ফেব্রিক এর GSM সমস্যার জন্য দায়ী কে : নীটিং নাকি ডাইং - Textile Lab | Textile Learning Blog
কাপড় এর GSM এর সমস্যা কোথা থেকে আসে !

কাপড় এর GSM এর সমস্যার জন্য মুলত দায়ী হচ্ছে ফেব্রিক এর ইয়ার্ন কোয়ালিটি এবং তার স্টিচ লেন্থ(নীট এর ক্ষত্রে) EPI PPI (ওভেন এর ক্ষত্রে)

প্রতিটা কাপড় যখন ডাইং এর বুকিং দেয়া হয় তখন কাপড় এর সাথে বায়ার এর এক্সপেক্টেড GSM দিয়ে দেয়া হয় একে ফিনিশ GSM বলে ।  আর গ্রে GSM ফিনিশ GSM এর সাথে একটি সমন্নয় করা হয় যাতে ডাইং এর পর GSM বেড়ে বা কমে না যায়।  ডাইং এর সময় বিভিন্ন প্রসেস এর ভেতর দিয়ে  ফিনিশ পর্যন্ত যেতে হয়  যেমন স্কাওয়ার ব্লিচ,  এনজাইম ওয়াস, ডাইং ।  এরি মাঝে কিছু প্রসেস ফেব্রিক এর ওয়েট বা GSM কমায় আবার কিছু বাড়ায়।



আর ফিনিশ এর পর কিছুটা হারানো GSM রিকোভার করা যায়।
অর্থাৎ টোটাল প্রসেস যাই হোক আমাদের GSM কমে বেড়ে আমাদের বায়ারের এক্সপেক্টেড GSM অনুযায়ী থাকতে হবে । আর GSM ১০০% এক নাও হতে পারে এর জন্য বায়ার এর টলারেন্স +/- ৫%। এর বেশি বা কম গ্রহন যোগ্য নয়।

তবে ফেব্রিক যখন প্রডিউস করা হয় তখন ফিনিশ GSM এবং কালার এর কথা মাথায় রেখে ফেব্রিক নীটিং করা হয় আর নীটিং এর GSM ঠিক রাখতে স্টিচ লেনথ / SL এর ভুমিকা বেশি।
স্টিচ লেনথ / SL যতো বেশী হবে ফেব্রিকে সুতার ডেনসিটি বেশি হবে ততোই ফেব্রিক এর GSM বাড়বে। 

কিন্ত যখন স্টিচ লেনথ / SL যতো বাড়বে ফেব্রিকে সুতার ডেনসিটি কমবে,  ততোই ফেব্রিক এর GSM কমবে।

এখানে স্টিচ লেন্থ বাড়ানো মানে সুতা বাড়ানো আর সুতা বাড়ানো মানে কস্টিং বাড়ানো তাই অনেকেই কস্ট সেইভিং এর জন্য স্টিচ লেন্থ বাড়িয়ে রাখে।



সেড যদি লাইট হয় তবে এর জন্য কম ডাইজ লাগবে ওজন কম বাড়বে । সেড যদি মিডিয়াম  হয় তবে এর জন্য বেশি  ডাইজ লাগবে এবং ওয়েট মোটামুটি বাড়ে। সেড যদি ডার্ক  হয় তবে এর জন্য বেশি  ডাইজ লাগবে এবং ওয়েট বেশি  বাড়ে।  তাই সেড অনুযায়ী আমাদের ফেব্রিক বানাতে হয় এবং  গ্রে GSM এমন ভাবে সেট করা লাগে যাতে ফিনিশ GSM ওয়েট বেড়ে বা কমে না যায় ।
এখানে দেখা যায় GSM এর জন্য মোটামুটি ভাবে ৮০% ওকে করে দিতে হয় ফেব্রিক ডিপার্টমেন্ট থেকে বাকি ২০% GSM রিকোভার করা যায় ফিনিশিং এর মাধ্যমে।  কাপড়ে  সুতা থাকলে ওজন বাড়বে এটা স্বাভাবিক না হলে বাড়বে না এটাই স্বাভাবিক ।

ডাইং ফিনিশ এর পর অনেক কাপড়ে GSM ঠিক হয় না টলারেন্স লিমিট এর নিচে চলে আসে।  যা ডাইং এর পর ফিনিশ এর সময় আমরা ওয়েট যোগ করার চেষ্টা চালাই এর জন্য আমাদের বিভিন্ন ক্যামিকেল যেমন ইউরিয়া, গ্লিসারিন বিভিন্ন প্রসেস যেমন হাইড্রো, ট্রাম্বেলিং, কম্পেক্টিং করতে হয়  এই প্রসেস গুলি জটিল যা টাইম কিল করে রি প্রসেস ফেব্রিক, কাপড় এরর কোয়ালিটি নস্ট করে, লোকজনের হয়রানি হতে হয় যা লাভের চেয়ে লস এর পরিমাণ বেশি । ডাইং এর উচিৎ একটি অর্ডার অনুযায়ী কালার কম্বো অনুযায়ী আলাদা করে নীটিং করানো যেমন হোয়াইট, ব্লাক, নেভি, ব্রাউন। সাবার জন্য গ্রে GSM অবশ্যই এক হবে না আর এমন করা যাবে না হোয়াইট এর জন্য নীট ফেব্রিক দিয়ে ব্লাক ডাইং করা হলে GSM ওভার হয়ে যাবে আবার হোয়াইট এর কাপড়ে ব্লাক করা হলে GSM কমে যাবে আর এর জন্য নীটিং নয় ডাইং দায়ী। 





আর স্টিচ লেন্থ বাড়িতে আমরা ১০০ কেজিতে মুলত ২-৩ কেজি সুতা বাচিয়ে ৩X২৫০=৭৫০ টাকার সুতা বাঁচাতে গিয়ে ১০০ কেজির কাপড় কে ১০০০০ টাকার রিপ্রসেস করা লাগে যেমন ট্রাম্বেল, কম্পেক্টিং, ক্যামিকেল ব্যাবহার করলে এর রিপ্রসেস কষ্ট ফ্রেশ প্রসেসিং কষ্ট এর সমান । আর রিপ্রসেস এর ফলে ফেব্রিক এর সেড, কোয়ালিটি, হেন্ডফিল, টুইস্টিং, স্রিংকেজ নষ্ট হয়ে যায় ।
এর দায় ভার ডাইং ফিনিশিং এর না হলেও এটা ডাইং এর উপর চাপিয়ে দেয়া হয়। ডাইং ফিনিশিং এর পর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি পর্যন্ত সে GSM রিকোভার করতে পারে এর পর ফেব্রিক এর GSM করতে পারে না ফেব্রিক স্ট্রাকচার লুজ থাকে সুতা থাকলে / লুপ বেশি হলে  GSM  বেশি হবে এটা নিয়ম ক্যামিকেল বা ফিনিশিংয়ে কিছু সময় এর GSM ধরে রাখলেও এটা আবার পরে স্টেবল থাকে না।



বেশির ভাগ GSM এর সমস্যা যুক্ত কাপড় এর কেইস স্টাডি করে দেখা যায় যে এদের ইয়ার্ন কোয়ালিটি অত্যান্ত Poor হয় এর ইয়ার্ন এর ময়েসচার কন্টেন্ট কম আর ময়েসচার গেইন না করলে ওই ফেব্রিক এর পক্ষে GSM রিকোভার করা সম্বব নয়

যেহেতু বায়ার বা গার্মেন্টস  ডাইং এর কাছ থেকে ফিনিশ GSM বুঝে নিবে সেহেতু ডাইং এর উচিৎ ফিনিশ GSM  অনুযায়ী গ্রে GSM  নীটিং এর কাছ থেকে বুঝে নেয়া নয়ত এর দায় ভার ডাইং এর নিতে হবে তাই সেইভ থাকার জন্য ডাইং এর ম্যানেজমেন্ট এর উচিৎ গ্রে GSM কতো পেয়েছে তা ব্যাচ কার্ডে লিখে রাখা তাহলে সমস্যা কোথায় বুঝতে সুবিধা হবে।

GSM ওকে না হওয়া নীট ডাইং এর কমন সমস্যা এমন কোন অর্ডার নেই যার GSM এর সমস্যা হয়নি তাই, প্যারামিটার, লজিক গুলি  মাথায় থাকলে ইন্সটেন্ট সেইভ করা যায় নিজেকে এবং প্রব্লেম এর রুট ফাইন্ড আউট করা যায়।




ফেব্রিক এর GSM সমস্যার জন্য দায়ী কে : নীটিং নাকি ডাইং

কাপড় এর GSM এর সমস্যা কোথা থেকে আসে !

কাপড় এর GSM এর সমস্যার জন্য মুলত দায়ী হচ্ছে ফেব্রিক এর ইয়ার্ন কোয়ালিটি এবং তার স্টিচ লেন্থ(নীট এর ক্ষত্রে) EPI PPI (ওভেন এর ক্ষত্রে)

প্রতিটা কাপড় যখন ডাইং এর বুকিং দেয়া হয় তখন কাপড় এর সাথে বায়ার এর এক্সপেক্টেড GSM দিয়ে দেয়া হয় একে ফিনিশ GSM বলে ।  আর গ্রে GSM ফিনিশ GSM এর সাথে একটি সমন্নয় করা হয় যাতে ডাইং এর পর GSM বেড়ে বা কমে না যায়।  ডাইং এর সময় বিভিন্ন প্রসেস এর ভেতর দিয়ে  ফিনিশ পর্যন্ত যেতে হয়  যেমন স্কাওয়ার ব্লিচ,  এনজাইম ওয়াস, ডাইং ।  এরি মাঝে কিছু প্রসেস ফেব্রিক এর ওয়েট বা GSM কমায় আবার কিছু বাড়ায়।



আর ফিনিশ এর পর কিছুটা হারানো GSM রিকোভার করা যায়।
অর্থাৎ টোটাল প্রসেস যাই হোক আমাদের GSM কমে বেড়ে আমাদের বায়ারের এক্সপেক্টেড GSM অনুযায়ী থাকতে হবে । আর GSM ১০০% এক নাও হতে পারে এর জন্য বায়ার এর টলারেন্স +/- ৫%। এর বেশি বা কম গ্রহন যোগ্য নয়।

তবে ফেব্রিক যখন প্রডিউস করা হয় তখন ফিনিশ GSM এবং কালার এর কথা মাথায় রেখে ফেব্রিক নীটিং করা হয় আর নীটিং এর GSM ঠিক রাখতে স্টিচ লেনথ / SL এর ভুমিকা বেশি।
স্টিচ লেনথ / SL যতো বেশী হবে ফেব্রিকে সুতার ডেনসিটি বেশি হবে ততোই ফেব্রিক এর GSM বাড়বে। 

কিন্ত যখন স্টিচ লেনথ / SL যতো বাড়বে ফেব্রিকে সুতার ডেনসিটি কমবে,  ততোই ফেব্রিক এর GSM কমবে।

এখানে স্টিচ লেন্থ বাড়ানো মানে সুতা বাড়ানো আর সুতা বাড়ানো মানে কস্টিং বাড়ানো তাই অনেকেই কস্ট সেইভিং এর জন্য স্টিচ লেন্থ বাড়িয়ে রাখে।



সেড যদি লাইট হয় তবে এর জন্য কম ডাইজ লাগবে ওজন কম বাড়বে । সেড যদি মিডিয়াম  হয় তবে এর জন্য বেশি  ডাইজ লাগবে এবং ওয়েট মোটামুটি বাড়ে। সেড যদি ডার্ক  হয় তবে এর জন্য বেশি  ডাইজ লাগবে এবং ওয়েট বেশি  বাড়ে।  তাই সেড অনুযায়ী আমাদের ফেব্রিক বানাতে হয় এবং  গ্রে GSM এমন ভাবে সেট করা লাগে যাতে ফিনিশ GSM ওয়েট বেড়ে বা কমে না যায় ।
এখানে দেখা যায় GSM এর জন্য মোটামুটি ভাবে ৮০% ওকে করে দিতে হয় ফেব্রিক ডিপার্টমেন্ট থেকে বাকি ২০% GSM রিকোভার করা যায় ফিনিশিং এর মাধ্যমে।  কাপড়ে  সুতা থাকলে ওজন বাড়বে এটা স্বাভাবিক না হলে বাড়বে না এটাই স্বাভাবিক ।

ডাইং ফিনিশ এর পর অনেক কাপড়ে GSM ঠিক হয় না টলারেন্স লিমিট এর নিচে চলে আসে।  যা ডাইং এর পর ফিনিশ এর সময় আমরা ওয়েট যোগ করার চেষ্টা চালাই এর জন্য আমাদের বিভিন্ন ক্যামিকেল যেমন ইউরিয়া, গ্লিসারিন বিভিন্ন প্রসেস যেমন হাইড্রো, ট্রাম্বেলিং, কম্পেক্টিং করতে হয়  এই প্রসেস গুলি জটিল যা টাইম কিল করে রি প্রসেস ফেব্রিক, কাপড় এরর কোয়ালিটি নস্ট করে, লোকজনের হয়রানি হতে হয় যা লাভের চেয়ে লস এর পরিমাণ বেশি । ডাইং এর উচিৎ একটি অর্ডার অনুযায়ী কালার কম্বো অনুযায়ী আলাদা করে নীটিং করানো যেমন হোয়াইট, ব্লাক, নেভি, ব্রাউন। সাবার জন্য গ্রে GSM অবশ্যই এক হবে না আর এমন করা যাবে না হোয়াইট এর জন্য নীট ফেব্রিক দিয়ে ব্লাক ডাইং করা হলে GSM ওভার হয়ে যাবে আবার হোয়াইট এর কাপড়ে ব্লাক করা হলে GSM কমে যাবে আর এর জন্য নীটিং নয় ডাইং দায়ী। 





আর স্টিচ লেন্থ বাড়িতে আমরা ১০০ কেজিতে মুলত ২-৩ কেজি সুতা বাচিয়ে ৩X২৫০=৭৫০ টাকার সুতা বাঁচাতে গিয়ে ১০০ কেজির কাপড় কে ১০০০০ টাকার রিপ্রসেস করা লাগে যেমন ট্রাম্বেল, কম্পেক্টিং, ক্যামিকেল ব্যাবহার করলে এর রিপ্রসেস কষ্ট ফ্রেশ প্রসেসিং কষ্ট এর সমান । আর রিপ্রসেস এর ফলে ফেব্রিক এর সেড, কোয়ালিটি, হেন্ডফিল, টুইস্টিং, স্রিংকেজ নষ্ট হয়ে যায় ।
এর দায় ভার ডাইং ফিনিশিং এর না হলেও এটা ডাইং এর উপর চাপিয়ে দেয়া হয়। ডাইং ফিনিশিং এর পর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি পর্যন্ত সে GSM রিকোভার করতে পারে এর পর ফেব্রিক এর GSM করতে পারে না ফেব্রিক স্ট্রাকচার লুজ থাকে সুতা থাকলে / লুপ বেশি হলে  GSM  বেশি হবে এটা নিয়ম ক্যামিকেল বা ফিনিশিংয়ে কিছু সময় এর GSM ধরে রাখলেও এটা আবার পরে স্টেবল থাকে না।



বেশির ভাগ GSM এর সমস্যা যুক্ত কাপড় এর কেইস স্টাডি করে দেখা যায় যে এদের ইয়ার্ন কোয়ালিটি অত্যান্ত Poor হয় এর ইয়ার্ন এর ময়েসচার কন্টেন্ট কম আর ময়েসচার গেইন না করলে ওই ফেব্রিক এর পক্ষে GSM রিকোভার করা সম্বব নয়

যেহেতু বায়ার বা গার্মেন্টস  ডাইং এর কাছ থেকে ফিনিশ GSM বুঝে নিবে সেহেতু ডাইং এর উচিৎ ফিনিশ GSM  অনুযায়ী গ্রে GSM  নীটিং এর কাছ থেকে বুঝে নেয়া নয়ত এর দায় ভার ডাইং এর নিতে হবে তাই সেইভ থাকার জন্য ডাইং এর ম্যানেজমেন্ট এর উচিৎ গ্রে GSM কতো পেয়েছে তা ব্যাচ কার্ডে লিখে রাখা তাহলে সমস্যা কোথায় বুঝতে সুবিধা হবে।

GSM ওকে না হওয়া নীট ডাইং এর কমন সমস্যা এমন কোন অর্ডার নেই যার GSM এর সমস্যা হয়নি তাই, প্যারামিটার, লজিক গুলি  মাথায় থাকলে ইন্সটেন্ট সেইভ করা যায় নিজেকে এবং প্রব্লেম এর রুট ফাইন্ড আউট করা যায়।




1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

ধন্যবাদ স্যার।
সুন্দর কিছু লেখা উপহার দেওয়ার জন্য।