নতুন ফ্লোরের দায়ীত্ব পেলে আপনার কিছু করনীয় বিষয় - Textile Lab | Textile Learning Blog
নতুন ফ্লোরের দায়ীত্ব পেলে আপনার কিছু করনীয় বিষয় :

১. প্রথমে জয়েন করার পরে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিন।

২. ফ্লোরে যতো সম্ভব সময় দিন শুরুতে নতুন পরিবেশে কাওকে কিছু বলবেন না যেভাবে চলছে  চলতে দিন ।

৩. সময় করে ডাইং, ফিনিশ, ল্যাবে, ইন্সপেকশন সময় দিন তাদের কার্যকলাপ ফলো করুন গল্পের ভেতর দিয়ে। 

৪. আপনাকে মনে রাখতে হবে এদের নিয়ে কাজ করবেন তাই তাদের নেগেটিভলি নেয়ার কিছু নেই। এরা পারে আপনার নতুন অবস্থায় চাকুরী টিকিয়ে দিতে।

৫. এবার অপারেটর দের কাছ থেকে তাদের মেশিন এর ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রব্লেম এর নোট নিন এবং এ নিয়ে মেইন্টেনেন্স এর সাথে বসুন তাদের আল্টিমেটাম দিয়ে দিন,  এর ফলে যে কোন সমস্যা হলে আপনি উত্তর দিতে পারবেন উপর মহলে। 

৬. ডাইজ ক্যামিকেল সাপ্লাই এর লিস্ট নিন তাদের ক্যামিকেল স্টাডি করুন এবং তাদের সাথে ক্যামিকেল সোর্সিং এর জন্য মিটিং করুন

৭.  এবার আগের GM, AGM থাকা কালিন মাসের প্রডাকশন খাতা গুলি চেক করুন এবং রানিং মাসের প্রডাকশন এর সাথে মেলান। ১৯/২০ হলে ফ্লোর সুপারভাইজার দের টার্গেট দিয়ে দিন।

৮. এডমিন দের কাছ থেকে ম্যান পাওয়ার লিস্ট নিন এবং তা স্টাডি করুন।

নতুন ফ্লোরের দায়ীত্ব পেলে আপনার কিছু করনীয় বিষয়

নতুন ফ্লোরের দায়ীত্ব পেলে আপনার কিছু করনীয় বিষয় :

১. প্রথমে জয়েন করার পরে সবার সাথে পরিচয় পর্ব সেরে নিন।

২. ফ্লোরে যতো সম্ভব সময় দিন শুরুতে নতুন পরিবেশে কাওকে কিছু বলবেন না যেভাবে চলছে  চলতে দিন ।

৩. সময় করে ডাইং, ফিনিশ, ল্যাবে, ইন্সপেকশন সময় দিন তাদের কার্যকলাপ ফলো করুন গল্পের ভেতর দিয়ে। 

৪. আপনাকে মনে রাখতে হবে এদের নিয়ে কাজ করবেন তাই তাদের নেগেটিভলি নেয়ার কিছু নেই। এরা পারে আপনার নতুন অবস্থায় চাকুরী টিকিয়ে দিতে।

৫. এবার অপারেটর দের কাছ থেকে তাদের মেশিন এর ম্যাকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রব্লেম এর নোট নিন এবং এ নিয়ে মেইন্টেনেন্স এর সাথে বসুন তাদের আল্টিমেটাম দিয়ে দিন,  এর ফলে যে কোন সমস্যা হলে আপনি উত্তর দিতে পারবেন উপর মহলে। 

৬. ডাইজ ক্যামিকেল সাপ্লাই এর লিস্ট নিন তাদের ক্যামিকেল স্টাডি করুন এবং তাদের সাথে ক্যামিকেল সোর্সিং এর জন্য মিটিং করুন

৭.  এবার আগের GM, AGM থাকা কালিন মাসের প্রডাকশন খাতা গুলি চেক করুন এবং রানিং মাসের প্রডাকশন এর সাথে মেলান। ১৯/২০ হলে ফ্লোর সুপারভাইজার দের টার্গেট দিয়ে দিন।

৮. এডমিন দের কাছ থেকে ম্যান পাওয়ার লিস্ট নিন এবং তা স্টাডি করুন।

কোন মন্তব্য নেই: