প্রফেশনাল লাইফে এই একটা ভুল যেটা বারে বারে হয়েছেঃ
সীট থেকে উঠার অলসতায় দুবার ভুল করেছিলাম , বায়ার একই কার্ডে কালার হোয়াইট সোয়াচ দেয়া ছিলো । হোয়াইট একবারো UV লাইটের নিচে দেখার প্রয়োজন বোধ করিনাই । যার কারনে ফেব্রিক মেশিনে তুলে ব্রাইটেনার দিয়ে লাইটে চেক করতে এসে দেখা যায় সোয়াচেই ব্রাইটেনার নাই ।
যদিও একবার অপারেটর এর ভুলে সে ব্রাইটেনার দেয়া হয়েছিলো তখন চেক করে ছিলাম কি যানি মনে করে । আপারেট যখন চেক করেছিলো দেখে সোয়াচ ব্লিচ হোয়াইট ৷ সে একটা চুরি করে সে অরিজিনাল সোয়াচ ফেলে দিয়ে হুবুহু তার মতো কেটে শেড চেকের জন্য কাটা কাপড় থেকে সেখানে লাগিয়ে দেয় ৷
পরে পার্টি আসলে দেখায় সেড কেমন পার্টি এপ্রুভ দেয় । সে ফেব্রিক নাকিয়ে দেয় কাপড় ফিনিশ হয়ে ইন্সপেকশন এ চলে যায় । পার্টি সেড চেকের জন্য এপ্রুভ এর জন্য ১ মিটার নিয়ে যায় । সেটা ধরা পড়ে গার্মেন্টস এ । এখন পার্টি এসে চেলেঞ্জ করে আমএয়া সোয়াচ দেখাই তারা নিজেরা কনফিউশান এ পড়ে যায় । এসব তামশা দেখছিলাম চুপচাপ । পার্টি তাদের মার্চেন্ডাইজার কে দোষ দেয় সোয়াচ লাগানোর জন্য ৷ আমাদের অপারেটর এর সোয়াচ কাটিং স্কিল দেখে আমরা কনফিউজড আর সেটাতো ছিলো পার্টি ।
এভাবে অনেক দিন তারা তদবির করে পরে কাজ হয়নি । আমাদের কাছে তারা রিকুয়েষ্ট করে । আমরা ফেব্রিক রিটার্ন এনে কাস্টিক ওয়াস আর মার্সারাইজ করে ব্লাক করে দেই আর অন্য কাপড়ে ব্লিচ হোয়াইট করে দেয়া হয় ।
এটাতে বলে দেয়া যাইতো ঘটনা কিন্ত তাতে অপারেটর এর চাকুরী যাইতো । এটা ছিলো আমার কর্মকজীবনের অন্যতম একটা শিক্ষা ।
হোয়াইট সেড যাই আসুক ওভেন হলে সেটাকে পারমিশন দেয়ার আগে একবার হলেও UV চেক করে নিয়েন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন