমের ডেলিভারি ডেইট ব্রেক ডাউন ক্যালকুলেশন করুন । আপনার মেশিন আছে ৫০টির মতো , কয়াটা সিংগেল জার্সি, ইন্টারলক, জ্যাকার্ড, রিব লাগবে ।  সলিড, ইয়ার্ন ডাইং, ফ্লিচ টেরি, জ্যাকার্ড ফেব্রিক বানাতে হবে।
কোন কোন মেশিন কার জন্য রাখবেন, কি পরিমাণ সুতা লাগবে ।  মেশিন RPM, প্রডাকশন ৩ শিফট এ চলবে, কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে চালাতে ।
  কি ভাবে কোন কাপড় আগে ডেলিভারি করবে ডাইং ব্যাচে এ দিবেন ।  স্যাম্পল করা, প্রডাকশন করা ডেলিভারি এর শিডিউল বানান এটা মোটেই সহজ কাজ নয়। কাগজে কলমে হিসেব করুন, ঘাম ছুটে যাবে ।



আপনি যদি ডাইং মেজর নিয়ে থাকেন তবেঃ

ধরুন , আপনি ওভেন  ডাইং এর ম্যানাজার
আপনার ফ্লোর ক্যাপাসিটি  ৭ লক্ষ মিটার, আপনাকে ৩ শিফট চালাতে হবে
পার শিফট ২৫  হাজার মিটার করে টার্গেট সেট করতে হবে।
আপনার জন্য ডাইং মেশিন এর প্লান
ফিনিশ মেশিন এর প্লান
ম্যান পাওয়ার প্লান

ডাইজ ক্যামিকেল কঞ্জামশন সোর্সিং
ম্যান পাওয়ার সেটিং
রিভিনিউ




আপনি যদি R&D তে জব করতে ইচ্ছুক হনঃ
আপনাকে ১০০-৩০০ স্যাম্পল ডেভেলপ করার প্রোগ্রাম নেয়া থেকে ফেব্রিক কালেকশন,  ডাইং ফিনিশ ডেলিভারি টু এপ্রুভাল নিতে হবে ।  সাথে আপনাকে ইয়ার্ন টেস্টিং করতে হবে। ট্রায়াল ব্যাচ করতে হবে, ইয়ার্ন টেস্টিং করতে হবে ১০০-২০০ লটের।


আপনি যদি ডাইং বা ফেব্রিক মেজর নিয়ে থাকেন তবেঃ
ধরুন
আপনি প্লানিং ম্যানাজার আপনার হাতে
৫০ টন এর ওর্ডার ১০ টা বায়ার তাদের ১৫-২০ টা করে স্টাইল আবার প্রতিটা স্টাইলে ৪ টা করে কালার তাদের লিড টাইমের ডেলিভারি ডেইট ব্রেক ডাউন ক্যালকুলেশন করুন ।  কি ভাবে কোন কাপড় আগে ডেলিভারি করবে গার্মেন্টস কাটিং এ দিবেন ।  স্যাম্পল করা, প্রডাকশন করা ডেলিভারি এর শিডিউল বানান এটা মোটেই সহজ কাজ নয়। কাগজে কলমে হিসেব করুন, ঘাম ছুটে যাবে ।


যদিও এটা মোটেই সহজ কাজ নয় তারপরো আপনাদের মানুষিক চাপ, দক্ষতা, ম্যানেজেরিয়াল স্কিল টেস্ট করার জন্য এটা করা উচিৎ, ১০০% একচুয়াল না হলেও আপনি আপনার নিজের জন্য প্লান সাজাতে পারেন যা আপনার ফিউচারের জন্য কাজে লাগবে ।

কোন মন্তব্য নেই: