🔶🔶Coffee Ground Fiber
✅বেশিরভাগ কফি পানকারীরা তাদের কফি তৈরির পরে কফি গ্রাউন্ড ফেলে দেয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল যা ব্যবহার করে ফাইবার তৈরি করা যেতে পারে।
তাইওয়ানীয় টেক্সটাইল সংস্থা Singtex সর্বপ্রথম পোল-পেটেন্টযুক্ত কফি গ্রাউন্ডটিকে পলিমারের সাথে সংযুক্ত করে স্পিনিংয়ের মাধ্যমে সুতা তৈরির আগে মাস্টার ব্যাচ তৈরি করে।
Starbucks এর মত নামি-দামি কফি বিক্রেতার কাছ থেকে ব্যবহৃত কফি গ্রাউন্ড সংগ্রহ করে সুতা তৈরি করা হয়।
Signtex industry সর্বপ্রথম কফি গ্রাউন্ড ফাইবারগুলো দিয়ে কাপড় তৈরি শুরু করে।
✅কফি গ্রাউন্ড ফাইবারের কিছু সুবিধাঃ
১.UV রশ্মি থেকে রক্ষা করে।
২.ভেজা কাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়।
৩.প্রাকৃতিকভাবে anti-odour হিসেবে কাজ করে।
৪.খরচ কম
৫.সময় কম লাগে
Signtex industry আবর্জনা হিসেবে ফেলে দেওয়া কফি গ্রাউন্ডগুলোতে দ্বিতীয় জীবন দেয়।
✅কফি গ্রাউন্ড ফাইবারের কিছু ব্যবহারঃ
১.কার্পেট
২.খেলোয়াড়দের পোশাক
৩.চাদর
৪.টি-শার্ট
৫.শীতের পোশাক
ইত্যাদি ক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য খাতে ব্যবহারের জন্য গবেষণা চলছে।
✅কফি গ্রাউন্ড ফাইবারকে বিশ্বব্যাপী প্রচলিত কাপড়ের পরিবর্তে ব্যবহার করতে পোশাক ব্র্যান্ডগুলোকে উৎসাহিত করা হচ্ছে। আশা করা যায় অতি শীঘ্রই এই ফাইবার বিশ্ববাজারে পরিচিত লাভ করবে।
Writer
Rafiul Islam
E-mail : rafiulshohan412@gmail.com
B.Sc in Textile Engineering (SKTEC)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন