Lycra কি ?
এটি Garments এ বেশ পরিচিত শব্দ । অনেকেই অনেকভাবে উচ্চারণ করেন যেমন : লায়াক্রা , লিক্রা , লেক্রা ইত্যাদি । তো, এটি একটি অতি সূক্ষ্ম রাবার আইটেম । যা খালি চোখে দেখতে পাওয়া কঠিন ।
আর এটি একটি ফাইবার হিসেবেই গণ্য করা হয় । এবং এটি একটি Synthetic fiber বা Man made fiber.
Garments এ Lycra Fiber এর কাজ কি ?
এটি ডেনিম ফেব্রিক্স এ প্রয়োগ করা হয় । আমরা যে ডেনিম ফেব্রিক্স এ Elasticity দেখি বা পরিধান করার সময় অনুভব করি তা ঐ Lycra fiber প্রয়োগেরই ফলাফল ।
এটি বেশিরভাগ ক্ষেত্রে Weft thread এ প্রয়োগ করা হয় । ফলে বেশিরভাগ Denim ফেব্রিক্স Width এ Shrinkage করে । অর্থাৎ Width এ সংকোচন প্রসারণ ঘটে ।
Lycra Fiber টা Fabric বুননে কিভাবে প্রয়োগ করা হয় ?
এটি Core spun টেকনোলজি Apply করে texture করা হয় ।
Core Spun system কি ?
এটি হলো সুতা বানানোর একটি পদ্ধতি যা core spun শব্দটি বিশ্লেষণ করলেই বুঝতে সহজ হবে । আমরা অনেকেই Core Spun thread নাম শুনেছি এবং এটি ব্যবহার করি ।
Core মানে মূল Spun মানে এটি Spin ( ঘূর্ণন ) শব্দের past participle অর্থাৎ কোন একটি জিনিস কে মূল অক্ষে রেখে তার সাথে অন্য একটি আইটেম wrap করার সিস্টেম টাই হলো Core spun system .
তো এখানে Core এ থাকে Lycra fiber আর Spun এ থাকে Cotton thread ( Denim fabric এর ক্ষেত্রে )
Construction টা আরও বুঝার জন্য নিচের ছবিগুলো দেখুন ।
Lycra নাম টা কেন ?
আসলে ঐ রাবার বা Elastane item টা একটা আমেরিকান INVISTA কোম্পানি এর Elastomeric fiber Lycra এটি ঐ কোম্পানির দেয়া নাম ।
ঐ আইটেমের Generic name হলো Elastane . ১৯৫৮ সালে এটি আবিষ্কৃত হয় । সুতরাং Lycra হলো Brand name আর
Elastane হলো Generic name।
বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার জন্য একটি উদাহরণ : শ্যাম্পু হলো হলো Generic Name আর Sunsilk হলো Brand Name।
একইভাবে Spandex ও একটি Brand name. এরকম আরও অনেক নাম আছে যা Elastance আইটেমেরই অন্তর্ভুক্ত ।
যেরকম Dove, Sunsilk Clear এরা সবাই Brand name। কিন্তু এদের Generic name হলো Shampoo।
এই ফাইবার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত ।
1. Lycra ( USA )
2. Roica ( Japanese )
3. Texlon ( Korean )
Writer: Ishfaqul Wadud Khan
Senior Executive QA of LEVI'S at Ananta Group.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন