ম্যান মেইড ফাইবার স্পিনিং
প্রাকৃতিক ফাইবার থেকে সুতা পাকানোর প্রক্রিয়াকে স্পিনিং বলা হয়। কৃত্রিম ফাইবারের স্পিনিং সে অর্থে ভিন্নধর্মী। কৃত্রিম ফাইবার এর ক্ষেত্রে স্পিনিং বলতে রসায়ন থেকে ফিলামেন্ট তৈরি কে বোঝানো হয়। কেমিক্যাল স্পিনিং পদ্ধতিতে ফিলামেন্ট তৈরি প্রধানত তিনটি পদ্ধতিতে সম্পন্ন হয়। যথা:
১.ওয়েট স্পিনিং।
২.ড্রাই স্পিনিং।
৩.মেলট স্পিনিং।
ওয়েট স্পিনিং সেলুলোজিক ফাইবার বিশেষ করে রেয়ন তৈরির জন্য সর্বাধিক ব্যবহৃত হয়। এছাড়া এক্রাইলিক স্ট্যাপল মোডএক্রাইলিক নাইট্রিল ও ভিনাইন এ পদ্ধতিতে স্পিনিং করা হয়। ওয়েট স্পিনিং পদ্ধতিতে প্রয়োজন অনুযায়ী যথাযথ তরল দ্রবণ তৈরি করে তা ছোট নলেজ এর ভেতর দিয়ে জোর পূর্বক প্রবেশ করিয়ে কেমিক্যাল পূর্ণ পাত্রে নিয়ে আসা হয়। যেখানে তুলে নেয়া দ্রবণের সুতার মতো ফিলামেন্ট গুলো জমাট বাঁধানো হয়।জমাট বাঁধানো ফিলামেন্ট গুলো রসায়ন পূর্ণ পাত্র হতে তুলে নিয়ে ধুয়ে ও শুকিয়ে অর্থাৎ পরিশোধন করে স্পুলে জড়ানো হয় । এ পদ্ধতি অপেক্ষাকৃত পুরনো জটিল এবং ফাইবার না শুকানো পর্যন্ত খুবই নরম থাকে। এ পদ্ধতিতে ফাইবার ব্যবহারে পূর্বে ধোয়া ও ব্লিচিং করার প্রয়োজন হয়। উপরে যে নদীর কথা বলা হলো তাকে স্পিনারেট নামে অবহিত করা হয়। স্পিনারেট স্পিনিং মেশিনারীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ।।
ড্রাই স্পিনিং
কৃত্রিম আঁশ তৈরীর জন্য অপর যে পদ্ধতি প্রচলিত রয়েছে তা হলো ড্রাই স্পিনিং। ড্রাই স্পিনিং পদ্ধতিতে অ্যাসিটেট,ভিনাইওন ফিলামেন্ট মোডএক্রাইলিক ফাইবারসমূহ তৈরি হয়। ড্রাই স্পিনিং পদ্ধতিতে প্রয়োজনীয় তরল দ্রবণ স্পিনারেট দিয়ে পাম্প করে বের করার পর স্পিনিং-এর রসায়ন পুর্ণ বাথের পরিবর্তে এয়ার চেম্বারের মধ্যে নিতে হয়। এয়ার চেম্বারে বাতাস প্রবাহের মাধ্যমে স্পিনারেট দিয়ে বের করা নরম ফিলামেন্টগুলো জলীয়বাষ্প মুক্ত হয়ে শক্ত হয়ে যায়। পরে জমাট হয়ে যাওয়া এ ফিলামেন্টগুলো চেম্বার থেকে তুলে নিয়ে প্রয়োজন অনুযায়ী টুইস্টিং বা অন্য কোন উপায়ে প্রক্রিয়াকরণ পূর্বক স্পুলে জড়ানো হয়। এ পদ্ধতিতে সরাসরি প্রক্রিয়ার ফাইবার তৈরি করে এবং দ্রবণ ব্যবহার ও তার পুনরুদ্ধার করার প্রয়োজন হয়।ফাইবার কে কোন প্রকার ধোয়ার প্রয়োজন হয় না।
মেলট স্পিনিং
তৃতীয় যে পদ্ধতি কৃত্রিম ফাইবার তৈরীর জন্য প্রচলিত তাকে মেলট স্পিনিং বলে। পলিস্টার নাইলন স্যারন অলিফিন ফাইবার সমূহ এ পদ্ধতিতে তৈরি করা হয়। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনুর সংযোজন ঘটিয়ে পলিমার চিপস তৈরি পূর্বক তা গলানো হয় এবং স্পিনারেট দ্বারা পাম্প করে এয়ার চেম্বারে নিতে হয়। পরে স্পিনারেট দিয়ে বের করে আনা ফিলামেন্টগুলোকে ঠান্ডা করে ও জমাট বাধিয়ে শক্ত করে চেম্বার থেকে তুলে নেয়া হয় এবং টুইস্ট বা অপর কোনো প্রক্রিয়া সম্পন্নপূর্বক স্পুলে জড়ানো হয়।
এ পদ্ধতি সবচেয়ে কম খরচ ও সরাসরি প্রক্রিয়া। এ পদ্ধতিতে দ্রুত গতিতে স্পিনিং করা যায় এবং কোন প্রকার দ্রাবক ও ধোয়ার প্রয়োজন পড়ে না
এ পদ্ধতি সবচেয়ে কম খরচ ও সরাসরি প্রক্রিয়া। এ পদ্ধতিতে দ্রুত গতিতে স্পিনিং করা যায় এবং কোন প্রকার দ্রাবক ও ধোয়ার প্রয়োজন পড়ে না
উপরোক্ত তিনটি পদ্ধতি ছাড়াও ফিলামেন্ট ইয়ার্ণ তৈরীর আরো নতুন নতুন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।
তথা:
বাইকমপোনেন্ট স্পিনিং।
বাইকমপোনেন্ট স্পিনিং।
বাইকনস্টিটুয়েন্ট স্পিনিং।
ফ্লিম স্প্লিটিং।
তথ্যসুত্র:টেক্সটাইল ফাইবার - এম এ সাইম।
স্পিনিং
স্পিনিং
কে.এম.ওলিউল্লাহ মনির।
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন