টেক্সটাইল ল্যাব ব্লগ :
যারা টেক্সটাইল ব্লগ পড়েন বা টেক্সটাইল নিয়ে সেল্ফ স্টাডি করতে ইচ্ছুক তাদের জন্য একটি আদর্শ ব্লগ হচ্ছে "টেক্সটাইল ল্যাব " এটা গতানুগতিক ল্যাব এর সাথে এর সম্পর্ক নেই ল্যাব হচ্ছে এমন একটি যায়গা যেখানে টেক্সটাইল নিয়ে গবেষনা করা হয় । টেক্সটাইল এই ব্লগের কাজ অনেকটাই তাই এখানে টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির প্রসেস এর এনালাইসিস দেয়া হয়।
টেক্সটাইল ল্যাব বাংলাদেশের সব থেকে বড় টেক্সটাইল টেকনোলোজি এবং ইঞ্জিনিয়ারিং ভিত্তিক বাংলা ব্লগ । চমৎকার ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস । টেক্সটাইল টেকনোলোজি এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলোজি ভিত্তিক ববাস্তব অভিজ্ঞতা সম্বৃদ্ধ নানা বিষয়ের লেখা এখানে পাবেন। যেমন ডাইং, ফিনিশিং,জব, মার্চেন্টাইজিং, টিপস, ইন্টার্নিশিপ টিপস, ফেব্রিক, স্পিনিং, গার্মেন্টস, IE, ইন্সপেকশন, প্রিন্টিং, বিজনেস আইডিয়া, হায়ার স্টাডি ইনফো, বেসিক টেক্সটাইল, টেস্টিং আরো অনেক বিষয়ের লেখা পাবেন ।
আপনি ও হতে পারেন এই ব্লগের লেখক, এর জন্য আপনার লেখা গুলি মেইল করতে পারে এই ঠিকানায় mazadulhasan@yahoo.com ।গেস্ট হিসেবে অনেকেই লিখছে এখানে চমৎকার বাংলা ব্লগ এটি। ঘুরে আসুন।
ভাষাঃ
ব্লগটির প্রচলিত ভাষা ইংলিশ না করে বাংলায় করা হয়েছে এর মুল কারন হচ্ছে আমাদের টেক্সটাইল স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা, ভকেশনাল স্টুডেন্ট যাদের জন্য বাংলা ভাষায় টেক্সটাইল শেখাটা অনেক সহজ। তাদের কথা ভেবেই এর ভাষা চয়েস এর ক্ষত্রে বাংলা বা আমাদের মাতৃ ভাষাকে প্রাধান্য দেয়া হয়েছে।
ব্লগটির প্রচলিত ভাষা ইংলিশ না করে বাংলায় করা হয়েছে এর মুল কারন হচ্ছে আমাদের টেক্সটাইল স্টুডেন্ট আছে যারা ডিপ্লোমা, ভকেশনাল স্টুডেন্ট যাদের জন্য বাংলা ভাষায় টেক্সটাইল শেখাটা অনেক সহজ। তাদের কথা ভেবেই এর ভাষা চয়েস এর ক্ষত্রে বাংলা বা আমাদের মাতৃ ভাষাকে প্রাধান্য দেয়া হয়েছে।
কাদের কাজে লাগবে ব্লগটি ?
টেক্সটাইল এর ব্লগটির বেশির ভাগ লেখা টেক্সটাইল এর বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা তাই যারা জব করছে তারা বিশেষ করে এই ব্লগ থেকে উপকার পাবেন।
১. ভোকেশনাল স্টুডেন্ট
২.টিচার
৩. ডিপ্লোমা
৪.BSc
৫. ইন্টার্ন স্টুডেন্ট
৬. ফ্রেশার ইঞ্জিনিয়ার
৭. নন টেক পার্সন
ব্লগের বিশেষ দিক ?
এখানে ফেক্টরির কাজ গুলি তুলে ধরা ছাড়াও এই কাজের পেছনে থাকা টেক্সটাইল সাইন্স কে সমন্নয় করা হয়েছে। তাই যারা নন টেক আছেন তাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না।
মিশনঃ
টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির সাথে টেক্সটাইল একাডেমীক গ্যাপ গুলি দূর করা, যাতে একজন টেক্সটাইল স্টুডেন্ট কে নতুন কে ফেক্টরিতে ট্রেইন করা না লাগে ।
ভিশনঃ
বাংলাদেশী টেক্সটাইল স্টুডেন্টরা টেক্সটাইল জবে যাবার আগেই টেক্সটাইল এর প্রেক্টিকেল প্রসেস গুলি জানতে পারবে।
ফিউচার গোলঃ
টেক্সটাইল ডাইং বেইজড হয়ে ব্লগটির যাত্রা টেক্সটাইল এর অন্য ডিপার্টমেন্ট গুলিও এতে অন্তর্ভুক্তির চেষ্টা করা হবে। এতে এই ব্লগটি একটি আদর্শ ব্লগে পরিনত হবে।
চেস্টা করছিলাম এমন কিছু করার যাতে আমাদের পরবর্তি জেনারেশন এর সমস্যা না হয়, তখন মনে হলো কেনো আমি আমার জব সেক্টরের অর্জিত অভিজ্ঞতা গুলি কেনো শেয়ার করি না !!! এর জন্য কন্সেপ্ট এ বাংলায় ফেক্টরির প্রতিনিয়ত করা কাজ, প্রসেস আর ফেক্টরি ভিত্তিক পরামর্শ গুলি লেখা শুরু করেছি।
ওয়েবপেইজ: www.textilelab.blogspot.com
স্যোশাল মিডিয়া পেইজ: Textile Lab বাংলা ব্লগ
লেখার ক্যাটাগরি এবং ক্যাটাগরি অনুযায়ী পোস্ট এর সংখা :
Dyeing (413টা)
job (95টা)
Finishing (253টা)
Fabrics (67টা)
Tips (64টা)
garments (61টা)
টেক্সটাইল বেসিক (60টা)
Spinning (33)
Merchandising (32 টা )
Viba (31টা)
Factory (23টা)
Printing (19টা)
Higher Study (14টা)
বিজনেস (14টা)
Testing (12টা)
IE (10টা)
ইন্টার্নিশিপ টিপস (10টা)
Inspection (7টা)
Marchandising (6টা)
আসুন জেনে নেই টেক্সটাইলের কি কি বিষয় থাকছে ক্যাটাগরি গুলিতে :
Dyeing = এতে থাকছে ফেক্টরির ফ্লোরের প্রসেস এবং হাতে কলমে কাজ গুলি ব্যাখ্যা
job = এই ক্যাটাগরিতে পাবেন টেক্সটাইল জব এর জন্য বিভিন্ন পরামর্শ
Finishing = এতে থাকছে ফেক্টরির ফিনিশ প্রসেস এবং হাতে কলমে কাজ গুলি ব্যাখ্যা
Fabrics = এতে থাকছে ফেক্টরির নীট ওভেন প্রসেস, প্রডাকশন টিপস এবং হাতে কলমে কাজ গুলি ব্যাখ্যা
Tips = এতে থাকছে ফেক্টরির হাতে কলমে কাজ গুলি ব্যাখ্যা যা অভিজ্ঞতালব্ধ।
garments = এতে থাকছে গার্মেন্টসের প্রসেস এবং হাতে কলমে কাজ গুলি ব্যাখ্যা
টেক্সটাইল বেসিক = এতে থাকছে টেক্সটাইল এর জানা অজানা কিছু থিউরি, লাইফ স্টোরি ইত্যাদি
Spinning = এতে থাকছে স্পিনিং সম্পর্কিত কিছু উপাত্য এবং টিপস
Merchandising = এতে থাকছে মার্চেন্ডাইজিং সম্পর্কিত কিছু উপাত্য এবং টিপস
Viba = এতে থাকছে টেক্সটাইল এর বিভিন্ন ডিপার্টমেন্ট এর উপর ভাইবার প্রশ্ন এবং উত্তর
Factory = এতে থাকছে ফেক্টরির পরিচয়, সুবিধা অসুবিধা শহ নানান পোষ্ট
Printing = এতে থাকছে অল ওভার প্রিন্ট এর প্রসেস রেসিপি এবং তাদের বর্ণনা
হায়ার স্টডি = এতে থাকছে টেক্সটাইল স্টুডেন্টদের জন্য হায়ার স্টডি টিপস
বিজনেস = এতে থাকছে টেক্সটাইল বিজনেস যারা করতে ইচ্ছুক তাদের জন্য কিছু আইডিয়া
Testing = এতে থাকছে টেক্সটাইল টেস্টিং এবং তাদের বর্ননা।
IE = এতে থাকছে IE এর প্রসেস মেথড
ইন্টার্নিশিপ টিপস = এতে থাকছে টেক্সটাইল স্টুডেন্ট দের জন্য ইন্টার্নিশিপ গাইডলাইন এবং টিপস
Inspection = এতে থাকছে ফেব্রিক ইন্সপেকশন এর নানা টিপস
বাংলা টেক্সটাইল লার্নিং সাইট Textile Lab নামে এপসটিও ডাউনলোড করে নিতে পারেন :
1 টি মন্তব্য:
সুন্দর একটি বাংলা ব্লগ। অনেক ইনফরমেটিভ এবং উপকারী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দেয়ার জন্য। আরও ভালো ভালো লেখা আপনার কাছ থেকে আশা করছি। ভালো থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন