স্পিনিং মিল গুলি ঈদে খোলা রাখা হয় কেনো | Spinning Mill - Textile Lab | Textile Learning Blog

স্পিনিং মিল গুলি ঈদে খোলা রাখা হয় কেনো | Spinning Mill

স্পিনিং মিল গুলি ঈদে খোলা রাখা হয় কেনো


স্পিনিং একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে ব্লোরুম থেকে শুরু করে অটো কোনিং মেশিন পর্যন্ত একটা চলে থাকে এর মাঝে এটা স্টপ করে রাখার সুযোগ নেই ।

আমরা  চাইলে ডাইং, নীটিং, উইভিং, মেশিন গুলি অফ করে রাখা যায় মালামাল গুলি ড্রাই করে রাখার সুযোগ আছে যা স্পিনিং মিলে রাখার সুযোগ নেই ।

আপনার ব্লোরুম থেকে যেটা বের হবে সেটা একবারে ১০০% ফিনিশ করে যেতে হবে ।  ব্লো রুম থেকে যেটা বের হবে সেটাকে ফিনিশ করতে কার্ডিং, ড্র ফ্রেম, সিম্পলেক্স, রিংফ্রেম দিয়ে আউট করতে মিনিমাম ২ দিন লাগে ।

আপনি চাইলে মাঝ রাস্তায় অফ করে মেশিন ফেলে যেতে পারবেন না , আপনার তুলা ডাস্ট পড়ে, কন্ডিশন হয়ে  এর কোয়ালিটি চেইঞ্জ হয়ে যাবে ।  যে কারনে আপনার সুতা কে পেকিং করে যেতে হয় ।
ঈদের ছুটি দিতে চাইলে আপনার বন্ধ দেয়ার ২ দিন আগে অফ করতে হবে আর এসে সেটা চালু করলে ২ দিন পর বাকি মেশিন গুলি ফিড পাবে । যারা ফলে বিশার ম্যান পাওয়ারের সার্ভিস কাজে লাগানো যায় না ।
এই কারনে স্পিনিং মিল গুলি ঈদের ছুটি দেয় না তাদের প্রডাকশন হেম্পার যাতে না হয়, অনেক স্পিনিং মালিক ভেতরে আয়োজন করেন, অনেকে পরে ছুটি সমন্নয় করেন ।

কোন মন্তব্য নেই: