Requirements of Electrical Safety Audit গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক্যাল সেফটি সংক্রন্ত অডিট এ কি কি প্রয়োজন ?
গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ইলেক্ট্রিক্যাল সেফটি সংক্রন্ত অডিট এ কি কি প্রয়োজন তা নিচে লিস্ট আকারে দেওয়া হলঃ
প্রয়োজনীয় লিস্টঃ
০১. সাব-ষ্টেশন এল.টি প্যানেলে বিপদজনক চিহ্ন থাকতে হবে।
০২. আউটডোর এইচ.টি ক্যাবল সাপোর্ট এর মাধ্যমে বিল্ডিং এ নিতে হবে।
০৩. এল.টি প্যানেল এবং প্রতিটি এস.ডি.বি এর সামনে ৩-৫ মি.লি রাবার ম্যাট থাকতে হবে।
০৪. জেনারেটরের বডিতে অন্তত ২টি আর্থিং থাকতে হবে।
০৫. এল.টি প্যানেল এবং জেনারেটর এর আর্থিং আলাদা হতে হবে।
০৬. বি.বি.টি রাইজার থেকে এস.ডি.বি পর্যন্ত ক্যাবল ট্রেতে অবশ্যই আর্থিং থাকতে হবে।
০৭. প্রতিটি এস.ডি.বি রুম এ লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে।
০৮. ডি.বি বোর্ডের ভিতরে কোন অতিরিক্ত ক্যাবল থাকবেনা।
০৯. ক্যাবল লাক্স ছাড়া কোন ক্যাবল বাসবারে লাগানো যাবে না।
১০. সার্কিট ব্রেকারে অবশ্যই ফেজ সেপারেটর থাকতে হবে।
১১. প্রতিটি এস.ডি.বি বোর্ডের মিটর সচল থাকতে হবে।
১২. পাওয়ার ক্যাবল এবং টেবিল কমিউনিকেশন ক্যাবল এর মাঝে অন্তত ৩ ইঞ্চি গ্যাপ থাকতে হবে।
১৩. প্রতিটি এস.ডি.বি এর পাশে বৈদ্যুতিক আঘাত পেলে এর ব্যবহার বিধি লাগাতে হবে।
১৪. এস.ডি.বি তে বিপদজনক চিহ্ন লাগাতে হবে।
১৫. এস.ডি.বি তে কোন ক্যাবল এলোমেলো রাখা যাবে না।
১৬. ফ্লোরের মেশিনের ক্যাবল এর জন্য কাঠের চ্যানেল চলবে না।
১৭. মেশিনের পাওয়ার সকেট ইন্ডাস্ট্রিয়াল সকেট হতে হবে।
১৮. কাটিং সেকশন এর কাঠের সুইচ বোর্ড চলবে না।
১৯. ইলেকট্রিক্যাল মেশিন লে-আউট থাকতে হবে।
২০. SLD As build Drawing লাগবে।
২১. কোন ক্যাবল ঝুলন্ত অবস্থায় থাকবে না।
২২. প্রতিটি মেশিনের জন্য ELCB লাগাতে হবে।
২৩. এগজাস্ট ফ্যান এর কানেকশনের জায়গায় স্টার্টার লাগাতে হবে।
২৪. একটি ক্যাবল লাগ এর ভিতর একের অধিক ক্যাবল লাগানো যাবে না।
২৬. এস.ডি.বিতে প্রতিটি ক্যাবল এর ফেজ মার্কিন করতে হবে।
২৭. প্রতিটি ব্রেকার এর জন্য নাম্বারিং করতে হবে।
২৮. ক্যাবল কানেকশন এর ক্ষেত্রে অবশ্যই কানেকটর লাগাতে হবে।
২৯. ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুসারে এস.ডি.বি সাজাতে হবে।
৩০. এস.ডি.বি এর বডি অবশ্যই আর্থিং করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন