একজন বায়ার বা অডিট একটি কোম্পানির ফ্লোরে ভিজিট করার সময় কমপ্লায়েন্স এর কি কি বিষয় গুলো দেখে থাকে? - Textile Lab | Textile Learning Blog
প্রশ্ন: সাধারণত একজন বায়ার বা অডিট একটি কোম্পানির ফ্লোরে ভিজিট করার সময় কমপ্লায়েন্স এর কি কি বিষয় গুলো দেখে থাকে?

 উত্তর: সাধারণত নিম্নোক্ত বিষয় গুলো অডিট বা বায়ার ফ্লোরে দেখে থাকেন 

 ১.আইলস মার্ক বাধামুক্ত ও পরিষ্কার আছে কিনা। 

২. জরুরী বহির্গমন পথ বাধামুক্ত ও খোলা অবস্থায় আছে কিনা। 

৩. সকল সেকশনের সকল শ্রমিক তাদের ব্যক্তিগত সরঞ্জামাদি ব্যবহার করছে কিনা। 

৪. প্রাথমিক চিকিৎসা বক্স বাধামুক্ত আছে কিনা এবং কোথাও কোনো বক্সের অভাব আছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে কিনা। 

 ৫.সকল টয়লেট পরিষ্কার অবস্থায় আছে কিনা এবং টয়লেটে ব্যবহার্য জিনিসপত্র আছে কিনা চেক করা। 

৬. ফায়ার সুইচ গুলো ঠিক মত কাজ করছে কিনা এবং বাধা মুক্ত অবস্থায় আছে কিনা। 

৭.প্রত্যেক শ্রমিক তাদের পরিচয় পত্র ব্যবহার করছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা আছে কিনা।

 ৮. জেনারেটর রুমে সবাই এয়ার প্লাগ/মাফ ব্যবহার করছে কিনা। 

৯. কাটার ম্যান সিজার বেধে কাজ করছে কিনা এবং মেটাল হ্যান্ড গ্লাভস ব্যবহার করছে কিনা। 

 ১০. ক্যান্টিনের খাবার মান সম্মত কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। 

১১. ডিবি বোর্ডের নিচে রাবার ম্যাট আছে কিনা। 

১২. ইমারজেন্সি লাইট ও Exit লাইট কার্যকর অবস্থায় আছে কিনা। 

 ১৩. Fire Extinguisher বোতলের নিচে কোন প্রকার কার্টুন,মালামাল রাখা আছে কিনা। ইত্যাদি আরো অনেক ইস্যু ফলোআপ করে থাকেন একজন অডিটর বা বায়ার।

একজন বায়ার বা অডিট একটি কোম্পানির ফ্লোরে ভিজিট করার সময় কমপ্লায়েন্স এর কি কি বিষয় গুলো দেখে থাকে?

প্রশ্ন: সাধারণত একজন বায়ার বা অডিট একটি কোম্পানির ফ্লোরে ভিজিট করার সময় কমপ্লায়েন্স এর কি কি বিষয় গুলো দেখে থাকে?

 উত্তর: সাধারণত নিম্নোক্ত বিষয় গুলো অডিট বা বায়ার ফ্লোরে দেখে থাকেন 

 ১.আইলস মার্ক বাধামুক্ত ও পরিষ্কার আছে কিনা। 

২. জরুরী বহির্গমন পথ বাধামুক্ত ও খোলা অবস্থায় আছে কিনা। 

৩. সকল সেকশনের সকল শ্রমিক তাদের ব্যক্তিগত সরঞ্জামাদি ব্যবহার করছে কিনা। 

৪. প্রাথমিক চিকিৎসা বক্স বাধামুক্ত আছে কিনা এবং কোথাও কোনো বক্সের অভাব আছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে কিনা। 

 ৫.সকল টয়লেট পরিষ্কার অবস্থায় আছে কিনা এবং টয়লেটে ব্যবহার্য জিনিসপত্র আছে কিনা চেক করা। 

৬. ফায়ার সুইচ গুলো ঠিক মত কাজ করছে কিনা এবং বাধা মুক্ত অবস্থায় আছে কিনা। 

৭.প্রত্যেক শ্রমিক তাদের পরিচয় পত্র ব্যবহার করছে কিনা এবং পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা আছে কিনা।

 ৮. জেনারেটর রুমে সবাই এয়ার প্লাগ/মাফ ব্যবহার করছে কিনা। 

৯. কাটার ম্যান সিজার বেধে কাজ করছে কিনা এবং মেটাল হ্যান্ড গ্লাভস ব্যবহার করছে কিনা। 

 ১০. ক্যান্টিনের খাবার মান সম্মত কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। 

১১. ডিবি বোর্ডের নিচে রাবার ম্যাট আছে কিনা। 

১২. ইমারজেন্সি লাইট ও Exit লাইট কার্যকর অবস্থায় আছে কিনা। 

 ১৩. Fire Extinguisher বোতলের নিচে কোন প্রকার কার্টুন,মালামাল রাখা আছে কিনা। ইত্যাদি আরো অনেক ইস্যু ফলোআপ করে থাকেন একজন অডিটর বা বায়ার।

কোন মন্তব্য নেই: