মিল্যাঞ্জ ইয়ার্ন | mélange yarn | Blend Yarn | Melange Spinning - Textile Lab | Textile Learning Blog
মিল্যাঞ্জ ইয়ার্ন প্রস্তুত প্রক্রিয়া (The mélange yarn manufacturing process):

রংঙিন ভিসকস ও “র” কটনের মিক্সিং হতে উৎপন্ন সুতাকে মিল্যাঞ্জ সুতা বলে।মিল্যাঞ্জ সুতা ফ্যান্সী সুতার অন্তভুক্ত।এ ধরনের সুতা প্রস্তুতির জন্য ব্লো-রুমের মিক্সিং থেকেই কার্যক্রম আরম্ভ হয়্সাধারনত রঙিন ফাইবারের সাথে “র” কটন মেশানো হয় এবং এ ক্ষেত্রে কটনের শতকরা হার বেশী থাকে।এখানে “র” কটনের মধ্যে ট্রাশ থাকে কিন্তু ভিসকস রিজেনারেটেড ফাইবার হওয়ার কোন ট্রাশ থাকে না।এজন্য প্রথমেই আলাদাভাবে কটনকে ১/২ বিটার দ্বারা ওপেনিং ও ক্লিনিং করা হয়।প্রাথমিকভাবে ক্লিন করা এই “র” কটন ভিসকসের সাথে হ্যান্ড স্ট্যাক মিক্সিং করা হয় এবং তা আবার প্রয়োজনীয় সংখ্যক বিটারের মাধ্যমে প্রসেস করে ব্লো-রুমে ল্যাপ বা ল্যাপ শীট প্রস্তুত করা হয়।এ ক্ষেত্রে রঙিন ভিসকস বলতে কাল রংই বেশী ব্যবহৃত হয়।ল্যাপ তৈরীর পর যথারীতি কাডিং মেশিনে প্রসেস করা হয় তবে সেটিংসমূহ ১০০% কটন এর চেয়ে একটু বেশী ও স্পিড কিছু কম রাখা হয়।এরপর ড্রয়িং মেশিনে প্রসেস করা হয়।এ ক্ষেত্রে ডবল প্যাসেজ ব্যবহার করা হয় এবং ড্রন স্লাইভারকে রভিং তৈরীর উদ্দেশ্যে সিমপ্লেক্সে প্রসেস করা হয়।এ সময় ফ্লায়ার গতি কিছু কম রাখা হয় এবং টুইস্টও কম দেওয়া হয়।








মিল্যাঞ্জ ইয়ার্ন প্রক্রিয়ার ফ্লোচার্ট (Flow chart of mélange yarn process):

                   (রঙিন ভিসকস + “র” কটন)
  মিক্সিং
   ব্লো-রুম
    কার্ডিং
     ড্রইং-১
      ড্রইং-২
    সিমপ্লেক্স


       রোটর স্পিনিং






মিল্যাঞ্জ ইয়ার্ন | mélange yarn | Blend Yarn | Melange Spinning

মিল্যাঞ্জ ইয়ার্ন প্রস্তুত প্রক্রিয়া (The mélange yarn manufacturing process):

রংঙিন ভিসকস ও “র” কটনের মিক্সিং হতে উৎপন্ন সুতাকে মিল্যাঞ্জ সুতা বলে।মিল্যাঞ্জ সুতা ফ্যান্সী সুতার অন্তভুক্ত।এ ধরনের সুতা প্রস্তুতির জন্য ব্লো-রুমের মিক্সিং থেকেই কার্যক্রম আরম্ভ হয়্সাধারনত রঙিন ফাইবারের সাথে “র” কটন মেশানো হয় এবং এ ক্ষেত্রে কটনের শতকরা হার বেশী থাকে।এখানে “র” কটনের মধ্যে ট্রাশ থাকে কিন্তু ভিসকস রিজেনারেটেড ফাইবার হওয়ার কোন ট্রাশ থাকে না।এজন্য প্রথমেই আলাদাভাবে কটনকে ১/২ বিটার দ্বারা ওপেনিং ও ক্লিনিং করা হয়।প্রাথমিকভাবে ক্লিন করা এই “র” কটন ভিসকসের সাথে হ্যান্ড স্ট্যাক মিক্সিং করা হয় এবং তা আবার প্রয়োজনীয় সংখ্যক বিটারের মাধ্যমে প্রসেস করে ব্লো-রুমে ল্যাপ বা ল্যাপ শীট প্রস্তুত করা হয়।এ ক্ষেত্রে রঙিন ভিসকস বলতে কাল রংই বেশী ব্যবহৃত হয়।ল্যাপ তৈরীর পর যথারীতি কাডিং মেশিনে প্রসেস করা হয় তবে সেটিংসমূহ ১০০% কটন এর চেয়ে একটু বেশী ও স্পিড কিছু কম রাখা হয়।এরপর ড্রয়িং মেশিনে প্রসেস করা হয়।এ ক্ষেত্রে ডবল প্যাসেজ ব্যবহার করা হয় এবং ড্রন স্লাইভারকে রভিং তৈরীর উদ্দেশ্যে সিমপ্লেক্সে প্রসেস করা হয়।এ সময় ফ্লায়ার গতি কিছু কম রাখা হয় এবং টুইস্টও কম দেওয়া হয়।








মিল্যাঞ্জ ইয়ার্ন প্রক্রিয়ার ফ্লোচার্ট (Flow chart of mélange yarn process):

                   (রঙিন ভিসকস + “র” কটন)
  মিক্সিং
   ব্লো-রুম
    কার্ডিং
     ড্রইং-১
      ড্রইং-২
    সিমপ্লেক্স


       রোটর স্পিনিং






কোন মন্তব্য নেই: