টেক্সটাইল একাডেমী এবং ইন্ড্রাস্ট্রি মিল না থাকার কারন - Textile Lab | Textile Learning Blog
ভাইয়া যা পড়ে আসছি তার সাথে বাস্তব কিছুর মিল নেই , স্যাররা যা পড়িয়েছেন তার কোন মিল খুজে পাচ্ছি না ???

এখন কি করবো ?

টেক্সটাইল এর একাডেমীক নলেজ এর সাথে প্রেক্টিক্যাল নলেজ এর মিল নেই!!!  এটা নতুন কিছু না এটা চলে আসছে যতো দিন থেকে আমাদের টেক্সটাইল এডুকেশন শুরু হয়েছে ততো দিন থেকে । আমরা ২০১৭ এখনো মিল করাতে পারিনি ২০২১ পারবো না ২০৪১ তাও পারবো না ।
এর মুল কারন আমরা জানা আর অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে অনেক মজা পাই,  কিন্ত সমস্যা কিভাবে ওভার কাম করা যায় তা নিয়ে ভাবি না ।

যেমন আমাদের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এর কথাই বলি আমাদের ইন্সটিটিউশনে ফেব্রিক কি টাইপ কি কিভাবে হয় এই পর্যন্ত পরিয়ে খালাস কিন্ত আমাদের যে রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে আমরা তার কি খোজ রাখি ।  এখন শুধু নীট ক্যাম দিয়ে সিংগেল জার্সি করেই শেষ নয় আমাদের এখন একই ফেব্রিক এর ভেতরে অনেক ডিজাইন আনা হচ্ছে  এটা কি আমরা করতে পারছি, না আমরা এটা করতে পারছি না এটা আমাদের শেখানো হয় না অথচ এই বিষয় গুলি আমাদের প্রয়োজনীয় ।  আমাদের উচিৎ আমাদের ইউনিভার্সিটি গুলিতে এই ডিজাইনিং গুলি শিখে আসা। কিভাবে সেইম ফেব্রিকে ক্যাম ডিজাইন চেঞ্জ করে বিভিন্ন ইফেক্ট আনা যায়, কিভাবে ফাইবার কম্পোজিশন চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন করা যায় ।  নরমালি আমাদের ফেকাল্টিরা এই বিষয় গুলি স্কিপ করে চালে যায় যারা ফলে স্টুডেন্ট রা ফেক্টরিতে গিয়ে এই প্রোডাক্টিভ কাজ গুলি করতে পারেনা আর এরা তখন  টেকনিক্যাল কাজ বাদ দিয়ে সুপারভাজারি, ফলোআপ এর কাজ করতে হয় ডেভেলপমেন্ট এর কাজ করতে পারেন না।  এটা আমাদের এডুকেশন সিস্টেম এর উইক পয়েন্ট। আমাদের পড়ায় উইভিং এর স্ট্রাকচার কিন্ত মজার বিষয় আমাদের যেটা জরুরী নীটিং এর ফেব্রিক এর ডিজাইন, এবং ক্যাম এরেঞ্জমেন্ট যা আমাদের শেখানো হয় না।

আমাদের ওভেন এর জন্য ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন শেখানো হয় কিন্ত নীট এর জন্য আলাদা স্ট্রাকচার শেখানো হয় না অথচো লেটেস্ট ডেভেলপমেন্ট বেশিরভাগ নীট এর যেমন বাবল নীট, ওফেল, নীট ডেনিম, স্লাব ফেব্রিক, নেপি ফেব্রিক, জ্যাকার্ড ডিজাইন।


টেক্সটাইল একাডেমী এবং ইন্ড্রাস্ট্রি মিল না থাকার কারন

ভাইয়া যা পড়ে আসছি তার সাথে বাস্তব কিছুর মিল নেই , স্যাররা যা পড়িয়েছেন তার কোন মিল খুজে পাচ্ছি না ???

এখন কি করবো ?

টেক্সটাইল এর একাডেমীক নলেজ এর সাথে প্রেক্টিক্যাল নলেজ এর মিল নেই!!!  এটা নতুন কিছু না এটা চলে আসছে যতো দিন থেকে আমাদের টেক্সটাইল এডুকেশন শুরু হয়েছে ততো দিন থেকে । আমরা ২০১৭ এখনো মিল করাতে পারিনি ২০২১ পারবো না ২০৪১ তাও পারবো না ।
এর মুল কারন আমরা জানা আর অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে অনেক মজা পাই,  কিন্ত সমস্যা কিভাবে ওভার কাম করা যায় তা নিয়ে ভাবি না ।

যেমন আমাদের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এর কথাই বলি আমাদের ইন্সটিটিউশনে ফেব্রিক কি টাইপ কি কিভাবে হয় এই পর্যন্ত পরিয়ে খালাস কিন্ত আমাদের যে রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে আমরা তার কি খোজ রাখি ।  এখন শুধু নীট ক্যাম দিয়ে সিংগেল জার্সি করেই শেষ নয় আমাদের এখন একই ফেব্রিক এর ভেতরে অনেক ডিজাইন আনা হচ্ছে  এটা কি আমরা করতে পারছি, না আমরা এটা করতে পারছি না এটা আমাদের শেখানো হয় না অথচ এই বিষয় গুলি আমাদের প্রয়োজনীয় ।  আমাদের উচিৎ আমাদের ইউনিভার্সিটি গুলিতে এই ডিজাইনিং গুলি শিখে আসা। কিভাবে সেইম ফেব্রিকে ক্যাম ডিজাইন চেঞ্জ করে বিভিন্ন ইফেক্ট আনা যায়, কিভাবে ফাইবার কম্পোজিশন চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন করা যায় ।  নরমালি আমাদের ফেকাল্টিরা এই বিষয় গুলি স্কিপ করে চালে যায় যারা ফলে স্টুডেন্ট রা ফেক্টরিতে গিয়ে এই প্রোডাক্টিভ কাজ গুলি করতে পারেনা আর এরা তখন  টেকনিক্যাল কাজ বাদ দিয়ে সুপারভাজারি, ফলোআপ এর কাজ করতে হয় ডেভেলপমেন্ট এর কাজ করতে পারেন না।  এটা আমাদের এডুকেশন সিস্টেম এর উইক পয়েন্ট। আমাদের পড়ায় উইভিং এর স্ট্রাকচার কিন্ত মজার বিষয় আমাদের যেটা জরুরী নীটিং এর ফেব্রিক এর ডিজাইন, এবং ক্যাম এরেঞ্জমেন্ট যা আমাদের শেখানো হয় না।

আমাদের ওভেন এর জন্য ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন শেখানো হয় কিন্ত নীট এর জন্য আলাদা স্ট্রাকচার শেখানো হয় না অথচো লেটেস্ট ডেভেলপমেন্ট বেশিরভাগ নীট এর যেমন বাবল নীট, ওফেল, নীট ডেনিম, স্লাব ফেব্রিক, নেপি ফেব্রিক, জ্যাকার্ড ডিজাইন।


কোন মন্তব্য নেই: