খুব সহজে ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট করার উপায় | Fabrics Quality Test - Textile Lab | Textile Learning Blog
মার্চেন্ডাইজারদের এবং ফেব্রিক টেকনোলজিস্টদের জন্য ছোট ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট :

আমাদের ডাইং ফিনিশ এর ফেব্রিক গুলি সাবমিট করা হবে তখন আপনারা ফেব্রিক এর কোয়ালিটি ছোট  সেল্ফ টেস্ট করে কোয়ালিটি চেক করে নিতে পারেন যাতে আপনি ফেব্রিক এর সেড, GSM এর আইডিয়া নিতে পারেন।

 প্রসেস -১

ফেব্রিক যখন আপনার কাছে সাবমিট করা হবে দেখবেন ফেব্রিক এর হেন্ডফিল কেমন ড্রাই কিনা তারপর ড্রাই আয়রন করুন নরমাল ভাবে বিনা স্টিমে তারপর ফেব্রিক এর GSM মাপুন।  ফেব্রিক এর উপর পানির ড্রপ দিয়ে এবজরবেন্সি চেক করুন দেখুন ঠিক আছে কিনা এবজরবেন্সি। আয়রন এতে স্টিমিং করে GSM বাড়ানো হলে ড্রাই এর পর একচুয়াল GSM বের হবে।  আর যদি ক্যামিকেল, গ্লিসারিন ইউজ করে GSM আনে তবে তা এবজরবেন্সি দেখে বুঝতে পারবেন।

প্রসেস - ২

ফেব্রিক কের GSM কাটিং গুলি ৮০ মাত্রার পানিতে একটি বিকারে চুবিয়ে রাখুন এবং ৫ মিনিট পর এটি সাদা কাগজ এর উপর রাখুন দেখুন এটি কালার ব্লিড করে কিনা কালার ব্লিচ,সেড চেঞ্জ,  ফাস্টনেস, টপিং, টিন টিন সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আর ফেব্রিক GSM, ফাস্টনেস ওকে থাকার অর্থ হচ্ছে ফেব্রিক ৯o% ওকে বাকি টেস্ট থার্ড পার্টি করবে।  এই সিম্পল টেস্ট করে আপনি আপনার প্রডাক্ট এর কোয়ালিটি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। আর এর জন্য আপনার হাতেই একটি বিকার গ্লাস রড আর গরম পানি করার মতো সিম্পল কিছু থাকলেই হবে।

টেক্সটাইল জবের ক্ষত্রে যদি আপনি মার্চেন্ডাইজার হন তবে ডাইং এর ফেব্রিক এর কোয়ালিটি এসিউরেন্স, ডাইং ফিনিশ রিলেটেড সমস্যা ধরার জন্য এই দুটি ছোট টেস্ট আপনার অবশ্যই কাজে লাগবে । বাইং হাউস গুলিতে বা হেড অফিসে যারা জব করেন ল্যাব না থাকায় আপনাদের ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট করতে পারেন না তাই সহজ এই উপায় অবলম্বন করলে ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট করতে পারবেন।

খুব সহজে ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট করার উপায় | Fabrics Quality Test

মার্চেন্ডাইজারদের এবং ফেব্রিক টেকনোলজিস্টদের জন্য ছোট ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট :

আমাদের ডাইং ফিনিশ এর ফেব্রিক গুলি সাবমিট করা হবে তখন আপনারা ফেব্রিক এর কোয়ালিটি ছোট  সেল্ফ টেস্ট করে কোয়ালিটি চেক করে নিতে পারেন যাতে আপনি ফেব্রিক এর সেড, GSM এর আইডিয়া নিতে পারেন।

 প্রসেস -১

ফেব্রিক যখন আপনার কাছে সাবমিট করা হবে দেখবেন ফেব্রিক এর হেন্ডফিল কেমন ড্রাই কিনা তারপর ড্রাই আয়রন করুন নরমাল ভাবে বিনা স্টিমে তারপর ফেব্রিক এর GSM মাপুন।  ফেব্রিক এর উপর পানির ড্রপ দিয়ে এবজরবেন্সি চেক করুন দেখুন ঠিক আছে কিনা এবজরবেন্সি। আয়রন এতে স্টিমিং করে GSM বাড়ানো হলে ড্রাই এর পর একচুয়াল GSM বের হবে।  আর যদি ক্যামিকেল, গ্লিসারিন ইউজ করে GSM আনে তবে তা এবজরবেন্সি দেখে বুঝতে পারবেন।

প্রসেস - ২

ফেব্রিক কের GSM কাটিং গুলি ৮০ মাত্রার পানিতে একটি বিকারে চুবিয়ে রাখুন এবং ৫ মিনিট পর এটি সাদা কাগজ এর উপর রাখুন দেখুন এটি কালার ব্লিড করে কিনা কালার ব্লিচ,সেড চেঞ্জ,  ফাস্টনেস, টপিং, টিন টিন সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আর ফেব্রিক GSM, ফাস্টনেস ওকে থাকার অর্থ হচ্ছে ফেব্রিক ৯o% ওকে বাকি টেস্ট থার্ড পার্টি করবে।  এই সিম্পল টেস্ট করে আপনি আপনার প্রডাক্ট এর কোয়ালিটি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। আর এর জন্য আপনার হাতেই একটি বিকার গ্লাস রড আর গরম পানি করার মতো সিম্পল কিছু থাকলেই হবে।

টেক্সটাইল জবের ক্ষত্রে যদি আপনি মার্চেন্ডাইজার হন তবে ডাইং এর ফেব্রিক এর কোয়ালিটি এসিউরেন্স, ডাইং ফিনিশ রিলেটেড সমস্যা ধরার জন্য এই দুটি ছোট টেস্ট আপনার অবশ্যই কাজে লাগবে । বাইং হাউস গুলিতে বা হেড অফিসে যারা জব করেন ল্যাব না থাকায় আপনাদের ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট করতে পারেন না তাই সহজ এই উপায় অবলম্বন করলে ফেব্রিক এর কোয়ালিটি টেস্ট করতে পারবেন।

1 টি মন্তব্য:

Imran khandoker বলেছেন...

I want textile physicalab related post,question& solu