ফেক্টরির অফ করার আগে কিভাবে ক্লিন করা হয় - Textile Lab | Textile Learning Blog
বন্ধের প্রস্তুতি এবং ক্লিনিংঃ




আমাদের ফেক্টরি অফ হবার আগের ক্লিনিং প্রস্তুতি নিয়ে আলোচনা করবো । মেশিন অফ করে যাবার আগে সেগুলি ভালো করে পরিস্কার করতে হবে বিশেষ করে রোলার বেইজড মেশিন গুলির রোলার ।


১. ব্লিচ মেশিনের বিশেষ করে ভেতরের স্কেল সমে থাকে ফাইবার ডাস্ট, ফেব্রিক ডাস্ট, ক্লিপ আর ময়লা গুলি ঘষে পরিস্কার করতে হয় ৷ পরিস্কার করার পরে সে গুলি এসিটিক এসিড দিয়ে পানি বাথ লোড করে হিট দিতে হবে । তাতে স্কেল গুলি পরিষ্কার হয়ে যায় ৷

২. মার্সারাইজ মেশিন এর বাথ গুলি এসিটিক এসিড দিয়ে পানি বাথ লোড করে হিট দিতে হবে । তাতে স্কেল গুলি পরিষ্কার হয়ে যায় ৷ এই মেশিন গুলির মটোর গুলি পলি দিয়ে র‍্যাপিং করা হয় বর্ষার সিজনে যাতে পানিনা পড়ে । মেইন প্যানেল বোর্ডে মনিটর গুলি পলি দিয়ে র‍্যাপিং করতে হবে ।


৩. সিনজিং ডিসাইজিং মেশিন এর বাথের সব ক্যামিকেল ড্রেইন আউট করতে হবে ডিসাইজ বাথ এর রোলার গুলি মেজে মেজে গাম দুর করতে হবে । সিনজিং মেশিনের বার্নার আর ডাস্ট ফিল্টার ১০০% ভালো ভাবে এয়ার দিয়ে পরিস্কার করতে হবে । মেইন প্যানেল বোর্ডে মনিটর গুলি পলি দিয়ে র‍্যাপিং করতে হবে । মনিটর এবং প্যানেল বোর্ডে ইন্সেক্টিসাইড এবং পেস্টিসাইড দিয়ে যাইতে হবে ।

৩. স্টেনটার এর প্যাডার ভিম দিয়ে মেজে পরিস্কার করে তাকে কাপড় দিয়ে ঢাকা হয়৷। চেমওয়ার গুলি এয়ার দিয়ে ডাস্ট ফ্রি করা হয় । এর প্যানেল বোর্ড আর বার্নার গুলি কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় । যাবার আগে চেইন ওয়েলিং করা হয় । আসার পর ওয়েলিং এবং শেফট এ স্প্রে করা লাগে৷


৫. প্যাড ব্যাচ মেশিনের এর রোলার গুলি ডাইস্টাফ লেগে থাকে এলকালি লেগে থাকে তাই এটা হাইড্রোজ সোডা ভিম দিয়ে মেজে পরিস্কার করা হয় সব শেষে এসিড দেয়া হয় । তারপর পানি দিয়ে প্যাডার ক্লিন করা হয়৷ বাথে আর ডোজিং ট্যাংকে পানি ফ্লো করে ভেতরের ময়লা দুর করা হয় ।

৬. জিগার ডাইং মেশিন সাধারণত বাইরে বাতাস দেয়ার পর ভেতরে হাইড্রোজ, লিকুইড ডিটারজেন্ট দিয়ে বয়েলিং করা হয় । আর বালি দিয়ে এর রোলার গুলি ঘষে পরিস্কার করা হয় । ডোজিং ট্যাংক সাইড ট্যাংক পরিস্কার করে এতে এসিড দিয়ে ধুয়ে রাখা হয় ।


৭. সানফোরাইজ মেশিনের মেইন কাজ সিলিন্ডার আর ব্লংকেট কুলিং করে রাখা । রাবার ব্লাংকেট ওয়াক্সিং করা । সিলিন্ডার এর স্কেল বালি দিয়ে ভিম দিয়ে পরিস্কার করা ।

৮. পিচ মেশিনের ডাস্ট ফিল্টার এর লিন্ট পরিস্কার করা। ব্রাশ গুলি এয়ার দিয়ে ক্লিন করা । বেয়ারিং গুলি গ্রিজ করা ।

৯. বৃষ্টির সিজন ফ্লোরের পানির ড্রপ পড়ে তাই ফেব্রিক গুলি পলি দিয়ে ঢেকে রাখা উচিৎ ।



ফেক্টরি খোলার পরঃ

ম্যাকানিকাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর পারমিশন ছাড়া মেশিন অন করা যাবেনা । তাদের উপস্থিতিতে চেক করে এলাও করলে মেশিন রান দিতে হবে।

অফিস খুললেই মেইন কাজ হবে সব খোলা আবার এয়ার দিয়ে ক্লিন করা । বল বেয়ারিং গুলু গ্রিজিং ওয়েলিং করা । অয়েল অনেক সময় লিক করে পড়ে যায় তাই যে সব মেশিনের হাইড্রোলিক ওয়েল আছে সে গুলি চেক দেয়া । ক্যাবল গুলি চেক করা ।


এর আগে করোনায় ২ মাস অফ থাকার পর লাইনের পানিতে ব্যাং এর পোনা আসছিলো তাই এবার ওয়াটার মেইন স্টোরেজ টেংক খালি করে সব ফেলে যাওয়া হবে ।



ফেক্টরির অফ করার আগে কিভাবে ক্লিন করা হয়

বন্ধের প্রস্তুতি এবং ক্লিনিংঃ




আমাদের ফেক্টরি অফ হবার আগের ক্লিনিং প্রস্তুতি নিয়ে আলোচনা করবো । মেশিন অফ করে যাবার আগে সেগুলি ভালো করে পরিস্কার করতে হবে বিশেষ করে রোলার বেইজড মেশিন গুলির রোলার ।


১. ব্লিচ মেশিনের বিশেষ করে ভেতরের স্কেল সমে থাকে ফাইবার ডাস্ট, ফেব্রিক ডাস্ট, ক্লিপ আর ময়লা গুলি ঘষে পরিস্কার করতে হয় ৷ পরিস্কার করার পরে সে গুলি এসিটিক এসিড দিয়ে পানি বাথ লোড করে হিট দিতে হবে । তাতে স্কেল গুলি পরিষ্কার হয়ে যায় ৷

২. মার্সারাইজ মেশিন এর বাথ গুলি এসিটিক এসিড দিয়ে পানি বাথ লোড করে হিট দিতে হবে । তাতে স্কেল গুলি পরিষ্কার হয়ে যায় ৷ এই মেশিন গুলির মটোর গুলি পলি দিয়ে র‍্যাপিং করা হয় বর্ষার সিজনে যাতে পানিনা পড়ে । মেইন প্যানেল বোর্ডে মনিটর গুলি পলি দিয়ে র‍্যাপিং করতে হবে ।


৩. সিনজিং ডিসাইজিং মেশিন এর বাথের সব ক্যামিকেল ড্রেইন আউট করতে হবে ডিসাইজ বাথ এর রোলার গুলি মেজে মেজে গাম দুর করতে হবে । সিনজিং মেশিনের বার্নার আর ডাস্ট ফিল্টার ১০০% ভালো ভাবে এয়ার দিয়ে পরিস্কার করতে হবে । মেইন প্যানেল বোর্ডে মনিটর গুলি পলি দিয়ে র‍্যাপিং করতে হবে । মনিটর এবং প্যানেল বোর্ডে ইন্সেক্টিসাইড এবং পেস্টিসাইড দিয়ে যাইতে হবে ।

৩. স্টেনটার এর প্যাডার ভিম দিয়ে মেজে পরিস্কার করে তাকে কাপড় দিয়ে ঢাকা হয়৷। চেমওয়ার গুলি এয়ার দিয়ে ডাস্ট ফ্রি করা হয় । এর প্যানেল বোর্ড আর বার্নার গুলি কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় । যাবার আগে চেইন ওয়েলিং করা হয় । আসার পর ওয়েলিং এবং শেফট এ স্প্রে করা লাগে৷


৫. প্যাড ব্যাচ মেশিনের এর রোলার গুলি ডাইস্টাফ লেগে থাকে এলকালি লেগে থাকে তাই এটা হাইড্রোজ সোডা ভিম দিয়ে মেজে পরিস্কার করা হয় সব শেষে এসিড দেয়া হয় । তারপর পানি দিয়ে প্যাডার ক্লিন করা হয়৷ বাথে আর ডোজিং ট্যাংকে পানি ফ্লো করে ভেতরের ময়লা দুর করা হয় ।

৬. জিগার ডাইং মেশিন সাধারণত বাইরে বাতাস দেয়ার পর ভেতরে হাইড্রোজ, লিকুইড ডিটারজেন্ট দিয়ে বয়েলিং করা হয় । আর বালি দিয়ে এর রোলার গুলি ঘষে পরিস্কার করা হয় । ডোজিং ট্যাংক সাইড ট্যাংক পরিস্কার করে এতে এসিড দিয়ে ধুয়ে রাখা হয় ।


৭. সানফোরাইজ মেশিনের মেইন কাজ সিলিন্ডার আর ব্লংকেট কুলিং করে রাখা । রাবার ব্লাংকেট ওয়াক্সিং করা । সিলিন্ডার এর স্কেল বালি দিয়ে ভিম দিয়ে পরিস্কার করা ।

৮. পিচ মেশিনের ডাস্ট ফিল্টার এর লিন্ট পরিস্কার করা। ব্রাশ গুলি এয়ার দিয়ে ক্লিন করা । বেয়ারিং গুলি গ্রিজ করা ।

৯. বৃষ্টির সিজন ফ্লোরের পানির ড্রপ পড়ে তাই ফেব্রিক গুলি পলি দিয়ে ঢেকে রাখা উচিৎ ।



ফেক্টরি খোলার পরঃ

ম্যাকানিকাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর পারমিশন ছাড়া মেশিন অন করা যাবেনা । তাদের উপস্থিতিতে চেক করে এলাও করলে মেশিন রান দিতে হবে।

অফিস খুললেই মেইন কাজ হবে সব খোলা আবার এয়ার দিয়ে ক্লিন করা । বল বেয়ারিং গুলু গ্রিজিং ওয়েলিং করা । অয়েল অনেক সময় লিক করে পড়ে যায় তাই যে সব মেশিনের হাইড্রোলিক ওয়েল আছে সে গুলি চেক দেয়া । ক্যাবল গুলি চেক করা ।


এর আগে করোনায় ২ মাস অফ থাকার পর লাইনের পানিতে ব্যাং এর পোনা আসছিলো তাই এবার ওয়াটার মেইন স্টোরেজ টেংক খালি করে সব ফেলে যাওয়া হবে ।



কোন মন্তব্য নেই: