কোর স্পান ইয়ার্ন | Core Spun Yarn - Textile Lab | Textile Learning Blog
কোর সুতা স্পিনিং (Core yarn spinning):

কৌর স্পান সুতা (Core spun yarn): কৌর স্পান সুতার মধ্যে দুইটি কম্পোনেন্ট থাকে।একটি হল কৌর কম্পোনেন্ট,যাহা কেন্দ্রে থাকে আর অন্যটি হল শীথ্ কম্পোনেন্ট,যাহা বহিরাবরন হিসাবে থাকে।এই দুইটা কম্পেনেন্টর সমন্বয়ে যে সুতা তৈরী হয় তাকে কৌর স্পান ইয়ার্ন বলা হয়।

৪টি পদ্ধতিতে কৌর স্পান সুতা তৈরী করা যায়:
১)রিং স্পিনিং

২)ওপেন স্পিনিং

৩)ফ্রিকশন স্পিনিং

৪)এয়ার জেট স্পিনিং।

নিন্মে কিছু কৌর স্পান সুতা তৈরীর প্রসেসের চিএ দেওয়া হল:













কৌর স্পান সুতা তৈরীর জন্য কাঁচামাল (The raw material requirement for core spum yarn):

1. উচ্চ টেনাসিটি সম্পন্ন মনো বা মাল্টিফিলামেন্ট, টেক্সচারড ফিলামেন্ট।

2.   ইলাসটমেরিক ফাইবার।

3.  উচ্চ বা মাধ্যম টেনাসিটি সম্পন্ন পলিয়েস্টার ফাইবার।

4.   গ্লাস ফিলামেন্ট, ধাতব তার।

5.   কৃ্ত্রিম আঁশ যেমন: পলিস্টার, পলি প্রোপইলিন, পলি এক্রিলো নাইট্রিল, ভিসকস ব্যবহৃত হয়।





কোর স্পান ইয়ার্ন এর ধর্ম (Properties of core spun yarn):

১)কৌর স্পান ইয়ার্ন অনেক মসৃণ।

২)কৌর স্পান ইয়ার্ন অনেক শক্তিশালী।

৩)এর টুইস্ট স্ট্রাক্চার অনেক নরম।

৪)এর প্রসারন ক্ষমতা ভাল।

৫)কৌর স্পান ইয়ার্ন শোষন ক্ষমতা অনেক ভাল।

৬)এর স্হিতিস্হাপকতা বেশী।

৭)এর উজ্জ্বলতা ভাল।

৮)এটি অগ্নিনিরোধক ক্ষমতাসম্পন্ন।

কোর স্পান ইয়ার্ন এর ব্যবহার (Application of core spun yarn):

১)কৌর স্পান কম্পোজিট ইয়ার্ন বিভিন্ন টেকনিক্যাল টেক্সটাইলস যেমন: অগ্নিনিরোধক, ইন্ডাস্ট্রিয়াল হৌজ, বেল্ট, তাঁবুর কোটেড ফেব্রিক্স, ত্রিপল েইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়।

২)হোসিয়ারি শিল্পে স্ট্রেচ ইয়ার্ণ, খেলাধুলার পোশাক, মেডিক্যাল ব্যান্ডেজ, আন্তআবরনী পোশাক ইত্যাদির ক্ষেতে ব্যবহৃত হয়।


চিএ: কৌর স্পান সুতা তৈরীর প্রসেস


কোর স্পান ইয়ার্ন | Core Spun Yarn

কোর সুতা স্পিনিং (Core yarn spinning):

কৌর স্পান সুতা (Core spun yarn): কৌর স্পান সুতার মধ্যে দুইটি কম্পোনেন্ট থাকে।একটি হল কৌর কম্পোনেন্ট,যাহা কেন্দ্রে থাকে আর অন্যটি হল শীথ্ কম্পোনেন্ট,যাহা বহিরাবরন হিসাবে থাকে।এই দুইটা কম্পেনেন্টর সমন্বয়ে যে সুতা তৈরী হয় তাকে কৌর স্পান ইয়ার্ন বলা হয়।

৪টি পদ্ধতিতে কৌর স্পান সুতা তৈরী করা যায়:
১)রিং স্পিনিং

২)ওপেন স্পিনিং

৩)ফ্রিকশন স্পিনিং

৪)এয়ার জেট স্পিনিং।

নিন্মে কিছু কৌর স্পান সুতা তৈরীর প্রসেসের চিএ দেওয়া হল:













কৌর স্পান সুতা তৈরীর জন্য কাঁচামাল (The raw material requirement for core spum yarn):

1. উচ্চ টেনাসিটি সম্পন্ন মনো বা মাল্টিফিলামেন্ট, টেক্সচারড ফিলামেন্ট।

2.   ইলাসটমেরিক ফাইবার।

3.  উচ্চ বা মাধ্যম টেনাসিটি সম্পন্ন পলিয়েস্টার ফাইবার।

4.   গ্লাস ফিলামেন্ট, ধাতব তার।

5.   কৃ্ত্রিম আঁশ যেমন: পলিস্টার, পলি প্রোপইলিন, পলি এক্রিলো নাইট্রিল, ভিসকস ব্যবহৃত হয়।





কোর স্পান ইয়ার্ন এর ধর্ম (Properties of core spun yarn):

১)কৌর স্পান ইয়ার্ন অনেক মসৃণ।

২)কৌর স্পান ইয়ার্ন অনেক শক্তিশালী।

৩)এর টুইস্ট স্ট্রাক্চার অনেক নরম।

৪)এর প্রসারন ক্ষমতা ভাল।

৫)কৌর স্পান ইয়ার্ন শোষন ক্ষমতা অনেক ভাল।

৬)এর স্হিতিস্হাপকতা বেশী।

৭)এর উজ্জ্বলতা ভাল।

৮)এটি অগ্নিনিরোধক ক্ষমতাসম্পন্ন।

কোর স্পান ইয়ার্ন এর ব্যবহার (Application of core spun yarn):

১)কৌর স্পান কম্পোজিট ইয়ার্ন বিভিন্ন টেকনিক্যাল টেক্সটাইলস যেমন: অগ্নিনিরোধক, ইন্ডাস্ট্রিয়াল হৌজ, বেল্ট, তাঁবুর কোটেড ফেব্রিক্স, ত্রিপল েইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়।

২)হোসিয়ারি শিল্পে স্ট্রেচ ইয়ার্ণ, খেলাধুলার পোশাক, মেডিক্যাল ব্যান্ডেজ, আন্তআবরনী পোশাক ইত্যাদির ক্ষেতে ব্যবহৃত হয়।


চিএ: কৌর স্পান সুতা তৈরীর প্রসেস


কোন মন্তব্য নেই: