আপনার সম্পর্কে কিছু বলুন ?
টেক্সটাইল ভাইবায় এই প্রশ্ন করা হলে আপনাদের উত্তর কি হতে পারে ?
আমাদের মতে,
প্রথমত আপনাদের সিভি তাদের হাতেই থাকবে তাই আপনার নাম পিতার, ডিটেইল নাম তাদের কাছে আগেই আছে কিন্ত তারা আপনার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় চাইছে। আপনি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তা তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে ।
প্রথমত আপনাদের সিভি তাদের হাতেই থাকবে তাই আপনার নাম পিতার, ডিটেইল নাম তাদের কাছে আগেই আছে কিন্ত তারা আপনার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় চাইছে। আপনি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার তা তাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে ।
আপনার যে কথা গুলি বলা উচিৎ
১. আপনার নাম।
২. আপনার ইন্সটিটিউশন ( BSc, Diploma)
৩. মেজর সাব্জেক্ট
৪. রিসার্চ প্রজেক্ট
৫. আপনার কমিউকেশন স্কিল
৬. টেক্সটাইলে কোন ডিপার্টমেন্ট ভালো লাগে।
৭. টেক্সটাইল রিলেটেড কোন ট্রেইনিং আছে কিনা
৮. টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি অর্গানাইজেশন কে কি ভাবে সার্ভ করবেন।
৯. আপনার টেকনিক্যাল কোন স্কিল আছে কিনা তা তাদের বলুন।
অভিজ্ঞ হলে :
১. আপনার নাম।
২. আপনার ইন্সটিটিউশন ( BSc, Diploma)
৩. এক্স ফেক্টরির নাম ঠিকানা
৪. ডেসিগনেশন রেস্পন্সিবিলিটি
৫. আপনার কমিউকেশন স্কিল, কোন কোন বায়ার এর সাথে কাজ করার এক্সপেরিয়েন্স আছে।
৬. কি মেশিনারি কি ক্যামিকেল ব্যাবহার এর এক্সপেরিয়েন্স আছে তা বলুন।
৭. টেক্সটাইল রিলেটেড কোন ট্রেইনিং আছে কিনা
৮. টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি অর্গানাইজেশন কে কি ভাবে সার্ভ করবেন।
৯. আপনার টেকনিক্যাল কোন স্কিল আছে কিনা তা তাদের বলুন।
একে জন HR স্পেশালিষ্ট যা করেন থাকেন:
প্রথমে দর্শনধারী তারপর গুনবিচারী।
দর্শন বলতে, সিভিটার প্রতি গুরুত্বআরোপ করি। সিভির ধরন দেখে বেশ কিছুটা ব্যাক্তি সম্পর্কে আন্দাজ করা যায়।
১. ইন্টাভিউ বোর্ডে প্রথমে ফরমালিটি কথা বার্তা হয়।
২. চাকুরী প্রর্থী যতি অভিজ্ঞাতা সম্পন্ন হয় তবে তাকে জিজ্ঞাসা করি যে আপনি নিজেকে সবার থেকে কেনো যোগ্য মনে করেন?
৩. আপনাকে নিয়োগ দেয়া হলে কম্পানি কেনো বেনিফিটেড হবে।
৪. ট্রেক্সাইল ইন্জিনিয়ার মূল কাজ কি কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন