রোটর স্পিনিং | Rotor Spinning | OE Yarn - Textile Lab | Textile Learning Blog
রোটর স্পিনিং (Rotor spinning) :

রোটর স্পিনিং পদ্ধতিতে সাধারনত মোটা সুতা প্রস্তুত করা হয়।এ পদ্ধতিতে রভিং তৈরীর কোন প্রয়োজন হয় না।সরাসরি স্লাইভার রোটরের ফিড ম্যাটিরিয়াল হিসাবে ব্যবহৃত হয়।সে মোতাবেক তুলার আঁশও একটু কম দৈর্ঘ্যের নির্বাচন করা হয় এবং ক্ষেত্রবিশেষে ব্যবহারযোগ্য ওয়েস্ট ব্যবহার করেও সুতা উৎপাদন করা হয়।প্রয়োজনে পর্যাপ্ত দৈর্ঘ্যের ১০০% কটনও ব্যবহার হয়।ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাঁচামাল ভিন্ন ভিন্ন কৈৗশলে প্রসেস করা হয়।


নিন্মে কয়েকটি প্রসেস ফ্লোচার্ট দেওয়া হল:

১)ক্ষুদ্র আঁশের জন্য ফ্লোচার্ট-   
  ব্লো-রুম
    কার্ডিং
     ড্রইং
        রোটর স্পিনিং


২)লম্বা আঁশের জন্য ফ্লোচার্ট-

                       ব্লো-রুম
                      টেনডেম কার্ড
                         ড্রইং-১
                        ড্রইং-২
                      রোটর স্পিনিং


৩)ওয়েস্টেজ জন্য ফ্লোচার্ট-
                     ওয়েস্ট ক্লিনার
                       ব্লো-রুম
                        কার্ডিং
                         ড্রইং
                      রোটর স্পিনিং


রোটর স্পিনিং মেশিনের সুতা প্রস্তুতির ক্রমিক কর্যাবলি অন্যান্য স্পিনিং মেশিনের চেয়ে ভিন্নতর।



রোটর স্পিনিং মেশিনের নিন্মলিখিত কার্যাবলিতে সুতা প্রস্তুত হয়:

১)ফিডিং(কার্ডেড বা ড্রন স্লাইভার ব্যবহার করা হয়)

২)ফাইবার ওপেনিং ও আলাদাকরন

৩)ফাইবার ট্রান্সপোর্টেশন (কম্বিং জোন থেকে ফাইবার রোটর গ্রুভে স্হানান্তর)

৪)কনডেনসেশন (আলাদা আলাদা ফাইবার থেকে ফাইবার ফ্রিঞ্জ তৈরী করা)

৫)টুইস্টিং

৬)ওয়াইন্ডিং।





রোটর স্পিনিং এর সুবিধা (Merits of Rotor spinning):

১)উচ্চ উৎপাদন ক্ষমতা

২)কম বিদ্যুৎ খরচ

৩)জায়গায় কম লাগে

৪)বেশী দক্ষতা পাওয়া যায়

৫)বড় আকৃতির প্যাকেজ উৎপাদন করা যায়

৬)ডফিং এর সময় কম লাগে

৭)কম ওয়েস্টেজ উৎপন্ন হয়

৮)শ্রমিক কম লাগে

৯)কাঁচামাল খরচ কম হয়

১০)সুতার সমতা ভাল থাকে

১১)মোটা সুতা উৎপাদন খুব লাভজনক

১২)ম্যএটরিয়াল হ্যান্ডলিং এর পরিমান কম।







রোটর স্পিনিং এর অসুবিধা (Demerits of Rotor spinning):

১)  রোটর মেশিনের দাম অনেক বেশী

২)  এ মেশিন চালনা করতে দক্ষ জনশক্তির প্রয়োজন হয়

৩)  রোটর স্পিনিং মেশিন দ্বারা চিকন সুতা তৈরী করা যায় না

৪)  রোটর স্পিনিং মেশিন দ্বারা উৎপাদিত সুতার শক্তি কম হয়

৫)  মেশিনের গতি বৃদ্দি করলে সুতার মান খারাপ হয়

৬) সুতা খসখসে হয়

৭) উৎপাদিত সুতার সঠিক টুইস্ট নির্বাচন করা যায় না

৮)  শেড ভেরিয়েশন হয়।


রোটর স্পিনিং | Rotor Spinning | OE Yarn

রোটর স্পিনিং (Rotor spinning) :

রোটর স্পিনিং পদ্ধতিতে সাধারনত মোটা সুতা প্রস্তুত করা হয়।এ পদ্ধতিতে রভিং তৈরীর কোন প্রয়োজন হয় না।সরাসরি স্লাইভার রোটরের ফিড ম্যাটিরিয়াল হিসাবে ব্যবহৃত হয়।সে মোতাবেক তুলার আঁশও একটু কম দৈর্ঘ্যের নির্বাচন করা হয় এবং ক্ষেত্রবিশেষে ব্যবহারযোগ্য ওয়েস্ট ব্যবহার করেও সুতা উৎপাদন করা হয়।প্রয়োজনে পর্যাপ্ত দৈর্ঘ্যের ১০০% কটনও ব্যবহার হয়।ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাঁচামাল ভিন্ন ভিন্ন কৈৗশলে প্রসেস করা হয়।


নিন্মে কয়েকটি প্রসেস ফ্লোচার্ট দেওয়া হল:

১)ক্ষুদ্র আঁশের জন্য ফ্লোচার্ট-   
  ব্লো-রুম
    কার্ডিং
     ড্রইং
        রোটর স্পিনিং


২)লম্বা আঁশের জন্য ফ্লোচার্ট-

                       ব্লো-রুম
                      টেনডেম কার্ড
                         ড্রইং-১
                        ড্রইং-২
                      রোটর স্পিনিং


৩)ওয়েস্টেজ জন্য ফ্লোচার্ট-
                     ওয়েস্ট ক্লিনার
                       ব্লো-রুম
                        কার্ডিং
                         ড্রইং
                      রোটর স্পিনিং


রোটর স্পিনিং মেশিনের সুতা প্রস্তুতির ক্রমিক কর্যাবলি অন্যান্য স্পিনিং মেশিনের চেয়ে ভিন্নতর।



রোটর স্পিনিং মেশিনের নিন্মলিখিত কার্যাবলিতে সুতা প্রস্তুত হয়:

১)ফিডিং(কার্ডেড বা ড্রন স্লাইভার ব্যবহার করা হয়)

২)ফাইবার ওপেনিং ও আলাদাকরন

৩)ফাইবার ট্রান্সপোর্টেশন (কম্বিং জোন থেকে ফাইবার রোটর গ্রুভে স্হানান্তর)

৪)কনডেনসেশন (আলাদা আলাদা ফাইবার থেকে ফাইবার ফ্রিঞ্জ তৈরী করা)

৫)টুইস্টিং

৬)ওয়াইন্ডিং।





রোটর স্পিনিং এর সুবিধা (Merits of Rotor spinning):

১)উচ্চ উৎপাদন ক্ষমতা

২)কম বিদ্যুৎ খরচ

৩)জায়গায় কম লাগে

৪)বেশী দক্ষতা পাওয়া যায়

৫)বড় আকৃতির প্যাকেজ উৎপাদন করা যায়

৬)ডফিং এর সময় কম লাগে

৭)কম ওয়েস্টেজ উৎপন্ন হয়

৮)শ্রমিক কম লাগে

৯)কাঁচামাল খরচ কম হয়

১০)সুতার সমতা ভাল থাকে

১১)মোটা সুতা উৎপাদন খুব লাভজনক

১২)ম্যএটরিয়াল হ্যান্ডলিং এর পরিমান কম।







রোটর স্পিনিং এর অসুবিধা (Demerits of Rotor spinning):

১)  রোটর মেশিনের দাম অনেক বেশী

২)  এ মেশিন চালনা করতে দক্ষ জনশক্তির প্রয়োজন হয়

৩)  রোটর স্পিনিং মেশিন দ্বারা চিকন সুতা তৈরী করা যায় না

৪)  রোটর স্পিনিং মেশিন দ্বারা উৎপাদিত সুতার শক্তি কম হয়

৫)  মেশিনের গতি বৃদ্দি করলে সুতার মান খারাপ হয়

৬) সুতা খসখসে হয়

৭) উৎপাদিত সুতার সঠিক টুইস্ট নির্বাচন করা যায় না

৮)  শেড ভেরিয়েশন হয়।


কোন মন্তব্য নেই: