কোন Hydrogen Peroxide টেক্সটাইল ব্লিচিংয়ের জন্য ভালো - Textile Lab | Textile Learning Blog
মার্কেটে প্রায় সময় একটা কমন প্রশ্নের সম্মুক্ষিন হই ''কোন Hydrogen Peroxide ভাল?'' ক্রেতাদের উত্তর ''সব Hydrogen Peroxide 50% সুতরাং সব একই'' কেউ কেউ আবার বলে "১৯%-২০%"


বাংলাদেশের Hydrogen Peroxide Plant গুলোর মধ্যে প্রায় সবাই 50% concentration এর পারক্সাইড উৎপন্ন করে থাকে, প্রায় সময় ক্রেতারা দ্বিধাদ্বন্দের মধ্যে থাকে, কোন ব্রান্ডের পারক্সাইড ভাল কোন ব্রান্ড খারাপ ! মাঝে মাঝে সম্মানিত ট্রেডার্সগন কমিশন অথবা উৎপাদকের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে ক্রেতাদের ভুল পরামর্শ দিয়ে থাকে। অন্য দিকে ক্রেতাদের হাতে পর্যাপ্ত পরিমান পরীক্ষা করার সুযোগ না থাকায় চোখের দেখায় সঠিক মান নির্নয় করতে ব্যার্থ হন। 

উদাহরন স্বরুপঃ 20 gram Fabric Bleaching Recipe(only peroxide mentioned

1st recipe: 0.700 gm "A 50% Peroxide" /(Brightness Index 68)

2nd recipe: 0.700 gm "B 50% Peroxide"/ (Brightness Index 67)

3rd recipe:  0.670gm "A 50% Peroxide" /(Brightness Index 67)

অর্থাৎ 670gm ''A 50% Peroxide''=700gm ''B 50% peroxide"

আশ্চর্যজনক ভাবে ৩টি রেসিপির Brightness খালি চোখের দেখায় প্রায় একই রকম মনে হবে, অথচ কার্যক্ষমতা Brightness Index এর মাধ্যমে দেখা গেল প্রায় ৫% ব্যবধান

এবার আসুন দাম:

A 50% peroxide price 37BDT/kg

B 50% peroxide Price  36.5BDT/kg

এবার লাভ লোকসানের হিসেবের পালা 

Total costing A 50% peroxide 24.79 BDT(for 670gm)

Total Costing B 50% peroxide 25.55 BDT(for 700gm)

খালি চোখে দেখলে, আপাত দৃষ্টিতে মনে হবে দুইটাই ৫০% কোয়ালিটি সুপারভাইজর ইনচার্জ পরামর্শ দিবে "স্যার ১৯-২০ চলবে" প্রাইস ০.৫টাকা প্রতি কেজি সেভিংস। বাহ কি চমৎকার তাই না? এই অফার মিস করা যাবে না‌।

প্রকৃতপক্ষে সুক্ষ বিবেচনায় কিন্তু আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে B product কিনে ঠকেছেন।

তাই দুটি ৫০% এর প্রোডাক্ট ভিন্ন পার্ফর্মেন্স দেখানোর পিছনে যোক্তিক কারন খুজে বের করতে দীর্ঘ দিন পর্যবেক্ষন করলাম, ২০ মাস রেখে দিলাম দুটি সেম্পল,

১ম সেম্পলঃ ৫০.৬২% থেকে ২০ মাস পর Concentration Drop করে ১৮.৭৩% হয়েছে

২য় সেম্পলঃ ৫১,৪৮% থেকে ২০ মাস পর Concentration Drop করে ৭.১৪% হয়েছে


দুটি ৫০% প্রোডাক্ট ভিন্ন পার্ফরমেন্স দেখানোর পিছনে ৩টি প্রধান কারন খুজে পেলাম

1. Rate of Decomposition  (average is better)

2. Stability power. (avoid too high / too low stable products)

3. Decomposition Uniformity. (more uniformity gives better result)

এছাড়াও Plant Capacity,Production Volume ,Plant Design, Peroxide manufacturing Recipe ,process..... ইত্যাদি দ্বায়ী


অতএব শুধুমাত্র ৫০% concentration Test করে সুলভ মুল্যে প্রোডাক্ট না কিনার বিনীত অনুরোধ রইল ।


লিখেছেনঃ
Tanjir Islam Dewan
Samuda Chemical Complex Ltd.
Technical Department
01799992832

কোন Hydrogen Peroxide টেক্সটাইল ব্লিচিংয়ের জন্য ভালো

মার্কেটে প্রায় সময় একটা কমন প্রশ্নের সম্মুক্ষিন হই ''কোন Hydrogen Peroxide ভাল?'' ক্রেতাদের উত্তর ''সব Hydrogen Peroxide 50% সুতরাং সব একই'' কেউ কেউ আবার বলে "১৯%-২০%"


বাংলাদেশের Hydrogen Peroxide Plant গুলোর মধ্যে প্রায় সবাই 50% concentration এর পারক্সাইড উৎপন্ন করে থাকে, প্রায় সময় ক্রেতারা দ্বিধাদ্বন্দের মধ্যে থাকে, কোন ব্রান্ডের পারক্সাইড ভাল কোন ব্রান্ড খারাপ ! মাঝে মাঝে সম্মানিত ট্রেডার্সগন কমিশন অথবা উৎপাদকের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে ক্রেতাদের ভুল পরামর্শ দিয়ে থাকে। অন্য দিকে ক্রেতাদের হাতে পর্যাপ্ত পরিমান পরীক্ষা করার সুযোগ না থাকায় চোখের দেখায় সঠিক মান নির্নয় করতে ব্যার্থ হন। 

উদাহরন স্বরুপঃ 20 gram Fabric Bleaching Recipe(only peroxide mentioned

1st recipe: 0.700 gm "A 50% Peroxide" /(Brightness Index 68)

2nd recipe: 0.700 gm "B 50% Peroxide"/ (Brightness Index 67)

3rd recipe:  0.670gm "A 50% Peroxide" /(Brightness Index 67)

অর্থাৎ 670gm ''A 50% Peroxide''=700gm ''B 50% peroxide"

আশ্চর্যজনক ভাবে ৩টি রেসিপির Brightness খালি চোখের দেখায় প্রায় একই রকম মনে হবে, অথচ কার্যক্ষমতা Brightness Index এর মাধ্যমে দেখা গেল প্রায় ৫% ব্যবধান

এবার আসুন দাম:

A 50% peroxide price 37BDT/kg

B 50% peroxide Price  36.5BDT/kg

এবার লাভ লোকসানের হিসেবের পালা 

Total costing A 50% peroxide 24.79 BDT(for 670gm)

Total Costing B 50% peroxide 25.55 BDT(for 700gm)

খালি চোখে দেখলে, আপাত দৃষ্টিতে মনে হবে দুইটাই ৫০% কোয়ালিটি সুপারভাইজর ইনচার্জ পরামর্শ দিবে "স্যার ১৯-২০ চলবে" প্রাইস ০.৫টাকা প্রতি কেজি সেভিংস। বাহ কি চমৎকার তাই না? এই অফার মিস করা যাবে না‌।

প্রকৃতপক্ষে সুক্ষ বিবেচনায় কিন্তু আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে B product কিনে ঠকেছেন।

তাই দুটি ৫০% এর প্রোডাক্ট ভিন্ন পার্ফর্মেন্স দেখানোর পিছনে যোক্তিক কারন খুজে বের করতে দীর্ঘ দিন পর্যবেক্ষন করলাম, ২০ মাস রেখে দিলাম দুটি সেম্পল,

১ম সেম্পলঃ ৫০.৬২% থেকে ২০ মাস পর Concentration Drop করে ১৮.৭৩% হয়েছে

২য় সেম্পলঃ ৫১,৪৮% থেকে ২০ মাস পর Concentration Drop করে ৭.১৪% হয়েছে


দুটি ৫০% প্রোডাক্ট ভিন্ন পার্ফরমেন্স দেখানোর পিছনে ৩টি প্রধান কারন খুজে পেলাম

1. Rate of Decomposition  (average is better)

2. Stability power. (avoid too high / too low stable products)

3. Decomposition Uniformity. (more uniformity gives better result)

এছাড়াও Plant Capacity,Production Volume ,Plant Design, Peroxide manufacturing Recipe ,process..... ইত্যাদি দ্বায়ী


অতএব শুধুমাত্র ৫০% concentration Test করে সুলভ মুল্যে প্রোডাক্ট না কিনার বিনীত অনুরোধ রইল ।


লিখেছেনঃ
Tanjir Islam Dewan
Samuda Chemical Complex Ltd.
Technical Department
01799992832

কোন মন্তব্য নেই: