নারীরা পায়জামা পরা শুরু করেছে বেশি দিন হয়নি। তবে এই পোশাকটির প্রচলন হয়েছে ফ্যাশন হিসেবে নয়, বরং জীবন রক্ষাকারী হিসেবে।
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান জিপেলিন এয়ারশিপগুলো (বেলুনের মতো দেখতে এক ধরনের বিমান, যেগুলো থেকে বোমা বর্ষণ করা যেত) ব্রিটিশ টেরিটরিতে রাতের বেলা অকষ্মাৎ অভিযান চালানো শুরু করে। গভীর রাতে হুটহাট বাড়ি-ঘর ছেড়ে পালানোর জন্য উপযুক্ত পোষাক হিসেবে নারীরা পায়জামা পরা শুরু করে।
১৯১৫ সালে জিপেলিন এয়ার রেইড শুরু হয়। খুব দ্রুতই নারী ও শিশুরা এসব অভিযানের ভিকটিম হওয়া শুরু করে, কারণ তারা দ্রুততার সঙ্গে পালাতো পারতো না। লাইফস্টাইল ম্যাগাজিনগুলো তখন রাতে ঘুমানোর সময় নারীদের এমন পোশাক পরিধান করার জন্য উৎসাহিত করতে থাকে, যাতে তারা ওই অবস্থায় পালিয়ে কোনো প্রতিবেশি বা আত্নীয়ের বাড়িতে উপস্থিত হলে তাদেরকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে না হয়। সেক্ষেত্রে পায়জামা হচ্ছে সবচেয়ে উপযুক্ত পোশাক। আবার এটাতে পকেট থাকায় জরুরী জিনিসগুলোও সঙ্গে রাখা যায়। সেই থেকে নারীদের মধ্যে পায়জামা পরার প্রচলন শুরু হয়, যা পরবর্তীতে বৈপ্লবিক এক ফ্যাশনে পরিণত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন