লাইন মার্ক
লাইন মার্ক একটি ডাইং ফেব্রিক এর ওয়ার্প বা ওয়েলস বরাবর মোটা লম্বা আকারে মার্ক এর মতো দেখা যায় একে আমরা টেক্সটাইল বা ডাইং এর ভাষায় লাইন মার্ক বলি । লাইম মার্ক একটি ম্যাকানিক্যাল ফল্ট ।
লাইন মার্ক মুলত উইভিং এবং নীটিং মেশিন থেকে আসে এর মুল কারন হচ্ছে রিড স্পেস বেশি হয়ে গেলে মেশিন গেজ বেশি হয়ে গেলে এই সমস্যা দেখা যায় কিন্ত এটা রিফোর ডাইং ফাইন্ড আউট করা যায় না লাইন মার্ক ফিনিশ করার সময় প্রথম চোখে পড়ে । তবে লাইট কালারে লাইন মার্ক ভাসে না ।
এই কারনে ফেব্রিক ডাইং এর আগে স্ট্রেচিং করে নিলে ভালো হয়
ব্লাল্ক ডাইং এর আগে স্যাম্পল ডাইং এর ক্ষত্রে চেক দিয়ে নিতে হবে যে ফেব্রিকে লাইন মার্ক আছে কিনা।
লাইন মার্ক থাকলে এটা লাইট মিডিয়াম সেডে বেশি ভিজিবল হয় কিন্ত ডিপ সেডে কম বোঝা যায় , এই কারনে লাইন মার্ক ধারা খেলে তাকে স্ট্রিপ করে পুনরায় ডিপ সেডে কনভার্ট করে নিতে হয়।
নয়তো কাটিংয়ের সময় লাইন মার্ক এর পজিশন দেখে গ্রুপ মার্কার করে নিতে হবে যাতে বডির ভেতরে লাইন মার্ক না পড়ে।
ফিনিশ এর সময় ডায়া বাড়িয়ে ফিনিশ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন