পৃথিবীর সবচেয়ে দামী পোশাক গুলি কোন গুলি | Most Expensive Dress - Textile Lab | Textile Learning Blog
Worlds Top 10 Most Expensive Dresses 


The Top Ten is :


1. Nightingale of Kuala Lumpur – $30 Million

2. Debbie Wingham’s “Abaya” dress – $17.6 Million

3. Diamond dress by Scott Henshall – $9 Million

4. Black diamond dress by Debbie Wingham – $5.5 Million

5. Maria Grachvogel’s precious dress – $1.8 Million

6. Marilyn Monroe’s “Happy Birthday” dress – $1.3 Million


7. Gold coin dress by Ginza Tanaka – $267,948

8. Golden evening dress by Ginza Tanaka – $245,000

9. Swarovski “Dirndl Dress” – $127,000

10. Princess Diana dress – $125,000




কাদা মাখা জিন্সের দাম প্রায় ৩৪ হাজার টাকা, কেন ?

ছেঁড়া-ফাটা জিন্স প্যান্ট আর জ্যাকেট দেখে অনেকেই তাকে 'ভিখিরির পোশাক' বলে কটাক্ষ করেন। তাই বলে থেমে থাকেনি এই জিন্সকেই আরও গোলমেলে করে তোলার উদ্যোগ। এবার এসেছে কাদা মাখা জিন্স।

রং ওঠা আর ছেঁড়া জিন্সের ফ্যাশন ট্রেন্ড অনেকেই ফলো করেন। কিন্তু এসব জিন্সে যদি আবার কাদা মাখা থাকে, আর এটাকে যদি ফ্যাশন ধরা হয় তাহলে যে কারো মাথা খারাপ হতে বাধ্য। বিশ্বের জনপ্রিয়তম জিন্স যে সব বিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, তাতে ফ্যশন সচেতন মানুষের অন্য পরিচয় উন্মাদ ছাড়া অন্য কিছু হওয়া সম্ভবই না। মোটামুটি ১৯৬০-এর দশক থেকে পপুলার হয়ে ওঠা পোশাকটি সেই সময়ের হিপ্পি ও বিটনিক সংস্কৃতির চেহারাই তুলে ধরেছিল।


কিছুটা ছেঁড়া-ফাটা আর কুঁচকে থাকা জিন্সই এক সময় ট্রেন্ড হয়ে দাঁড়ায়। ক্রমে ব্যতিক্রমটাই ট্রেন্ড হয়ে দাঁড়ায়। ১৯৮০-র দশকে জিন্স ফেডেড অবস্থাতেই বিক্রি হতে শুরু করে। ১৯৮০-র দশকের শেষ দিকে আসে অ্যাসিড ওয়াশড জিনস। তার পরে ক্রমে স্নো ওয়াশড, শটগান ওয়াশড ইত্যদিও মুখ বাড়ায়। গত পনেরো-বিশ বছরে 'ওর্ন আউট' ডায়গা করে নিয়েছে ব্যাপকভাবে। টোটাল ছেঁড়া ফাটা এই জিন্স-এর চেহারা দেখে সাবেকিরা 'ভিখিরির পোশাক' বলেও কটাক্ষ হেনেছেন। কিন্তু তাতে থেমে থাকেনি জিন্স-কে আরও গোলমেলে করে তোলার উদ্যোগ।

সম্প্রতি ডেনিম ফ্যাশনের ট্রেন্ডকে নতুন করে তুলে ধরলো মার্কিন ফ্যাশন চেন ‘নর্ডস্টর্ম’। কোঁচকানো, দোমড়ানো এই জিনস-এর মূল বিশেষত্ব এটি কাদামাখা। ‘মাডি জিনস’ নামের এই প্রোডাক্টটিকে নর্ডস্টর্ম বাজারে ছেড়েছে সম্প্রতি।  নর্ডস্টর্ম তার নিজস্ব ওয়েবসাইটে এই দিনস-কে বলেছে ‘রাগড আমেরিকানা ওয়ার্কওয়্যার’। ফলে এটি ‘নোংরা’ হওয়া অনিবার্য। কিন্তু নোংরা জিনস তো নতুন কিছু নয়। ডার্টি জিনস-এর ফ্যাশন ১৯৭০ দশক থকেই চালু। তা হলে  ?

নর্ডস্টর্ম তাদের এই নতুন জিনস-এ স্থায়ীভাবে কাদা মাখিয়ে বাজারে ছাড়ছে। অর্থাৎ বলা যায়, এই জিন্সের ময়লা শত ধোয়াতেও উঠবে না। কিন্তু কত দাম পড়ছে এই নয়া জিন্স প্যান্টের? দাম শুনলে আঁতকে উঠতেই হবে। ভারতীয় মুদ্রায় মাডি জিনস-এর দাম পড়ছে ৩৪০০০ টাকার মতো। ফ্যাশনবাজরা একবার ট্রাই নেবেন নাকি ?

সূত্র : এবেলা




Nightingale of Kuala Lumpur

এই পোষাকটি দেখতে সাধারন মনে হলেও মোটেও সাধারন পোষাক নয়। Nightingale of Kuala Lumpur  “নাইটিঙ্গেল অফ কুয়ালালামপুর” নামের এই ইভিনিং ড্রেসটি এখন পর্যন্ত বিশ্বের নন এ্যনটিক, সব থেকে দামি পোষাক বলে বিবেচনা করা হয়।টাফেট্টা, সাটিন, সিফন, সিল্ক এর সাথে ব্যাবহার করা হয়েছে ৭৫১ টি সরভস্কী সেপের এক একটি ৭০ ক্যারেটের হীরা। এটা প্রদর্শন করা হয়েছিলো ২০০৯ সালের  “STYLO Fashion Grand Prix KL” কুয়ালালামপুর, মালোয়েশিয়াতে।এটি ডিজাইন করেছেন ফায়জালি আবদুল্লাহ নামের এক ডিজাইনার ।এখন আসা যাক দাম কত এই পোষাকের? খুব বেশি নয় । মাত্র ৩০ মিলিয়ন মার্কিন ডলার যা আমাদের বাংলাদেশী টাকায় মাত্র  249,2400,000/- টাকা।

কি?  কিনবেন নাকি আপনার প্রেয়সির জন্য ?

 আপনি না কিনলে কি হবে?

 ফ্যাশন শো শেষে একজন, এই দামে কিনে নিয়েছেন নাম না প্রকাশ করার শর্তে ! পরে ফ্যাশন শো  কর্মকর্তারা  অবশ্য জানিয়েছেন তারা নাকি এই ড্রেসটি কেনার জন্য আরোও বেশ কিছু ক্রেতার কল পেয়েছেন এই ড্রেসটির জন্য !




সূত্রঃ ইন্টারনেট

debbie winghams abaya with most expensive red diamond jgbhg


  1. এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল "abaya" বা মুসলিম পোষাক এবং এটিকে ধরা হয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল পোষাক হিসেবে। এই আবায়া দুবাইতে ব্রিটিশ ডিজাইনার ডেবি উইঘার দ্বারা ডিজাইন করা হয়েছিল।  এই পোশাকে কালো এবং সাদা হীরার সহ মোট 2,000 হীরা এবং একটি লাল হীরক সাজানো হয় যা বিরল এবং ব্যয়বহুল,  এটি বিশ্বের এক ধরনের একমাত্র একটি । পোষাক এছাড়াও ব্যাবহার করা হয়েছে 14-ক্যারেট সোনা । এর ইউনিট প্রাইয়া  $17.6 Million







Gold coin dress by Ginza Tanaka – $267,948

এই পোশাকটি   জাপানি  ক্রিয়েটিভ জুয়েলারী প্রস্তুতকরক  গিনজার তানাকা দ্বারা তৈরি করা পৃথিবীর অপেক্ষাকৃত দ্বিতীয়তম দামী  পোশাক । এই  পোষাক তৈরিতে ব্যাবহার করা হয়  15,000 টি  অস্ট্রেলিয়ান স্বর্ণের কয়েন , যার কারনে পোশাকের ওজন বৃদ্ধি পেয়ে প্রায় 10 কিলোগ্রাম হয় । পোষাকটি 2007 সালে টোকিও ফ্যাশন সপ্তাহে প্রদর্শিত হয় এবং এটির মুল্য $ 267,948  অর্থাৎ বাংলা টাকায় এর দাম পড়বে ২১৪৩৫৮৪০ টাকা মাত্র ।




পৃথিবীর সবচেয়ে দামী পোশাক গুলি কোন গুলি | Most Expensive Dress

Worlds Top 10 Most Expensive Dresses 


The Top Ten is :


1. Nightingale of Kuala Lumpur – $30 Million

2. Debbie Wingham’s “Abaya” dress – $17.6 Million

3. Diamond dress by Scott Henshall – $9 Million

4. Black diamond dress by Debbie Wingham – $5.5 Million

5. Maria Grachvogel’s precious dress – $1.8 Million

6. Marilyn Monroe’s “Happy Birthday” dress – $1.3 Million


7. Gold coin dress by Ginza Tanaka – $267,948

8. Golden evening dress by Ginza Tanaka – $245,000

9. Swarovski “Dirndl Dress” – $127,000

10. Princess Diana dress – $125,000




কাদা মাখা জিন্সের দাম প্রায় ৩৪ হাজার টাকা, কেন ?

ছেঁড়া-ফাটা জিন্স প্যান্ট আর জ্যাকেট দেখে অনেকেই তাকে 'ভিখিরির পোশাক' বলে কটাক্ষ করেন। তাই বলে থেমে থাকেনি এই জিন্সকেই আরও গোলমেলে করে তোলার উদ্যোগ। এবার এসেছে কাদা মাখা জিন্স।

রং ওঠা আর ছেঁড়া জিন্সের ফ্যাশন ট্রেন্ড অনেকেই ফলো করেন। কিন্তু এসব জিন্সে যদি আবার কাদা মাখা থাকে, আর এটাকে যদি ফ্যাশন ধরা হয় তাহলে যে কারো মাথা খারাপ হতে বাধ্য। বিশ্বের জনপ্রিয়তম জিন্স যে সব বিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, তাতে ফ্যশন সচেতন মানুষের অন্য পরিচয় উন্মাদ ছাড়া অন্য কিছু হওয়া সম্ভবই না। মোটামুটি ১৯৬০-এর দশক থেকে পপুলার হয়ে ওঠা পোশাকটি সেই সময়ের হিপ্পি ও বিটনিক সংস্কৃতির চেহারাই তুলে ধরেছিল।


কিছুটা ছেঁড়া-ফাটা আর কুঁচকে থাকা জিন্সই এক সময় ট্রেন্ড হয়ে দাঁড়ায়। ক্রমে ব্যতিক্রমটাই ট্রেন্ড হয়ে দাঁড়ায়। ১৯৮০-র দশকে জিন্স ফেডেড অবস্থাতেই বিক্রি হতে শুরু করে। ১৯৮০-র দশকের শেষ দিকে আসে অ্যাসিড ওয়াশড জিনস। তার পরে ক্রমে স্নো ওয়াশড, শটগান ওয়াশড ইত্যদিও মুখ বাড়ায়। গত পনেরো-বিশ বছরে 'ওর্ন আউট' ডায়গা করে নিয়েছে ব্যাপকভাবে। টোটাল ছেঁড়া ফাটা এই জিন্স-এর চেহারা দেখে সাবেকিরা 'ভিখিরির পোশাক' বলেও কটাক্ষ হেনেছেন। কিন্তু তাতে থেমে থাকেনি জিন্স-কে আরও গোলমেলে করে তোলার উদ্যোগ।

সম্প্রতি ডেনিম ফ্যাশনের ট্রেন্ডকে নতুন করে তুলে ধরলো মার্কিন ফ্যাশন চেন ‘নর্ডস্টর্ম’। কোঁচকানো, দোমড়ানো এই জিনস-এর মূল বিশেষত্ব এটি কাদামাখা। ‘মাডি জিনস’ নামের এই প্রোডাক্টটিকে নর্ডস্টর্ম বাজারে ছেড়েছে সম্প্রতি।  নর্ডস্টর্ম তার নিজস্ব ওয়েবসাইটে এই দিনস-কে বলেছে ‘রাগড আমেরিকানা ওয়ার্কওয়্যার’। ফলে এটি ‘নোংরা’ হওয়া অনিবার্য। কিন্তু নোংরা জিনস তো নতুন কিছু নয়। ডার্টি জিনস-এর ফ্যাশন ১৯৭০ দশক থকেই চালু। তা হলে  ?

