রিপ্রসেস ভালো নাকি ফ্রেশ ফেব্রিক্স থেকে ডাইং ভালো ? - Production Plan - Textile Lab | Textile Learning Blog
অনেক সময় ফেব্রিকের সমস্যায় পড়েন সাপ্লাইয়ার গন দেখা যায় আপনি দুবার রিপ্রসেস করলে আপনি সেড মিলাতে পারেন না ।  রোল টু রোল সেড আলাদা হয়ে যায় ।  এতে কিছু সাপ্লাইয়ার এটা ঠিক করার আপ্রান ট্রাই করেন কিন্ত সহজে তা ঠিক হয়না আল্টিমেটলি এতে তারা নিজেরাই প্রবলেম এ পড়েন ।  এই দিকে টাইম কিল হয় গার্মেন্টস থেকে চাপ আসে কোয়ালিটি খারাপ হয় আরো টাকা অপচয় হয় বাড়তি কাজ করতে এক্সসেপটেন্স দেয়না বায়ার সহজে । 



মুলত কস্টলি হলেও এর একটা সহজ সলিউশন আছে যেটা হচ্ছে ফেব্রিক নতুন করে এনে সেটাকে নতুন করে ডাইং করে দেয়া ।  নতুন করে ডাইং করলে লাভ হচ্ছে ডাইং এর লোকজন আগের অভিজ্ঞতা থেকে এবার ঠিক করে ডাইং ফিনিশিং করবে ।  ফেব্রিকের কোয়ালিটি ভালো থাকবে ।  রোল বাই রোল ভেরিয়েশন আসার চান্স নাই ।  কিছু পার্টি সেইম ফেব্রিক নিয়ে গেজাইতে থাকে এতে লস তাদের হয় এক পর্যায়ে রিপ্রেসেস বেশি হলে ফেব্রিক স্ট্রেন্থ এবং কোয়ালিটি ফেইল করে  ।  আর এই ফর্মুলায় ফেব্রিক রেখে দিয়ে স্ট্রিপ করে ব্লাক এবং ডার্ক সেডে কনভার্ট করে দেয়া যাবে।





রিপ্রসেস ভালো নাকি ফ্রেশ ফেব্রিক্স থেকে ডাইং ভালো ? - Production Plan

অনেক সময় ফেব্রিকের সমস্যায় পড়েন সাপ্লাইয়ার গন দেখা যায় আপনি দুবার রিপ্রসেস করলে আপনি সেড মিলাতে পারেন না ।  রোল টু রোল সেড আলাদা হয়ে যায় ।  এতে কিছু সাপ্লাইয়ার এটা ঠিক করার আপ্রান ট্রাই করেন কিন্ত সহজে তা ঠিক হয়না আল্টিমেটলি এতে তারা নিজেরাই প্রবলেম এ পড়েন ।  এই দিকে টাইম কিল হয় গার্মেন্টস থেকে চাপ আসে কোয়ালিটি খারাপ হয় আরো টাকা অপচয় হয় বাড়তি কাজ করতে এক্সসেপটেন্স দেয়না বায়ার সহজে । 



মুলত কস্টলি হলেও এর একটা সহজ সলিউশন আছে যেটা হচ্ছে ফেব্রিক নতুন করে এনে সেটাকে নতুন করে ডাইং করে দেয়া ।  নতুন করে ডাইং করলে লাভ হচ্ছে ডাইং এর লোকজন আগের অভিজ্ঞতা থেকে এবার ঠিক করে ডাইং ফিনিশিং করবে ।  ফেব্রিকের কোয়ালিটি ভালো থাকবে ।  রোল বাই রোল ভেরিয়েশন আসার চান্স নাই ।  কিছু পার্টি সেইম ফেব্রিক নিয়ে গেজাইতে থাকে এতে লস তাদের হয় এক পর্যায়ে রিপ্রেসেস বেশি হলে ফেব্রিক স্ট্রেন্থ এবং কোয়ালিটি ফেইল করে  ।  আর এই ফর্মুলায় ফেব্রিক রেখে দিয়ে স্ট্রিপ করে ব্লাক এবং ডার্ক সেডে কনভার্ট করে দেয়া যাবে।





কোন মন্তব্য নেই: