Knit Dyeing Job সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
নীট ডায়িং জব সম্পর্কিত কিছু তথ্যঃ



বেতনসীমা :১২০০০ থেকে ৫,৫০,০০০

প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট প্রোডাকশন অফিসার (টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য)

প্রারম্ভিক বেতন : ১২,০০০ থেকে ১৫,০০০

শিক্ষানবিস কাল : ৬ মাস

ম্যানেজার হতে সময় লাগে : ৬/৭ বছর

সর্বোচ্চ পোস্ট : সিইও/সিওও

সর্বোচ্চ বেতন : ৫,৫০,০০০ ( নির্ভর করে ফেক্টরির উপর )

চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক বেশি ।  নীট ডাইং এর এভেইললেবল ফেক্টরি আছে , ইয়ার্ন ডাইং দ্রুত ডেভেলপ করছে,  ওভেন ডাইং কিছুটা স্লো।


নিজেকে মেলে ধরার সুযোগ : আপনার কাজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে ৷ যত বেশী পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন ৷

কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : দক্ষতার সাথে কাজ করতে পারলে সহজেই কর্তৃপক্ষের নজরে আসা যায় কারন ডায়িং হচ্ছে ফ্যাক্টরীর সবচেয়ে লাভজনক ডিপার্টমেন্ট ৷

কাজের স্বীকৃতি : যেহেতু এই ডিপার্টমেন্টে একই সাথে অনেকজন কাজ করে সেহেতু এখানে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে ৷ আর প্রতিযোগিতায় আপনি যদি আপনার ভালো শক্ত অবস্থান ধরে রাখতে পারেন তবে অবশ্যই কাজের স্বীকৃতি পাবেন, আর সেটা পাবেন প্রমোশন এবং মোটা ইনক্রিমেন্ট এর মাধ্যমে ৷

চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী কম, প্রতিযোগিতা অনেক অনেক বেশী ৷  গভমেন্ট ইন্সটিটিউশন এর ইঞ্জিনিয়ার গন প্রায়োরিটি পান।

অফিসিয়াল কাজ : ৩০ %

হাতে কলমে কাজ : ৫০ %

ম্যানেজারিয়াল কাজ : ২০ %

(পোস্ট অনুসারে কাজের তারতম্য হবে)


কর্মক্ষেত্রঃ নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম এবং ইপিজেড সমুহে ৷

কাজের স্বাধীনতা : যেহেতু ডায়িংয়ে টিমওয়ার্কে কাজ করতে হয় এবং কাজটা পদ্ধতিগত তাই এখানে স্বাধীনতা কম ৷ যত বড় পোস্ট তত মাথা কাটাতে হয় ৷

কাজের চাপ : তুলনামূলক অনেক বেশী, সারাক্ষন সতর্ক থাকা লাগে। কারন আপনার ভুল ডিসিশনে অনেক বড় ক্ষতি হতে পারে কোম্পানির।

কাজের ঝুঁকি : যেহেতু ডায়িং এর কাজ শেড নিয়ে তাই অনেক বেশী সতর্ক থাকতে হয় ,কারণ আপনার ভুলে একটা ব্যাচ ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে ৷

কাজের জবাবদিহীতা : জবাবদিহিতা সব কাজেই থাকে তবে সবসময় সতর্ক থাকলে জবাবদিহিতার দরকার খুব কম পরে৷  ফ্যাক্টরিভেদে জবাবদিহিতার ধরন ভিন্ন রকম হয় ৷


কাজের সময়কাল : ১০ থেকে ১২ ঘন্টা ৷ প্রোডাকশন অফিসার থেকে এসিসট্যান্ট ম্যানেজার/ম্যানেজারদের শিফটিং ডিউটি করতে হয় ৷

কাজের গুরুত্ব : অনেক বেশি,  কারন ডায়িং ডিপার্টমেন্ট হচ্ছে ফ্যাক্টরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ৷ সামান্য ভুলের জন্য টনের টন ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে ৷

প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : অনেক ৷

কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : যেহেতু প্রোডাকশন ফ্লোর এবং অনেকের সাথে কাজ করতে হয় তাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় এবং নিজের ওয়েট বজায় রেখে ফ্লোরে চলতে হয় ৷ আপনি যত কাজ করাতে পারবেন বসরা ততই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ৷

কর্মক্ষেত্রে বাধা : ডায়িং এ প্রধান বাধা হচ্ছে হাই টেম্পারেচার ফ্লোর ৷ বেশীরভাগ ডায়িংই স্টিলের বিল্ডিং বা বিল্ডিংয়ের নীচ তলায় হয় বিধায় নরমাল টেম্পারেচার থেকে ২/৩ ডিগ্রী সেলসিয়াস বেশী হয় ৷ যদিও পরে সবাই অভ্যস্থ হয়ে যায় ৷

ওয়ার্কার, অপারেটররা বেশীরভাগই শিক্ষিত কম হয় তাই তাদের কে কন্ট্রোল করতে না পারাও আপনার জন্য বাধা হতে পারে যদি না আপনি দক্ষতার সাথে পরিচালনা না করতে পারেন ৷ বসের গালি ডায়িংয়ের কমন বিষয়, সো গালি খেয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না ৷

কর্মক্ষেত্রে মূল্যায়নঃ তুলনামূলক ভাবে অন্য যেকোন ডিপার্টমেন্ট থেকে ডায়িং প্রোডাকশন অফিসার, ম্যানেজার, জিএমদের মূল্যয়ন বেশী করা হয় ৷ এক হচ্ছে তারা বেশীরভাগই রেপুটেড ইউনিভার্সিটির ছাত্র আর ডায়িং হচ্ছে সবচেয়ে গুরূত্বপূর্ণ ডিপার্টমেন্ট ৷ তাই ফ্যাক্টরীর ভেতরে বা বাইরে সব জায়গায় তাদের মূল্যায়ন বেশী ৷

সামাজিক মূল্যায়ন : যেহেতু ডায়িংয়ে স্যালারী হ্যান্ডসাম হয় তাই সামাজিক মূল্যায়নটাও ভালো পাওয়া যায় ৷ আমি যে ফ্যাক্টরীতে চাকরী করি সে ফ্যাক্টরীতে আমার বসের বয়স ৩৫, পোস্ট- জিএম, বেতন: ২৮০০০০± সাথে দামী গাড়ি ৷ এবার বুঝেন মূল্যায়নটা কার বেশী থাকবে ৷

সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না, কাজের প্রেশার দায়বদ্ধতা অনেক ৷

অস্তিত্বের গর্ববোধ : নিজেকে ইন্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়া এবং সবচেয়ে ডিমান্ডিং ডিপার্টমেন্টে জব করাটাই গর্বের, সাথে ফেক্টরির ক্ষমতাধর এম্পলয়ীদের মাঝে এরা প্রথম সারির এম্পলী।


Knit Dyeing Job সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুন

নীট ডায়িং জব সম্পর্কিত কিছু তথ্যঃ



বেতনসীমা :১২০০০ থেকে ৫,৫০,০০০

প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট প্রোডাকশন অফিসার (টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য)

প্রারম্ভিক বেতন : ১২,০০০ থেকে ১৫,০০০

শিক্ষানবিস কাল : ৬ মাস

ম্যানেজার হতে সময় লাগে : ৬/৭ বছর

সর্বোচ্চ পোস্ট : সিইও/সিওও

সর্বোচ্চ বেতন : ৫,৫০,০০০ ( নির্ভর করে ফেক্টরির উপর )

চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক বেশি ।  নীট ডাইং এর এভেইললেবল ফেক্টরি আছে , ইয়ার্ন ডাইং দ্রুত ডেভেলপ করছে,  ওভেন ডাইং কিছুটা স্লো।


নিজেকে মেলে ধরার সুযোগ : আপনার কাজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে ৷ যত বেশী পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি উপরে উঠতে পারবেন ৷

কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : দক্ষতার সাথে কাজ করতে পারলে সহজেই কর্তৃপক্ষের নজরে আসা যায় কারন ডায়িং হচ্ছে ফ্যাক্টরীর সবচেয়ে লাভজনক ডিপার্টমেন্ট ৷

কাজের স্বীকৃতি : যেহেতু এই ডিপার্টমেন্টে একই সাথে অনেকজন কাজ করে সেহেতু এখানে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হবে ৷ আর প্রতিযোগিতায় আপনি যদি আপনার ভালো শক্ত অবস্থান ধরে রাখতে পারেন তবে অবশ্যই কাজের স্বীকৃতি পাবেন, আর সেটা পাবেন প্রমোশন এবং মোটা ইনক্রিমেন্ট এর মাধ্যমে ৷

চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী কম, প্রতিযোগিতা অনেক অনেক বেশী ৷  গভমেন্ট ইন্সটিটিউশন এর ইঞ্জিনিয়ার গন প্রায়োরিটি পান।

অফিসিয়াল কাজ : ৩০ %

হাতে কলমে কাজ : ৫০ %

ম্যানেজারিয়াল কাজ : ২০ %

(পোস্ট অনুসারে কাজের তারতম্য হবে)


কর্মক্ষেত্রঃ নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম এবং ইপিজেড সমুহে ৷

কাজের স্বাধীনতা : যেহেতু ডায়িংয়ে টিমওয়ার্কে কাজ করতে হয় এবং কাজটা পদ্ধতিগত তাই এখানে স্বাধীনতা কম ৷ যত বড় পোস্ট তত মাথা কাটাতে হয় ৷

কাজের চাপ : তুলনামূলক অনেক বেশী, সারাক্ষন সতর্ক থাকা লাগে। কারন আপনার ভুল ডিসিশনে অনেক বড় ক্ষতি হতে পারে কোম্পানির।

কাজের ঝুঁকি : যেহেতু ডায়িং এর কাজ শেড নিয়ে তাই অনেক বেশী সতর্ক থাকতে হয় ,কারণ আপনার ভুলে একটা ব্যাচ ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে ৷

কাজের জবাবদিহীতা : জবাবদিহিতা সব কাজেই থাকে তবে সবসময় সতর্ক থাকলে জবাবদিহিতার দরকার খুব কম পরে৷  ফ্যাক্টরিভেদে জবাবদিহিতার ধরন ভিন্ন রকম হয় ৷


কাজের সময়কাল : ১০ থেকে ১২ ঘন্টা ৷ প্রোডাকশন অফিসার থেকে এসিসট্যান্ট ম্যানেজার/ম্যানেজারদের শিফটিং ডিউটি করতে হয় ৷

কাজের গুরুত্ব : অনেক বেশি,  কারন ডায়িং ডিপার্টমেন্ট হচ্ছে ফ্যাক্টরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ৷ সামান্য ভুলের জন্য টনের টন ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে ৷

প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : অনেক ৷

কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : যেহেতু প্রোডাকশন ফ্লোর এবং অনেকের সাথে কাজ করতে হয় তাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় এবং নিজের ওয়েট বজায় রেখে ফ্লোরে চলতে হয় ৷ আপনি যত কাজ করাতে পারবেন বসরা ততই আপনার প্রতি সন্তুষ্ট থাকবে ৷

কর্মক্ষেত্রে বাধা : ডায়িং এ প্রধান বাধা হচ্ছে হাই টেম্পারেচার ফ্লোর ৷ বেশীরভাগ ডায়িংই স্টিলের বিল্ডিং বা বিল্ডিংয়ের নীচ তলায় হয় বিধায় নরমাল টেম্পারেচার থেকে ২/৩ ডিগ্রী সেলসিয়াস বেশী হয় ৷ যদিও পরে সবাই অভ্যস্থ হয়ে যায় ৷

ওয়ার্কার, অপারেটররা বেশীরভাগই শিক্ষিত কম হয় তাই তাদের কে কন্ট্রোল করতে না পারাও আপনার জন্য বাধা হতে পারে যদি না আপনি দক্ষতার সাথে পরিচালনা না করতে পারেন ৷ বসের গালি ডায়িংয়ের কমন বিষয়, সো গালি খেয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না ৷

কর্মক্ষেত্রে মূল্যায়নঃ তুলনামূলক ভাবে অন্য যেকোন ডিপার্টমেন্ট থেকে ডায়িং প্রোডাকশন অফিসার, ম্যানেজার, জিএমদের মূল্যয়ন বেশী করা হয় ৷ এক হচ্ছে তারা বেশীরভাগই রেপুটেড ইউনিভার্সিটির ছাত্র আর ডায়িং হচ্ছে সবচেয়ে গুরূত্বপূর্ণ ডিপার্টমেন্ট ৷ তাই ফ্যাক্টরীর ভেতরে বা বাইরে সব জায়গায় তাদের মূল্যায়ন বেশী ৷

সামাজিক মূল্যায়ন : যেহেতু ডায়িংয়ে স্যালারী হ্যান্ডসাম হয় তাই সামাজিক মূল্যায়নটাও ভালো পাওয়া যায় ৷ আমি যে ফ্যাক্টরীতে চাকরী করি সে ফ্যাক্টরীতে আমার বসের বয়স ৩৫, পোস্ট- জিএম, বেতন: ২৮০০০০± সাথে দামী গাড়ি ৷ এবার বুঝেন মূল্যায়নটা কার বেশী থাকবে ৷

সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না, কাজের প্রেশার দায়বদ্ধতা অনেক ৷

অস্তিত্বের গর্ববোধ : নিজেকে ইন্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়া এবং সবচেয়ে ডিমান্ডিং ডিপার্টমেন্টে জব করাটাই গর্বের, সাথে ফেক্টরির ক্ষমতাধর এম্পলয়ীদের মাঝে এরা প্রথম সারির এম্পলী।


1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

Upore sir chara officer pode chakri hay na,halew ta teke na.experience er mullayon kom.