নর্ডস্টর্ম তাদের এই নতুন জিনস-এ স্থায়ীভাবে কাদা মাখিয়ে বাজারে ছাড়ছে। অর্থাৎ বলা যায়, এই জিন্সের ময়লা শত ধোয়াতেও উঠবে না। কিন্তু কত দাম পড়ছে এই নয়া জিন্স প্যান্টের? দাম শুনলে আঁতকে উঠতেই হবে। ভারতীয় মুদ্রায় মাডি জিনস-এর দাম পড়ছে ৩৪০০০ টাকার মতো। ফ্যাশনবাজরা একবার ট্রাই নেবেন নাকি ?

সূত্র : এবেলা




Nightingale of Kuala Lumpur

এই পোষাকটি দেখতে সাধারন মনে হলেও মোটেও সাধারন পোষাক নয়। Nightingale of Kuala Lumpur  “নাইটিঙ্গেল অফ কুয়ালালামপুর” নামের এই ইভিনিং ড্রেসটি এখন পর্যন্ত বিশ্বের নন এ্যনটিক, সব থেকে দামি পোষাক বলে বিবেচনা করা হয়।টাফেট্টা, সাটিন, সিফন, সিল্ক এর সাথে ব্যাবহার করা হয়েছে ৭৫১ টি সরভস্কী সেপের এক একটি ৭০ ক্যারেটের হীরা। এটা প্রদর্শন করা হয়েছিলো ২০০৯ সালের  “STYLO Fashion Grand Prix KL” কুয়ালালামপুর, মালোয়েশিয়াতে।এটি ডিজাইন করেছেন ফায়জালি আবদুল্লাহ নামের এক ডিজাইনার ।এখন আসা যাক দাম কত এই পোষাকের? খুব বেশি নয় । মাত্র ৩০ মিলিয়ন মার্কিন ডলার যা আমাদের বাংলাদেশী টাকায় মাত্র  249,2400,000/- টাকা।

কি?  কিনবেন নাকি আপনার প্রেয়সির জন্য ?

 আপনি না কিনলে কি হবে?

 ফ্যাশন শো শেষে একজন, এই দামে কিনে নিয়েছেন নাম না প্রকাশ করার শর্তে ! পরে ফ্যাশন শো  কর্মকর্তারা  অবশ্য জানিয়েছেন তারা নাকি এই ড্রেসটি কেনার জন্য আরোও বেশ কিছু ক্রেতার কল পেয়েছেন এই ড্রেসটির জন্য !




সূত্রঃ ইন্টারনেট

debbie winghams abaya with most expensive red diamond jgbhg


  1. এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল "abaya" বা মুসলিম পোষাক এবং এটিকে ধরা হয় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল পোষাক হিসেবে। এই আবায়া দুবাইতে ব্রিটিশ ডিজাইনার ডেবি উইঘার দ্বারা ডিজাইন করা হয়েছিল।  এই পোশাকে কালো এবং সাদা হীরার সহ মোট 2,000 হীরা এবং একটি লাল হীরক সাজানো হয় যা বিরল এবং ব্যয়বহুল,  এটি বিশ্বের এক ধরনের একমাত্র একটি । পোষাক এছাড়াও ব্যাবহার করা হয়েছে 14-ক্যারেট সোনা । এর ইউনিট প্রাইয়া  $17.6 Million







Gold coin dress by Ginza Tanaka – $267,948

এই পোশাকটি   জাপানি  ক্রিয়েটিভ জুয়েলারী প্রস্তুতকরক  গিনজার তানাকা দ্বারা তৈরি করা পৃথিবীর অপেক্ষাকৃত দ্বিতীয়তম দামী  পোশাক । এই  পোষাক তৈরিতে ব্যাবহার করা হয়  15,000 টি  অস্ট্রেলিয়ান স্বর্ণের কয়েন , যার কারনে পোশাকের ওজন বৃদ্ধি পেয়ে প্রায় 10 কিলোগ্রাম হয় । পোষাকটি 2007 সালে টোকিও ফ্যাশন সপ্তাহে প্রদর্শিত হয় এবং এটির মুল্য $ 267,948  অর্থাৎ বাংলা টাকায় এর দাম পড়বে ২১৪৩৫৮৪০ টাকা মাত্র ।




কোন মন্তব্য নেই: