Textile স্টুডেন্টদের Google Drive এর ব্যাবহার - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল একটা জ্ঞনের সমুদ্র আপনি একই ডিপার্টমেন্টে ২০ বছর জব করলেও তারপরো দেখবেন অনেক কিছু বাদ আছে । টেক্সটাইল জবে কাজের ক্ষত্রে শিখতে লজ্জা না । ফ্লোরের একটা হেল্পার টু অফিসার টু জিএমদের পর্যন্ত আপনি শিখতে পারেন । কারো কাছে পলিসি, কারো কাছে টেকনোলজি কারো কাছে প্রসেস ।



টেক্সটাইল শিখার ক্ষত্রে একটু ভিন্নতা দেখেছি আমার সিনিয়র মাহফুজ ভাইয়ের কাছে । ভাইয়ের একটা দিক ছিলো উনি কোন কিছুর জন্য গুগুল ড্রাইভ মেইন্টেন করতেন । তার ড্রাইভে সব সেইভ করা থাকতো । প্রতিটি ফোল্ডারের আলাদা করে নাম ছিলো যাতে পিডিএফ, ডক ফাইল পিক সুন্দর করে সাজানো থাকতো ।


কেও কিছু জানতে চাইলএ উনি চট করে বের করে ফেলতেন । ডাইং এর ভেতর সাব অনেক ফোল্ডার থাকতো বিভিন্ন সেকশন ডিপার্টমেন্ট অনুযায়ী ।


স্টুডেন্ট লাইফ শেষ করে আসলে আমরা অনেকে ডকুমেন্টস গুলি হারিয়ে ফেলি কিন্ত জব লাইফে সে গুলির দ্রকার স্টুডেন্ট লাইফের চেয়ে বেশি দরকার হয় । তার উপর অনেক অফিশিয়াল ডকুমেন্টস গুলি আমরা পাই যে গুলি আমরা চাইলে সাজিয়ে রেখে দিতে পারি। এটা অনলাইন স্টোরেজ ডিভাইস এটা হারানোর ভয় নেই ।

যখন আপনার যা ডাটা লাগছে আপনি এর ওর কাছে খোজা খাগছে না । এমনকি আপনার সিভি এসাইনমেন্ট ও যাদি লাগে অন্যের কাছে হাত পাতা লাগে না।

আপনাদের যেটা করনীয় স্টুডেন্ট লাইফে যাদের পিসি আছে আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী ফ্লোল্ডার সাজান । এখানে ফাইবার টু ফেব্রিক টু গার্মেন্টস টু মার্চেন্ডাইজিং সব বিষয়ে আপনি ফ্লোল্ডার বানান । সেখানে ভিডিও বাদে আপনার প্রেজেন্টেশন, ডকুমেন্ট ফাইল, পিক সব গুলি আপনি আপলোড করে রাখুন । আপনার সিভির জন্য কাভার লেটারের জন্য, ভাইবার ডকুমেন্টসের আলাদা একটা ফোল্ডার রাখুন ।

এই ড্রাইভে আপনি ১৫ জিবির মতো রাখতে পারবেন । তবে দেখে দেখে ডকুমেন্টস আপলোড দিন আজে বাজে ডকুমেন্টস দিয়ে স্পেস লোড করা যাবে না ।

আপনি জবের অনেক ডকুমেন্টস নথী আপনাকে সেইভ করতে হবে । এর জন্য অফিশিয়াল আলাদা ফোল্ডার করে রাখুন ।

এটা আপনার অনলাইন লাইব্রেরী । কার আছে কার নাই এটা ভাবার সুযোগ নেই । আপিনার যখন যে কোন মুহুর্তে লাগতে পারে । তখন কারো কাছে হাত পাততে পারবেন না । আর পিসির কানেকটিভিটি না থাকার কারনে অনেকে ডাটা গুলি হারিয়ে ফেলেন ।

এটা আমাদের কর্মক্ষত্রের অভিজ্ঞতা থেকে বলছি যারা জুনিয়র আছে তারা এভাবে আপনার প্রস্তুতি নিয়ে রাখেন ।



অভিজ্ঞতা ২ঃ

আপনারা জানেন অফিসে জব করলে আপনি কম্পিউটারে ফ্লাশ ড্রাইভ ঢুকাতে এবং ডাটা কপি করা রেস্ট্রিকটেড যাকে অনেক যায়গায় । কিন্ত আপনার জব করতে অনেক অফিশিয়াল ফরম্যাট আপনার প্রয়োজন হতে পারে । তখন কি করে আপনি কালেক্ট করবেন ???


আপনি ইমেইল এ পাঠাতে পাঠাতে বিরক্ত হয়ে যাবেন । বেটার অপশন হয় আপনার আইডি দিয়ে গুগলে ড্রাইভে লগ ইন করে । সব এর ভেতরে ড্রপ করে রাখুন । এটা অটো আপলোড হবে ।


প্রায় ১৫ জিবি ডাটা নিয়ে আসা হয়েছে কোন সমস্যা হয়নি । তবে প্রাইভেট ডাটা অবশ্যই না আনা বাঞ্চনীয় আর এটা সবার পিসিতে থাকে না অবশ্য । সাধারণত ফরম্যাট, টেকনিক্যাল ডাটা, ম্যানুয়াল এগুলি সবার নিতে চায় ।


মাজেদুল হাসান শিশির

Textile স্টুডেন্টদের Google Drive এর ব্যাবহার

টেক্সটাইল একটা জ্ঞনের সমুদ্র আপনি একই ডিপার্টমেন্টে ২০ বছর জব করলেও তারপরো দেখবেন অনেক কিছু বাদ আছে । টেক্সটাইল জবে কাজের ক্ষত্রে শিখতে লজ্জা না । ফ্লোরের একটা হেল্পার টু অফিসার টু জিএমদের পর্যন্ত আপনি শিখতে পারেন । কারো কাছে পলিসি, কারো কাছে টেকনোলজি কারো কাছে প্রসেস ।



টেক্সটাইল শিখার ক্ষত্রে একটু ভিন্নতা দেখেছি আমার সিনিয়র মাহফুজ ভাইয়ের কাছে । ভাইয়ের একটা দিক ছিলো উনি কোন কিছুর জন্য গুগুল ড্রাইভ মেইন্টেন করতেন । তার ড্রাইভে সব সেইভ করা থাকতো । প্রতিটি ফোল্ডারের আলাদা করে নাম ছিলো যাতে পিডিএফ, ডক ফাইল পিক সুন্দর করে সাজানো থাকতো ।


কেও কিছু জানতে চাইলএ উনি চট করে বের করে ফেলতেন । ডাইং এর ভেতর সাব অনেক ফোল্ডার থাকতো বিভিন্ন সেকশন ডিপার্টমেন্ট অনুযায়ী ।


স্টুডেন্ট লাইফ শেষ করে আসলে আমরা অনেকে ডকুমেন্টস গুলি হারিয়ে ফেলি কিন্ত জব লাইফে সে গুলির দ্রকার স্টুডেন্ট লাইফের চেয়ে বেশি দরকার হয় । তার উপর অনেক অফিশিয়াল ডকুমেন্টস গুলি আমরা পাই যে গুলি আমরা চাইলে সাজিয়ে রেখে দিতে পারি। এটা অনলাইন স্টোরেজ ডিভাইস এটা হারানোর ভয় নেই ।

যখন আপনার যা ডাটা লাগছে আপনি এর ওর কাছে খোজা খাগছে না । এমনকি আপনার সিভি এসাইনমেন্ট ও যাদি লাগে অন্যের কাছে হাত পাতা লাগে না।

আপনাদের যেটা করনীয় স্টুডেন্ট লাইফে যাদের পিসি আছে আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী ফ্লোল্ডার সাজান । এখানে ফাইবার টু ফেব্রিক টু গার্মেন্টস টু মার্চেন্ডাইজিং সব বিষয়ে আপনি ফ্লোল্ডার বানান । সেখানে ভিডিও বাদে আপনার প্রেজেন্টেশন, ডকুমেন্ট ফাইল, পিক সব গুলি আপনি আপলোড করে রাখুন । আপনার সিভির জন্য কাভার লেটারের জন্য, ভাইবার ডকুমেন্টসের আলাদা একটা ফোল্ডার রাখুন ।

এই ড্রাইভে আপনি ১৫ জিবির মতো রাখতে পারবেন । তবে দেখে দেখে ডকুমেন্টস আপলোড দিন আজে বাজে ডকুমেন্টস দিয়ে স্পেস লোড করা যাবে না ।

আপনি জবের অনেক ডকুমেন্টস নথী আপনাকে সেইভ করতে হবে । এর জন্য অফিশিয়াল আলাদা ফোল্ডার করে রাখুন ।

এটা আপনার অনলাইন লাইব্রেরী । কার আছে কার নাই এটা ভাবার সুযোগ নেই । আপিনার যখন যে কোন মুহুর্তে লাগতে পারে । তখন কারো কাছে হাত পাততে পারবেন না । আর পিসির কানেকটিভিটি না থাকার কারনে অনেকে ডাটা গুলি হারিয়ে ফেলেন ।

এটা আমাদের কর্মক্ষত্রের অভিজ্ঞতা থেকে বলছি যারা জুনিয়র আছে তারা এভাবে আপনার প্রস্তুতি নিয়ে রাখেন ।



অভিজ্ঞতা ২ঃ

আপনারা জানেন অফিসে জব করলে আপনি কম্পিউটারে ফ্লাশ ড্রাইভ ঢুকাতে এবং ডাটা কপি করা রেস্ট্রিকটেড যাকে অনেক যায়গায় । কিন্ত আপনার জব করতে অনেক অফিশিয়াল ফরম্যাট আপনার প্রয়োজন হতে পারে । তখন কি করে আপনি কালেক্ট করবেন ???


আপনি ইমেইল এ পাঠাতে পাঠাতে বিরক্ত হয়ে যাবেন । বেটার অপশন হয় আপনার আইডি দিয়ে গুগলে ড্রাইভে লগ ইন করে । সব এর ভেতরে ড্রপ করে রাখুন । এটা অটো আপলোড হবে ।


প্রায় ১৫ জিবি ডাটা নিয়ে আসা হয়েছে কোন সমস্যা হয়নি । তবে প্রাইভেট ডাটা অবশ্যই না আনা বাঞ্চনীয় আর এটা সবার পিসিতে থাকে না অবশ্য । সাধারণত ফরম্যাট, টেকনিক্যাল ডাটা, ম্যানুয়াল এগুলি সবার নিতে চায় ।


মাজেদুল হাসান শিশির

কোন মন্তব্য নেই: