নীটিং ফেক্টরিতে ফ্রেশারদের জন্য করনীয় কিছু কাজ | Knitting Factory - Textile Lab | Textile Learning Blog

নীটিং ফেক্টরিতে ফ্রেশারদের জন্য করনীয় কিছু কাজ | Knitting Factory

নীটিং ফেক্টরিতে নতুন জয়েন করলে ফ্রেশারদের জন্য করনীয় কিছু কাজ :

১. শিফট এর সবার নাম পদবী মুখস্থ করা

২. ফ্লোরে যতো মেশিন আছে তাদের অপারেটর দের ডেকে তাদের ডায়া, গেজ, মেশিন টাইপ,  ম্যাকানিকাল, ইলেকট্রিক ফল্ট,  মেক্সিমাম প্রডাকশন কতো তা জেনে নেয়া।

৩. সিংগেল জার্সি, রিব, ইন্টারলক ২২০, ২৪০,২৬০,২৮০,২০০,২১০,২২০ GSM করতে কতো কাউন্ট ইউজ করে তা অপারেটর দের কাছ থেকে জেনে নেয়া। 

৪. আগে কোন স্পেশাল ফেব্রিক ডেভেলপ হয়েছে কিনা তা জেনে  নেয়া, এর জন্য ক্যাম ডিজাইন, ক্যাম এরেঞ্জমেন্ট বুঝে নেয়া ।

৫. স্টোরে গিয়ে সুতার কোয়ালিটি, টাইপ গুলি জেনে নেয়া।






৬. অনলাইন কোয়ালিটিদের কাছ থেকে  ফেব্রিক এর ফল্ট গুলি চিনে নেয়া।

৭. প্রোগ্রাম বানানো, প্লানিং করা, প্রডাকশন রিপোর্ট, ক্যালকুলেশন গুলি বুঝে নেয়া।

৮.  অটো স্ট্রাইপ, ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ এর মেশিন প্রোগ্রামিং  জানা।

৯. ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল এর লোক ডেকে তাদের কাছ থেকে মেশিন পার্টস, এবং মাইনর ফল্টস গুলি চিনে বুঝে নেয়া।

১০. টাইম টু টাইম প্রডাকশন আপডেট, প্রবলেম আপডেট গুলি রিপোর্ট বস এর কাছে পৌছে দেয়া।

১১. নিয়মিত মেশিন ক্লিন, ফ্লোর ক্লিন করানো।

১২. স্রিংকেজ, GSM,  হোল, পাট্টা, লাইন মার্ক, সিংকার মার্ক গুলি চেক করা এবং এর সলিউশন করা।

১৩. ডেইলি মানথলি ইয়ারলি রিপোর্ট গুলি তৈরি করা।

কোন মন্তব্য নেই: