Coffee Ground Fibre | কফি গ্রাউন্ড ফাইবার | ন্যাচারাল ফাইবার - Textile Lab | Textile Learning Blog
🔶🔶Coffee Ground Fiber


✅বেশিরভাগ কফি পানকারীরা তাদের কফি তৈরির পরে কফি গ্রাউন্ড ফেলে দেয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল যা ব্যবহার করে ফাইবার তৈরি  করা যেতে পারে। 
 তাইওয়ানীয় টেক্সটাইল সংস্থা Singtex সর্বপ্রথম পোল-পেটেন্টযুক্ত কফি গ্রাউন্ডটিকে পলিমারের সাথে সংযুক্ত করে স্পিনিংয়ের মাধ্যমে সুতা তৈরির আগে মাস্টার ব্যাচ তৈরি করে।
Starbucks এর মত নামি-দামি কফি বিক্রেতার  কাছ থেকে ব্যবহৃত কফি গ্রাউন্ড সংগ্রহ করে সুতা তৈরি করা হয়। 

 Signtex industry  সর্বপ্রথম কফি গ্রাউন্ড ফাইবারগুলো দিয়ে কাপড় তৈরি শুরু করে।

কফি গ্রাউন্ড ফাইবারের কিছু সুবিধাঃ

 ১.UV রশ্মি থেকে রক্ষা করে।
 ২.ভেজা কাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়।
 ৩.প্রাকৃতিকভাবে anti-odour হিসেবে কাজ করে।    
 ৪.খরচ কম
 ৫.সময় কম লাগে 

Signtex industry আবর্জনা হিসেবে ফেলে দেওয়া কফি গ্রাউন্ডগুলোতে দ্বিতীয় জীবন দেয়।  

কফি গ্রাউন্ড ফাইবারের কিছু ব্যবহারঃ

১.কার্পেট 

২.খেলোয়াড়দের পোশাক 

৩.চাদর 

৪.টি-শার্ট

৫.শীতের পোশাক 

ইত্যাদি ক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য খাতে ব্যবহারের জন্য গবেষণা চলছে। 

✅কফি গ্রাউন্ড ফাইবারকে বিশ্বব্যাপী প্রচলিত কাপড়ের পরিবর্তে ব্যবহার করতে পোশাক ব্র্যান্ডগুলোকে উৎসাহিত করা হচ্ছে। আশা করা যায় অতি শীঘ্রই এই ফাইবার বিশ্ববাজারে পরিচিত লাভ করবে। 




Writer 
Rafiul Islam 
E-mail : rafiulshohan412@gmail.com
B.Sc in Textile Engineering (SKTEC)

Coffee Ground Fibre | কফি গ্রাউন্ড ফাইবার | ন্যাচারাল ফাইবার

🔶🔶Coffee Ground Fiber


✅বেশিরভাগ কফি পানকারীরা তাদের কফি তৈরির পরে কফি গ্রাউন্ড ফেলে দেয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল যা ব্যবহার করে ফাইবার তৈরি  করা যেতে পারে। 
 তাইওয়ানীয় টেক্সটাইল সংস্থা Singtex সর্বপ্রথম পোল-পেটেন্টযুক্ত কফি গ্রাউন্ডটিকে পলিমারের সাথে সংযুক্ত করে স্পিনিংয়ের মাধ্যমে সুতা তৈরির আগে মাস্টার ব্যাচ তৈরি করে।
Starbucks এর মত নামি-দামি কফি বিক্রেতার  কাছ থেকে ব্যবহৃত কফি গ্রাউন্ড সংগ্রহ করে সুতা তৈরি করা হয়। 

 Signtex industry  সর্বপ্রথম কফি গ্রাউন্ড ফাইবারগুলো দিয়ে কাপড় তৈরি শুরু করে।

কফি গ্রাউন্ড ফাইবারের কিছু সুবিধাঃ

 ১.UV রশ্মি থেকে রক্ষা করে।
 ২.ভেজা কাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়।
 ৩.প্রাকৃতিকভাবে anti-odour হিসেবে কাজ করে।    
 ৪.খরচ কম
 ৫.সময় কম লাগে 

Signtex industry আবর্জনা হিসেবে ফেলে দেওয়া কফি গ্রাউন্ডগুলোতে দ্বিতীয় জীবন দেয়।  

কফি গ্রাউন্ড ফাইবারের কিছু ব্যবহারঃ

১.কার্পেট 

২.খেলোয়াড়দের পোশাক 

৩.চাদর 

৪.টি-শার্ট

৫.শীতের পোশাক 

ইত্যাদি ক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য খাতে ব্যবহারের জন্য গবেষণা চলছে। 

✅কফি গ্রাউন্ড ফাইবারকে বিশ্বব্যাপী প্রচলিত কাপড়ের পরিবর্তে ব্যবহার করতে পোশাক ব্র্যান্ডগুলোকে উৎসাহিত করা হচ্ছে। আশা করা যায় অতি শীঘ্রই এই ফাইবার বিশ্ববাজারে পরিচিত লাভ করবে। 




Writer 
Rafiul Islam 
E-mail : rafiulshohan412@gmail.com
B.Sc in Textile Engineering (SKTEC)

কোন মন্তব্য নেই: